শিশুর নাম নির্বাচন
শিশুর নাম নির্বাচন pdf বই ডাউনলোড। শিশুর জন্মের পর তার জন্য একটি সুন্দর ইসলামী নাম রাখা প্রত্যেক মুসলিম পিতা-মাতার বর্তব্য । মুসলিম বিশ্বের অন্যান্য অঞ্চলের মুসলিমদের ন্যায় বাংলাদেশের মুসলিমদের মাঝে ও ইসলামী সংস্কৃতি ও মুসলিম ঐতিহ্যের সাথে মিল রেখে শিশুর নাম নির্বাচন করার আগ্রহ দেখা যায়।
এজন্য তারাঁ নবজাতকের নাম নির্বাচনে পরিচিত আলেম-ওলামাদের শরণাপন্ন হন। তবে সত্যি কথা বলতে কী এ বিষয়ে আমাদের পড়াশুনা একেবারে অপ্রতুল । তাই ইসলামী রাম রাখার আগ্রহ থাকার পর ও অজ্ঞতাবশত আমরা এমনসব নাম নির্বাচন করে ফেলি যেগুলো শব্দ হলেই নামটি ইসলামী হবে তাতো নয়।
আরও দেখুনঃ শিশুদের আদর্শ নাম pdf বই
কুরআনের তো পৃথিবীর নিকৃষ্টতম কাফেরদেরক নাম উল্লেখ আছে । ইবলিশ ফেরাউন,হামান, কারুন, আবু লাহাব ইত্যাদি নাম তো কুরআনের উল্লেখ আছে; তাই বলে কী এসব নামে নাম বা উপনাম রাখা সমীচীন হবে!?
ব্যক্তির নাম তার স্বভাব চরিত্রের উপর ইতিবাচক অথবা নৈতিবাচক প্রভাব ফেলে বলে বর্ণিত আছে। শাইখ বকর আবু যাযেদ বলেন,ঘটনাক্রমে দেয়া যায় ব্যক্তির নামের সাথে তার স্বভাব ও বৈশিষ্ট্যের মিল থাকে। এটাই আল্লাহর তাআলার হেকমতের দাবী।
আরও দেখুনঃ মুসলিম জাতির প্রতি মহা উপদেশ pdf বই
যে ব্যক্তির নামের অর্থ চপলতা রয়েছে তার চরিত্রেও চপলতা পাওয়া যায়। যার নামের মধ্যে গাম্ভীর্যতা আছে তার চরিত্রে গাম্ভীর্যতা পাওয়া যায়। খারাপ নামের অধিকারী লোকের চরিত্র ও খারাপ হয়ে থাকে । ভাল নামের অধীকারী ব্যক্তির চরিত্র ও ভাল হয়ে থাকে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ভাল নাম শুনে আশাবাদী হতেন । হুদাইবিয়ার সন্ধিকালে মুসলিম ও কাফের দুইপক্ষেরে মধ্যে টানাপোড়নের এক পর্যায়ে আলোচনার জন্য কাফেরদের প্রতিনিধি হয়ে সুহাইল ইবনে আমর নামে এক ব্যক্তি এগিয়ে এল তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইল নামে আশাবাদী হয়ে বলেন, সুহাইল তোমাদের জন্য সহজ করে দিতে এসেছেন। সুহাইল শব্দটি সাহলুন (সহজ) শব্দের ক্ষুদ্রতানির্দের্শক রূপ । যার অর্থ হচ্ছে অতিশয় সহজকারী ।
আরও দেখুনঃ হাদীসের আলোকে রুজি বৃদ্ধি pdf বই
নিচে শিশুর নাম নির্বাচন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউজ বইয়ের ধরণঃ শিশুর নাম নির্বাচনে ইসলামী দৃষ্টিকোন বইয়ের সাইজঃ 1.39 MB প্রকাশ সালঃ ২০১৩ ইং বইয়ের লেখকঃ মুহাম্মদ নুরুল্লাহ তারীফ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now