শরীয়তের দৃষ্টিতে পর্দার হুকুম pdf বই ডাউনলোড।
শরীয়তের দৃষ্টিতে পর্দা
মহান আল্লাহ রাব্বুল আ’লামীন সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাঃ কে হিদায়াত (পথ নির্দেশ) ও সত্য ধর্ম আনুগত্যের একমাত্র সত্য বিধানসহ ইসলামের নৈতিক চরিত্রের পরিপূর্ণতা সাধনের উদ্দেশ্যে মহান চরিত্রাবলীর অধিকারী করে প্রেরণ করেছেন। যাতে তিনি আল্লাহ রাব্বুল আ’লামীনের আদেশ অনুসারে মানব মন্ডলীকে কুফরের অন্ধকার থেকে ঈমানের আলোর দিকে বের করে নিয়ে আসতে পারেন।
আল্লাহ তায়ালা তাঁকে ইবাদতের মর্মার্থ্য বাস্তবায়িত করার জন্য পাঠিয়েছেন এবং তা আল্লাহর বিধি-বিধানকে প্রবৃত্তির অনুসরণ ও শয়তানী খেয়ালখুশি চরিতার্থ কারা উপর অগ্রাধিকার দিয়ে নিহায়েত বিনয়, নম্রতা ও আন্তরিকতার সাথে আল্লাহর আদেশাবলী যথার্থভাবে পালন করা। এবং তাঁর নিষেধাবলী থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার মাধ্যমে হয়ে থাকে। মহান আল্লাহ তাঁর বান্দার উপযোগী প্রতিটি ব্যাপারে সর্বজ্ঞাত ওয়াকেফহাল ও তাদের প্রতি চির স্নেহশীল সদা করুনাময়।
আরও পর্দা বিষয়ক বই দেখুনঃ
- পর্দা একটি বাস্তব প্রয়োজন pdf বই ডাউনলোড
- পুরুষের ও নারীর পর্দা pdf বই ডাউনলোড
- পর্দা একটি ইবাদত pdf বই ডাউনলোড
- পর্দার গুরুত্ব pdf বই ডাউনলোড
- শরঈ পর্দা pdf বই ডাউনলোড
হে মুসলিম সম্প্রদায়! তোমরা জেনে রাখ, নারীর জন্য পর পুরুষের সম্মুখে শরীয়তের দৃষ্টিতে পর্দা করা এবং মুখমন্ডল আবুতি করে রাখা ফরজ (অবশ কর্তব্য) তোমার প্রভুর পবিত্র কুরআন ও তোমার নবীর সহীহ হাদীস এবং ধর্মশাস্ত্র জ্ঞানীদের অনন্য প্রচেষ্টা সাধনালদ্ধ সঠিক ও নির্ভূল কিয়াস তা প্রমাণ করে।
মহান আল্লাহ পাক ইরশাদ করেনঃ
হে রাসূল, আপনি ঈমানদার নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, তারা যেন যা সাধারণতঃ প্রকাশমান তা ব্যতীত তাদের সৌন্দর্য, বেশ-ভূষা ও অলংকারদাী প্রকাশ না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষদেশ পর্যন্ত ঝুলিয়ে রাখে।
আর তারা যেন তাদের স্বামী , পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, স্ত্রীলোক, অধাকরভুক্ত বাদী, যৌন কামনামুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গুপ্তাঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো নিকট তাদের সাজ পোশাক প্রকাশ না করে, তারা যেন তাদের গোপন সাজ সজ্জা প্রকাশ করার জন্য (রাস্তা-ঘাটে) জোরে পদচারণা না করে, হে ঈমানদারগণ! তোমরা সকলে আল্লাহর দরবারে তওবা কর যাতে তোমরা সফলকাম হতে পার। –(সূরা আন নূর-৩১)
নিচে শরীয়তের দৃষ্টিতে পর্দা-র হুকুম বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আনোয়ারা বুক হাউজ বইয়ের ধরণঃ পর্দা করা বইয়ের সাইজঃ ৫.২৯ MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ মাওলানা আশরাফ আলী থানভী রহঃ অনুবাদঃ শাইখুল হাদীস মাওলানা আজিজুল হকডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ