শব্দার্থে কুরআনুল মাজীদ ৫ম খন্ড
শব্দার্থে কুরআনুল মাজীদ ৫ম খন্ড pdf বই ডাউনলোড। বাংলা ভাষায় এ পর্যন্ত পবিত্র কোরআন মাজীদের বেশ কয়েকটি সরল অনুবাদ ও তাফসীর প্রকাশিত হয়েছে। এসব অনুবাদ ও তাফসীরের মাধ্যমে পবিত্র কোরআনের মৌলিক শিক্ষা জানা অনেকাংশে সহজ হয়েছে। তবে যারা দ্বীনি মাদ্রাসায় প্রাথমিক পর্যায়ে অধ্যয়ন করেছেন অথাব ইংরেজী শিক্ষিত হওয়া সত্ত্বেও দ্বীনের দা’য়ী হিসেবে আল্লাহর বান্দাদের মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছে দিচ্ছেন, তাদের জন্য সারাসরি আরবী শব্দ বুঝে পবিত্র কোরআনের ভাবার্থ অনুধাবন করার মত তর্জমার অভাব রয়েছে।
নিম্নে শব্দার্থে কুরআনুল মাজীদ ৫ম খন্ড বইয়ের লেখা থেকে হুবহু তুলে ধরছিঃ
সূরা মারইয়াম
নাযিল হওয়ার সময়-কাল
এই সুরাটি মুসলমানদের হাব্শায় হিজরত করার পূর্বে নাযিল হয়েছিল। নির্ভরযোগ্য হাদীসের বর্ণনা হতে জানা যায় যে, ইসলামের এই মুহাজীরগণ যখন নাজ্জাশীর দরবারে আহুত হয়েছিলেন তখন হযরত জাফর ভরা দরবারে এই সূরাটি আদ্যপান্ত পাঠ করে শুনিয়েছিলেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- শব্দার্থে কুরআনুল মাজীদ ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- শব্দার্থে কুরআনুল মাজীদ ২য় খন্ড pdf বই ডাউনলোড
- শব্দার্থে কুরআনুল মাজীদ ৮ম খন্ড pdf বই ডাউনলোড
- শব্দার্থে কুরআনুল মাজীদ ১০ম খন্ড pdf বই ডাউনলোড
- শব্দার্থে কুরআনুল মাজীদ ৬ষ্ঠ খন্ড pdf বই ডাউনলোড
ঐতিহাসিক পটভূমি
ইতিহাসের যে অধ্যায়ে এই সুরাটি নাযিল হয়েছিল সূরা কাহাফ-এর ভূমিকা প্রসঙ্গে আমরা তার কিছুটা বর্ণণা দিয়েছি। কিন্তু সেই সংক্ষিপ্ত বর্ণনা এ সূরাকে এবং এ সময়কার অন্যান্ন সুরাকে বুঝবচার জন্য নয়। এ কারণে আমরা এখানে তখনকার অবস্থার বিস্তারিত বর্ণনা দিতে চেষ্টা করবো।
কুরাইশ সর্দার ও নেতাগণ হাসি-ঠাট্টা, বিদ্রুপ, প্রলোভন ও ভীতি প্রদর্শন এবং মিথ্যা অভিযোগ-দোষারোপের প্রচারণ দ্বারা ইসলামী দাওয়াত ও আন্দোলনকে দমন করতে ব্যর্থ হয়ে, অবশেষে অত্যাচার, উৎপীড়ন, মার-পিট এবং অর্থনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার ব্যবহার করতে শুরু করল।
প্রত্যেক গোত্রের লোকেরা নিজেদের গোত্রের নও-মুসলিমদের জীবনকে অতিষ্ঠ করে তুলল। আর নানাভাবে নিপীড়িত করে, বন্দী করে, ক্ষুৎ-পিপাসায় কষ্ট দিয়ে – এমনকি শারীরিক নিগ্রহ ও নির্যাতন চালিয়ে তাদেরকে ইসলাম ত্যাগ করতে বাধ্য করার চেষ্টা করলো।
নিচে শব্দার্থে কুরআনুল মাজীদ ৫ম বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ কুরআন এর বর্ণিত শব্দার্থ শিক্ষা বইয়ের সাইজঃ 8.83 MB প্রকাশ সালঃ ২০০০ইং বইয়ের সম্পাদনায়ঃ মতিউর রহমান খান অনুবাদঃ মতিউর রহমান খানডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ