শিরক
শিরক pdf বই ডাউনলোড। আল্লাহ এক এবং অদ্বিতীয় । এক আল্লাহ ছাড়া একাধিক উপাস্য নির্ধারণ করা তাওহিদী আকিদার পরিপন্থী এবং শিরক । ইসলামে বহুঈশ্বরবাদ অযৌক্তিক এবং একান্ত পরিত্যাজ্য বা অগ্রহণীয় বিষয় হিসাবে বিবেচিত।
মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজেই শিরককে খন্ডন করেছেন এভাবে,
যদি আল্লাহ ছাড়া আসমানে ও যমিনে বহু ইলাহ থাকত , তবে উভয় ধ্বংস হয়ে যেত । অতএব, তারা যা বলে তা হতে আরশের অধিপতি আল্লাহ পবিত্র, মহান ।” (আল কোরআন , সুরা আম্বিয়া, আয়াত-২২)।
আরও দেখুনঃ এক হাতে মুসাফাহ pdf বই ডাউনলোড
ইসলামে শিরক একটি জঘন্য এবং অমার্জনীয় অপরাধ । অবশ্যই বিচার দিবসে আল্লাহ শিরকের অপরাধ ক্ষমা করবেন না। পবিত্র কোরআনে আল্লাহপাক ঘোষণা করেছেন,
”নিশ্চয় আল্লাহ তার সাথে শরিক করা ক্ষমা করেন না। ইহা ব্যতিত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যে কেহ আল্লাহর শরিক করে সে মহা পাপ করে ।” (আল কোরআন , সুরা নিসা, আয়াত-৪৮ )।
মানুষের পার্থিব জীবন এবং আখিরাতের সাফল্যের মূল চাবি -কাঠি হচ্ছে শিরক বর্জিত আমল । তাই আমাদের প্রত্যেককেই শিরক থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টায় ব্রত থাকা উচিত । অন্তরে আল্লাহর ভীতি এবং শিরক সম্পরকে ভাল ধারণা থাকলে এ কাজটি সহজ হবে বলে প্রতীয়মান হয় । কেননা আল্লাহ ভীতি মানুষকে প্রেরণা যোগায় আর জ্ঞান মানুষকে সঠিক পথে পরিচালিত করে।
আরও দেখুনঃ বালা মুসিবাত pdf বই ডাউনলোড
শিরক সম্পরকে আমাদের অনেকেরেই পর্যাপ্ত জ্ঞানের অভাব থাকতে পারে এবং অজ্ঞতার কারনেই আমাদের বিশ্বাসেই বা আচরনে শিরক সংঘটিত হয়ে থাকে । সুতরাং শিরক মুক্ত থাকার জন্য প্রথমতঃ আমাদের অন্তরে আল্লাহ ভীতি জাগরিত করতে হবে এবং সেই সাথে শিরক সম্পরকিত প্রয়োজনিয় জ্ঞান অর্জন করতে হবে।
তাই আসুন আমরা শিরক সম্পরকে প্রয়োজনিয় তথ্য জানার চেষ্টা করি ।
শিরক কি ? শিরক ’ একটি আরবি শব্দ । এর আভিধানিক অর্থ – অংশীদারিত্ব , শরিক করা , সংমিশ্রন, সমান করা ,ভাগাভাগি, তুলনা করা , সম্পৃক্ত করা ইত্যাদি ।
আরও দেখুনঃ শুধু আল্লাহর কাছে চাই pdf বই ডাউনলোড
নিচে শিরক pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ঈমান বিষয়ক বইয়ের সাইজঃ 2.48 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ