শারহুল আক্বীদা আত-ত্বহাবীয়া pdf বই ডাউনলোড। দুনিয়া ও আখেরাতের কল্যাণ অর্জনের জন্য সর্বপ্রথম সঠিক ইসলামী আক্বীদা গ্রহণ করা অপরিহার্য। এ জন্য নাবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার মাক্কী জীবনের সম্পূর্ন সময় মুশরিকদের বাতিল আক্বীদা বর্জন করে নির্ভেজাল তাওহীদের প্রতি আহবান জানিয়েছেন এবং এ পথে অক্লান্ত পরিশ্রম করেছেন। কারণ ইসলামে সঠিক আক্বীদা-বিহীন আমলের কোন মূল্য নেই।
আল্লাহ তাআলা, তার দীন ও তার নাবী সম্পর্কে জ্ঞান অর্জনের উপরই দুনিয়া ও পরকালীন জীবনের সৌভাগ্য নির্ভর করে। এ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের প্রতিই মানুষের প্রয়োজন সবচেয়ে বেশি। বান্দা যতোক্ষণ পর্যন্ত আল্লাহর প্রভুত্ব, ইবাদত, তার অতি সুন্দর নামসমূহ ও সুউচ্ছ গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন না করবে।
আক্বীদা বিষয়ক আরও বই দেখুনঃ
- আল্লাহ রাসুল সম্পর্কে আকিদা pdf বই ডাউনলোড
- এক নযরে আক্বীদা ও তাওহীদ pdf বই ডাউনলোড
- আকিদা ইসলামিয়াহ pdf বই ডাউনলোড
ততক্ষণ সে প্রকৃত শান্তি অর্জন করতে সক্ষম হবে না। মানুষের মনে স্রষ্টার অস্তিত্ব, তার পবিত্র সত্তা ও গুণাবলী তার সৃষ্টি কর্মসমূহ সৃষ্টির সূচনা তার পরিসমাপ্তি সৃষ্টিজগতের সকল সৃষ্টির মদ্যকার পারস্পারিক সম্পর্ক, তাক্বদীর এবং মৃত্যুর পরবর্তী জীবন ও তাতে সংঘটিতব্য বিষয়াদি সম্পর্কে যেসব সন্দেহ ও প্রশ্ন জাগ্রত হয়, তার জবাবে জন্য স্বচ্ছ ও পরিচ্ছন্ন ইসলামী আক্বীদা অপরিহার্য ।
সঠিক আক্বীদায় আমাদের জীবন যাপন করতে হবে
পৃথিবীতে মুসলিমদের বিজয়, সাফল্য, প্রতিপত্তি ও প্রতিষ্ঠালাভের মূলে ছিল তাদের সঠিক আক্বীদা -বিশ্বাস। যতদিন মুসলিমদের আক্বীদা- বিশ্বাস সঠিক ও সুদৃঢ় ছিল, ততদিন তারা সমগ্র পৃথিবী শাসন করেছে।
এ জন্যই কুরআন মানুষের আক্বীদা পরিশুদ্ধ করার প্রতি সর্বাধিক গুরুত্ব প্রদান করে। নাবী-রসূলদের দাওয়াতের মূল বিষয়ই ছিল আক্বীদার সংশোধন। তারা সর্বপ্রথম যে বিষয়ের প্রতি আহ্বান জানাতেন, তা হলো এককভাবে আল্লাহর ইবাদত করা এবং অন্যসব বস্তুর ইবাদত বর্জন করা। মক্কাতে একটানা তেরো বছর অবস্থান করে নাবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আক্বীদা সংশোধনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন।
কুরআন ও সুন্নাহয় আল্লাহর সত্তা, তার অতি সুন্দর নাম, সুউচ্চ গুণাবলী।, ফেরেশতা, আখিরাত ইত্যাদি গায়েবী বিষয়কে সহজ-সরল ভাষায় উপস্থাপন করা হয়েছে। ইসলামের গৌরবময় যুগে মুসলিমদের তা বুঝতে কোনো অসুবিধা হয়নি। রসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে তারা বিষয়গুলো শুনে তা সহজভাবেই বুঝেছেন এবং বিশ্বাস করেছেন। এগুলো বুঝার জন্য অহীর উপর নির্ভর করা ছাড়া অন্য কোন পথ নেই।
নিচে শারহুল আক্বীদা আত-ত্বহাবীয়া pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজঃ | 12.9 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ইমাম ইবনে আবীল ইয আল-হানাফী রহ |
অনুবাদঃ | শাইখ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী |