শানে নুযূল pdf বই ডাউনলোড। মহান আল্লাহ রাব্বুল আলামীন তারঁ প্রিয় সৃষ্টি মানবজাতির ইহ ও পরকালীন কল্যাণ ও সাফল্যের চূড়ান্ত নির্দেশিকা হিসাবে যে মহাগ্রন্থ নাযিল করেছেন, সেই আল-কুরআনুল কারীম মহানবী সাঃ-এর উপর একসাথে অবতীর্ণ হয়নি। প্রায় তেইশ বছর ধরে এই গ্রন্থ নাযিল হয়েছে।
আল্লাহ তায়ালার নির্দেশে হযরত জিবরাইল আমীন আঃ কুরআনের আয়াত নিয়ে আগমন করতেন। কুরআনুল কারীমের আয়াত দুপ্রকার। প্রথমতঃ সেসব আয়াত যা আল্লাহ পাক কোন উপলক্ষ কিংবা কারো প্রশ্ন ছাড়াই নাযিল করেছেন।
আরও দেখুনঃ শাইখ মুহাম্মাদ মাহমুদ আলী রহ. pdf বই ডাউনলোড
দ্বিতীয়তঃ এমন সব আয়াত যেগুলো কোন বিশেষ কিংবা কোন প্রশ্নের পরিপ্রেক্ষিতে নাযিল হয়েছে। মুফাসসিরীনে কিরাম দ্বিতীয় প্রকার আয়াতের অবতরণের পটভূমিতে আসবাবে নূযুল বা শানে নুযূল বলে আখ্যা দেন-যেমন সূরা বাকারার নিম্নোক্ত আয়াতঃ অর্থাৎ মুশরিক নারীদের বিবাহ করো না যথক্ষন না তারা ঈমান আনয়ন করে।
সেই আল-কুরআনুল কারীম মহানবী সাঃ-এর উপর একসাথে অবতীর্ণ হয়নি।
নিঃসন্দেহে মুমিনা বাদিঁ মুশরিক নারী থেকে উত্তম যদিও মুশরিক নারী তোমাদের পছন্দ হয়। এ আয়াত বিশেষ একটি ঘটনার কারণে নাযিল হয়। জাহেলী যুগে আনাক নাম্মী জনৈকা মহিলার সাথে হযরত মারছাদ ইবনে আবু মারছাদের সম্পর্ক ছিল। ইসলাম গ্রহণের পর তিনি মদীনায় হিজরত করেন। আর আনাক মক্কায় থেকে যায়।
আরও দেখুনঃ সিরাত থেকে শিক্ষা pdf বই ডাউনলোড
হযরত মারছাদ একবার কোন কাজে মক্কা এলে ঐ মহিলা তাকে কুপ্রস্তাব দেয়। হযরত মারছাদ পরিস্কার ভাষায় অস্বীকার করে বলেন, ইসলাম তোমার ও আমার মাঝে অন্তরায় হয়ে দাড়িয়েছে। অবশ্য তুমি চাইলে আমি রাসূলুল্লাহ সাঃ-এর অনুমতির পরে তোমাকে বিবাহ করতে পারি। তিনি কথামত রাসূলে আকরাম রাঃ-এর কাছে বিবাহের অনুমতি চাইলে এ আয়াত নাযিল হয় এবং মুশরিক নারীর প্রতি নিষেধাজ্ঞা জারী হয়।
অনেকেই জ্ঞানের অগভীরতা ও অপরিপক্বতায় দরুন শানে নুযুলের গুরুত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তারা বলেন, কুরআন মজীদ স্বয়ং এমন একখানা প্রাঞ্জল গ্রন্থ যে, এর ব্যাখ্যা- বিশ্লেষণ জানার জন্য শানে নুযূলের কোন দরকার নেই। এদের এই ধারণা সম্পূর্ণ ভূল ও অসার। মুসলিম মনীষীদের অভিমত অনুযায়ী শানে নূযুল ইলমে তাফসীরের একটি অপরিহার্য শর্ত। এর উপকারিতা অশেষ। নিচে কিছু উল্লেখ করা হল।
আরও দেখুনঃ কিশোরগঞ্জ সাহিত্য সম্মেলন সারণিকা pdf বই ডাউনলোড
নিচে শানে নুযূল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ হামিদিয়া লাইব্রেরী বইয়ের ধরণঃ কুরআন বিষয়ক বইয়ের সাইজঃ 12.0 MB প্রকাশ সালঃ ২০১৩ ইং বইয়ের লেখকঃ মাহমুদ ইবনে জামিল অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ