শব্দার্থে কুরআনুল মাজীদ ১ম খন্ড
শব্দার্থে কুরআনুল মাজীদ ১ম খন্ড।শব্দার্থে আল কুরআনুল মাজীদ ১ম খন্ড pdf বই ডাউনলোড। পবিত্র কুরআনের বেশ কয়েকটি অনুবাদ ও তাফসীর ইতিমধ্যে বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে। এসব অনুবাদ ও তাফসীরের মাধ্যমে পবিত্র কুরআনের অর্থ অনুধাবন করা অনেকাংশে সহজ হলেও আরবী ভাষায় কম অভিজ্ঞ লোকদের জন্যে সরাসরি শব্দের অর্থ বুঝার মত অনুবাদের অভাব রয়েছে। এ অভাব পূরনের উদ্দেশ্যে পবিত্র কুরআনের শাব্দিক অর্থ প্রকাশ করার চেষ্ট করেছি। তবে শুধু শব্দার্থ দ্বারা অনেক সময় বক্তব্য জানা সম্ভব নয়। তাই শব্দার্থের সাতে ইসলামী চিন্তাবদি সাইয়্যেদ আবুল আ’লা মওদুদী রঃ এর তরজমা -এ কুরআন থেকে ভাবার্থ ও সংক্ষিপ্ত টিকা সংযোগ করা হয়েছে, যাতে মর্মার্থ বুঝতে অসুবিধে না হয়।
আরও দেখুনঃ আল কুরআনের বিষয় ভিত্তিক আয়াত এবং তাইসীরুল কুরআন বাংলা তাফসীর
পবিত্র কুরআনের শব্দগুলোর অর্থ চয়নের ক্ষেত্রে আমি প্রসিদ্ধ নির্ভরযোগ্য মুফাসসীরগেণের গ্রহণীয় অর্থকে প্রাধান্য দিয়েছি। এ ক্ষেত্রে শাহ রফিউদ্দিন দেহলভী রহঃ এর শব্দিক অনুবাদ (উর্দূ), তফসীরে মারেফুল কুরআন (বাংলা অনুবাদ), ও ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের প্রকাশিত আল কুরআনুল কারিম (বাংলা অনুবাদ) ইত্যাদি প্রতিষ্ঠানের প্রকাশনার কুরআন শরীফের সাহায্য নিয়েছি। এ সত্বেও কোন ত্রুটি যদি কোন গবেষকের সামনে ধরা পড়ে তা অনবাদককে অবহিত করতে অনুরোধ রইলো। বিদেশে অবস্থানের কারণে মুদ্রণ ত্রুটি ও রয়ে গিয়েছে। আগামীতে তা সংশোধনের চেষ্টা করা হবে, ইংশা আল্লাহ।
আরও দেখুনঃ ঈমানদীপ্ত দাস্তান ১ম খন্ড
এই বঙ্গানুবাদ থেকে উপকৃত হওয়ার জন্যে বাংলা শব্দার্থগুলোকে ডান থেকে বামে বা বাম থেকে ডানে পড়ার পরিবর্তে আরবী শব্দের নীচে দেয়া বাংলা শব্দার্থ ও আয়তগুলোর শেষে দেয়অ বাংলা ভার্থ পড়তে হবে। এভাবে শব্দার্থ ও ভাবার্থ বুঝে কিছুদর অধ্যয়ন করতে পারলে পরবর্তীতে কুরআনের বাকী অংশের অর্থ অনুধাবন সহজ হয়ে যাবে, ইংশা আল্লাহ। তবে এরপরও পূর্ণ কুরআন অধ্যয়নের জন্যে কোন নির্ভরযোগ্য তাফসীরের সহযোগীতা নেয়াই উত্তম হবে।
আরও দেখুনঃ ইসলামের দৃষ্টিতে সন্তান প্রতিপালন
নিচে শব্দার্থে কুরআনুল মাজীদ ১ম খন্ড বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ কুরআন এর বর্ণিত শব্দার্থ শিক্ষা বইয়ের সাইজঃ 8.42 MB প্রকাশ সালঃ ১৯৮৯ ইং বইয়ের সম্পাদনায়ঃ মতিউর রহমান খান অনুবাদঃ মতিউর রহমান খানডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ