শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহঃ ও চিন্তাধারা বই ডাউনলোড। ভারতবর্ষে মুসলিম শাসকরা দীর্ঘদিন রাজত্ব করলেও এবং তাদেরঁ কেউ কেউ অল্প বিস্তর ইসলাম প্রচারে সহযোগিতা করলেও তাদেঁর অনেকেই সত্যিকার ইসলামকে জনগনের মধ্যে প্রচার করেননি। প্রচার করেননি শুধু তাই নয় বরং ইসলামকে বিকৃতভাবে তুলে ধরা হয়েছে, অপব্যখ্যা করা হয়েছে এবং কোন কোন শাসক নিজের কায়েমী স্বার্থকে মজবূত করার জন্যে অপরকে খুশি করতে গিয়ে নিজস্ব মতাদর্শে নতুন ধর্ম চালু করার চেষ্টা করে ইসলামের বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছেন।
ইসলামের এ বিপর্যয়ের মাঝে মুজাদ্দিদে আলফেসানীর আবির্ভাব ঘটে এবং তিনি উপ-মহাদেশে ইসলামের মূল আদর্শকে বিপর্যর থেকে রক্ষা করেন। মোঘল সাম্রাজের পতন কালে ও তার পতনের পর ইসলাম পুনরায় বিপর্যয়ের সম্মুখীন হয়। সে সময় যে মহাপুরুষ তার অসামান্য মেধা, দুরদর্শিতা, প্রজ্ঞা ও সাধনা দ্বারা ইসলামের পুনরুজ্জীবন ঘটান এবং বিভ্রান্তি ও বিপর্যয়ের হাত থেকে মুসলমানদের রক্ষা করার চেষ্টা করেন।
আরও দেখুনঃ বুস্তানুল মুহাদ্দিসীন pdf বই ডাউনলোড
তিনি হলেন শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহ.। মাওলানা জুলফিকার আহমদ কিসমতী এ পুস্তকে উক্ত মহাপুরুষের মহামূল্যবান জীবন ও জীবনার্দশ তুলে ধরার চেষ্টা করেছেন। বইটি মোগল শাসনের পর গোটা হিমালয়ান উপমহাদেশে ইসলামী পুনঃর্জাগরণের উদগাতা শাহ ওয়ালিউল্লাহর আদর্শ, চিন্তাধারা ও ইসলামের জন্য তারঁ অমর অবদানকে জানতে সবাইকে সাহায্য করবে।
ঐতিহাসিক কিছু ঘটনা ।
আমাদের আশা, পাঠক এ গ্রন্থ পাঠে ইতিহাসের একটি যুগসন্ধিক্ষনে একজন মহাপুরুষের অমর কীর্তি অবলোকন করে সেই আদর্শে নিজে দিক্ষীত হবেন এবং তারঁ চিন্তাপ্রসুত ইসলামী রেনেসাঁর বর্তমান সম্প্রসারিত অবস্থায় এর লক্ষ্য অর্জনের তৎপর হবেন।
আরও দেখুনঃ চেপে রাখা ইতিহাস pdf বই ডাউনলোড
ব্যক্তি জীবনে যেমন মানুষের উত্থান-পাতন আসে, সমাজ জীবনেরও তেমনি উত্থান- পতন দেখা দেয়। পার্থক্য এই যে, একটির শুভ কিংবা অশুভ পরিণতি থাকে সীমিত অপরটির পরিণতি অসংখ্য মানুষের জীবনকে প্রভাবিত করে। পৃথিবীর কোন না কোন দেশ বা সমাজে সব সময়ই উত্থান-পতন চলছে কোন জাতি দ্রুত উন্নতির দিকে এগয়ে যাচ্ছে আবার কোন জাতিকে নিজের স্বকীয়তা হারিয়ে অবনতির অতল গহ্বরে নিমজ্জিত হতেও দেখা যায়।
এ অবনতি ও অগ্রগতির পেছনে কতকগুলো কার্যকারণ থাকে। সে সকল কার্যকারণ সম্পর্কে অবগতি একান্ত জরুরী। কেননা, যে জাতি অতীতের ব্যর্থতা-সফলতার ইতিহাসকে সামনে না রাখে, সে কিছুতেই নিজের চলার পথের সার্বিক দিশা পায় না। তবে এ সকল কার্যকরণ সময় মতো যথারীতি চিহিৃত করা ও জাতির সামনে উপস্থাপিত করা সহজ ব্যাপার নয়।
আরও দেখুনঃ সত্যের সেনানী pdf বই ডাউনলোড
নিচে শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহঃ ও চিন্তাধারা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | আধুনিক প্রকাশনী |
বইয়ের ধরণঃ | জিবনী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.30 MB |
প্রকাশ সালঃ | 2000 |
বইয়ের লেখকঃ | জুলফিকার আহমদ কিসমতী |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।