শিশু বিশ্বকোষ ১ম খন্ড
শিশু বিশ্বকোষ ১ম খন্ড pdf বই ডাউনলোড। আমরা যারা এ যুগে জন্মেছি তারা খুবই ভাগ্যবান। ভাগ্যবান নানা কারণে। তার মধ্যে একটা বড় কারন হল এই যে মানুষ এত হাজার বছর ধরে সভ্য হয়ে উঠেছে, এত কথা জেনেছে, এত রকম কলকজা আবিষ্কার করেছে, তার সব কিছু আজ আমাদের হাতের কাছে এসে দাড়িয়েছে। আমাদের পূর্বপুরুষেরা তো এত সব কিচুর কথা মোটেই জানত না।
তাদের জীবন ছিল আমাদের তুলনায় একেবারে সাদামাটা। তাদের চেয়ে আমরা পড়পড়তা বেশি দিন বাচিঁ জানি তাদের চেয়ে ঢের বেশি, সে জ্ঞানকে কাজে লাগাতে ও পারি অনেক বেশি।
আরও দেখুনঃ ক্রসেড সিরিজ ৫ম খন্ড pdf বই ডাউনলোড
আবার আজ আমরা যত কথা জানি আগামী দিনে মানুষ তার চেয়েও আরো বেশি জানবে। বিজ্ঞানীরা বলছেন আজকের দিনে মানুষের বড় সম্পদ আর সোনা -দানা নয়, সবচেয়ে বড় সম্পদ হল মানুষের জ্ঞানের ভান্ডার। যে দেশে জ্ঞানের ভান্ডার যত বেশি তারা তত শক্তিশালী; যে মানুষ বেশি জ্ঞানী সে তত বড়।
জ্ঞানই হল শক্তি জ্ঞানই হল সম্পদ।
এককথায় জ্ঞানই হল শক্তি, জ্ঞানই হল সম্পদ। এই যে মানুষ এতে কথা জেনেছে, সেসব জ্ঞানকে গুছিয়ে রাখার জন্য নানা ভাগে ভাগ করা হয়েছে। জ্ঞানের কোনো বিষয়কে আমরা বলি ইতিহাস, কোনো বিষয়কে বলি ভূগোল, কোনো বিষয়কে পদার্থবিজ্ঞান কোনো বিষয়কে বা সমাজবিজ্ঞান। একেবারে গোড়ার দিকে জ্ঞানের বিষয়গুলো এমন ভাগাভাগি হয়ে যায়নি।
আরও দেখুনঃ ক্রসেড সিরিজ ৩য় খন্ড pdf বই ডাউনলোড
মানুষের জানার বিষয় যেমন ক্রমে ক্রমে বেড়েছে তেমনি তার মধ্যে নানা রকম ভাগাভাগি করার দরকার দেখা দিয়েছে। পন্ডিতেরা জ্ঞানের নানা বিষয় নিয়ে হাজার হাজার বই লিখেছেন। সেসব বইপত্র যোগাড় করলে দুনিয়ার সবচেয়ে বড় দালানে ও তার জায়গা হবে না।
কিন্তু সেই আদ্যিকাল থেকে মানুষ জ্ঞানের নানা বিভাগের মোদ্দা কথাগুলো এক জায়গায় জুড়ো করে রাখার চেষ্টা করে আসছে। এমনি জ্ঞানের নানা বিষয় এক সঙ্গে করে লেখা যে বই তাকে বলা হয় বিশ্বকোষ; ইংরেজীতে বলে এনসাইক্লোপিডিয়া (encyclopaedia)। ইংরেজী ভাষায় এই শব্দটির প্রথম ব্যবহার দেখা যায় ষোড়শ শতকের শুরতে দুহার বছর আগে যখন কাগজের ব্যবহার ও চুল ছিলনা মানুষ তখন ও বিশ্বকোষ লেখার চেষ্টা করেছে।
আরও দেখুনঃ সালাহউদ্দীন আয়ুবীর দুঃসাহসিক অভিযান pdf বই ডাউনলোড
নিচে শিশু বিশ্বকোষ ১ম খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বাংলাদেশ শিশু একাডেমি বইয়ের ধরণঃ শিশুদের বিশ্বকোষ বইয়ের সাইজঃ 17.1 MB প্রকাশ সালঃ ১৯৯৫ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ