শিয়াদের আকিদা বিশ্বাস
শিয়াদের আকিদা বিশ্বাস pdf বই ডাউনলোড। আমরা গভীরভাবে লক্ষ্য করছি যে, মুসলিম ছদ্মবেশী রাফেযী বা শিয়া সম্প্রদায়ের কার্যক্রম ও তাদের ভ্রান্ত মতবাদের দাওয়াত ইসলামী বিশ্বে দিন দিন বেড়েই চলছে। খুব সম্ভব অদুর ভবিষ্যতে খাটিঁ মুসলমানের বৃহৎ একটি জামাত তাদের দ্বারা প্রতারিত হবে। যদি না আমরা তাদের ষড়যন্ত্রের ব্যাপারে সোচ্চার হই এবং মুসলিম জনসাধারণকে তাদের ভ্রান্ত আকিদা সম্পর্কে অবহিত করি।
ছদ্মবেশ ও বাহ্যিক আচরণের কারণে অনেকেই তাদেরকে মুসলিম মনে করে কিন্তু তাদের অবহিত করি। ছদ্মবেশ ও বাহ্যিক আচরনের কারণে অনেকেই তাদেরকে মুসলিম মনে করে। কিন্তু তাদের অন্তরে নিহিত শিরক, কুরআন সম্পর্কে সংশয়, সাহাব বিদ্বেষ এবং তাদের কথিত ইমামগনের ব্যাপারে বাড়াবাড়ি ও সীমালঙ্গন সম্পর্কে খুব লোকেই জানে। তাই তাদের মুখোশ উম্মোচন ও মুসলিম জনসাধারণকে সর্তক করার জন্য এ গ্রন্থ রচনার প্রয়োজন অনুভব করি এবং তাদের কছু সংশয়ের জনাব দেয়ার দৃঢ় প্রতিজ্ঞা গ্রহন করি।
আরও দেখুনঃ লেনদেন ও বিচার
এবং রাফেযী শিয়াদের বহুল প্রচলিত কিছুই বই ও অন্যান্য মুসলিম মনীষীরদের লেখনির শরণাপন্ন হয়েছি, যারা ছিলেন শিয়া বিশেষজ্ঞ এবং যারা নিজেদের লেখনির মাধ্যমে শিয়াদের শিরক, মিথ্যাচার গালমন্দ, বিদ্বেষ সমালোচনা ও তাদের কথিত ইমাম সম্পর্কে বাতিল ধ্যান-ধারণার অসারতা প্রমাণ করেছেন। আমি অতি শালীন ও ভদ্র ভাষায় তাদের নিকট গ্রহনযোগ্য পুস্তকের আলোকে তাদের দীন শেখাতে চেষ্টা করেছি যেমন শাইখ ইবরাহীম বী সুলাইমান আল-জাবহান রহ, বলেন, হে শিয়া আস আমি তোমার দ্বারাই তোমাকে দীন শেখাব”।
আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদী বাহিক্যভাবে ইসলাম গ্রহন করে, আহলে বায়আত তথা রাসুলের পরিবারের প্রতি মহব্বত ও আলী রা.-র প্রতি ভালবাসার ব্যাপারে সীমালঙ্গনে লিপ্ত হয় এবং আলী রা,-কে খেলাফতের প্রথম ওসি দাবি করে। এ পর্যায়ে ইলাহ-এর স্থানে অধিষ্ঠিত করে। সেখানে থেকেই রাফেযী সম্প্রদায়ের উৎপত্তি। এসব কথার সত্যতার প্রমাণ খোদ শিয়াদের কিতাবই ।
আরও দেখুনঃ গুনাহ মাফের উপায় pdf বই
আল-কুম্মী তার আল মাকালাত ওয়াল ফিরাক গ্রন্থে বলেন, আব্দুল্লাহ ইবনে সাবা আলী রা-কে ইমামতের প্রথম হকদার দাবি কের, আবু বকর ওমর ও উসমানসহ সকল সাহাবা সম্পর্কে মিথ্যাচার ও বিষোদগারে লিপ্ত হয়।
নিচে শিয়াদের আকিদা বিশ্বাস pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউজ বইয়ের ধরণঃ শিয়াদের আকীদা বিশ্বাস বইয়ের সাইজঃ 1.67 MB প্রকাশ সালঃ ২০১০ ইং বইয়ের লেখকঃ আব্দুল্লাহ বিন মুহাম্মদ আস-সালাফী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ