শায়খ আব্দুল আযীয বিন বায জিবনী pdf বই ডাউনলোড। সউদী আরবের গ্রান্ড মুফতী, বর্তমান ইসলামী বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী ব্যক্তিত্ব, ছহীহ আল বুখারীর হাফেয ও ফৎহুল বারীর স্বনামধন্য ভাষ্যকার, মুহাদ্দিছ কুল শিরোমণি, সউদী সরকারের সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান, অনন্য প্রজ্ঞা, অসাধারণ পান্ডিত্য ও উদার চরিত্রের অধিকারী ইসলাম ও মুসলমানদের স্বার্থে নিরলস খেদমতের জন্য দেশ ও দলমত নির্বিশেষে সবার নিকটে সমাদৃত।
মুসলিম বিশ্বে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা এবং ইসলাম বিরোধী নানা চক্রান্তের বিরুদ্ধে অকুতোভয় সেনানী শায়খ আবদুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায সর্বমহলে ছিলেন প্রশংসিত। কুসংস্কার ও বিদআতের প্রতি অঙ্গুলি নির্দেশের মাধ্যমে জনসাধারণের কাছে ইসলামের প্রকৃত রূপ তুলে ধরার চেষ্টায় তিনি ছিলেন আজীবন নিয়োজিত।
আরও দেখুনঃ আসকালানি রহঃ জিবনী pdf বই ডাউনলোড
নাম আবদুল আযীয, পিতার নাম আব্দুল্লাহ। বংশ পরিচয় হল: আবদুল আযীয বিন আবদুল্লাহ বিন আবদুর রহমান বিন মুহাম্মাদ বিন আব্দুল্লাহ বিন বায। শায়ক আবদুল আযীয বিন আবদুল্লাহ বিন বায ১৩৩০ হিজরীর ১২ই যিলহাজ্জ তোমাবেক ১৯১৩ খৃষ্টাব্দে সঊদী আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহন করেন।
সংক্ষিপ্ত জিবনী।
তার শিক্ষা জীবন.- শায়খ আবদুল আযীয বিন বায় প্রাপ্ত বয়স্ক হওয়া পুর্বেই পবিত্র কুরআনুল করীম হিফয করেন। মক্কার বিখ্যাত ক্বারী শায়খ সাদু ওয়াকছাহ আল-বুখারীর নিকট তাজবীদ শিক্ষা লাভ করেন। পরে তিনি সঊদী আরবের তৎকালীন গ্র্যান্ড মুফতী মুহাম্মাদ বিন ইবরাহীম বিন আবদুল লতীফ আলে শায়ক।
আরও দেখুনঃ চার ইমামের জীবনী pdf বই ডাউনলোড
ছালেহ বিন আবদুল আযীয আলে শায়খ, সাদ বিন আতীক হামাদ বিন ফাবেসসহ দেশের খ্যাতনামা বিদ্বানগণের নিকটে শরীয়তের বিভিন্ন শাস্ত্রে ও আরবী ভাষায় গভীর পান্ডিত্য লাভ করেন। গান্ডু মুফতী শায়খ মুহাম্মাদ বিন ইবরাহীম-এর নিকটে একাধারে তিনি দশ বছর বিভিন্ন ধর্মীয় বিষয়ে শিক্ষা গ্রহণ করেন। ছাত্র জীবনের প্রথম দিকে তারঁ দৃষ্টিশক্তি ভালই ছিল।
১৩৪৬ হিজরীতে তারঁ চোখে প্রথম রোগ দেয়া দেয় এবং এর ফলে তারঁ দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়ে। অতঃপর ১৩৫০ এ সম্পর্কে তিনি বলেন, আমার দৃষ্টিশক্তি হারানোর উপরও আমি আল্লাহ পাকের সর্বাধিক প্রশংসা জ্ঞাপন করি। আল্লাহপাকের কাছে দোআ করি তিনি যেন এর পবিবর্তে দুনিয়ার জ্ঞান ও প্রজ্ঞা এবং আখেরাতের উত্তম প্রতিফল দান করেন। যেমন তিনি তারঁ রাসূল ছাঃ-এর যবানীতে এ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন। আমি আল্লাহ পাকের কাছে আরো দোআ করি তিনি যেন দুনিয়া ও আখেরাতের আমার শুভ পরিণতি দান করেন।
আরও দেখুনঃ খলিফা আবু বকর সিদ্দীক (রা.) জিবনী pdf বই ডাউনলোড
নিচে শায়খ আব্দুল আযীয বিন বায জিবনী pdf বই pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ জিবনী বিষয়ক বইয়ের সাইজঃ 1 MB প্রকাশ সালঃ বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ