শুকরিয়া pdf বই ডাউনলোড । একজন হাপানী রোগীকে দেখলে অথবা তাকে প্রশ্ন করলেই বুঝা যায় নিঃশ্বাসের গুরুত্ব কত বেশি। সারে তিন লিটার অক্সিজেন সিলিন্ডারের দাম আঠারো হাজার টাকা। (তথ্যসূত্রঃ কলেরকন্ঠ, ১৭ জুলাই ২০২১ ইং)। অথচ মহান আল্লাহ তায়ালা আমাদের এ নিয়ামত অবিরত দিয়ে যাচ্ছেন কোনরকম বিনিময় ছাড়াই – তা কি আমরা অনুধাবন করি?
আপনি হয়তো বেড়াতে গিয়েছেন সাগরে। ঝড়ের কবলে পড়ে হয়তো আটকে গেছেন কোথাও। সাথে নেয়া খাবার-পানিও শেষ। এ মুহুর্তে অনুধাবন করা যায় পানির মূল্য কত বেশি? আবার প্রচন্ড গরমে সিয়াম পালন করলেও পানির গুরুত্ব সহজেই বোঝা যায়। আল্লাহ তায়ালার অপার নেয়ামতের মধ্যে অন্যতম এই পানি আল্লাহ তায়ালা আমাদের দিয়ে যাচ্ছেন অবিরত কোন বিনিময় ছাড়াই।
আপনি হয়তো বিশাল দশতলা বিল্ডিং এর মালিক। একজন সন্ত্রাসী নাকে ও মুখে super glue লাগিয়ে যদি হুমকি দিয়ে বলে – আপনাকে হয় তাকে বাড়ি লিখে দিতে হবে নয়তোবা মৃত্যু। তাহলে আপনি কি করবেন?
অথবা যদি এমন হয়, আপনি আপনার বন্ধুসহ বেড়াতে গিয়েছেন মরুভূমিতে। পথ হারিয়ে ফেলায় আপনার খাবার ও পানি শেষ। আপনার বন্ধুর নিকট তখনও রয়েছে পর্যাপ্ত পরিমান খাবার ও পানি। এই মুহুর্তে যদি আপনার বন্ধু আপনার দশতলা বিল্ডিং িএর বিনিময়ে কিছু পানি আপনাকে দিতে চায় তখনই বা আপনি কি করবেন?
আরও ইসলামিক বই দেখুনঃ
- নবী পরিবার মধ্যে প্রশংসা বিনিময় pdf বই ডাউনলোড
- রমজান ও রোযা pdf বই ডাউনলোড
- দরসে তিরমিযী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আমি কার পেছনে চলবো pdf বই ডাউনলোড
- হযরত হুদ আঃ pdf বই ডাউনলোড
- জূদুল মুনইম pdf বই ডাউনলোড
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এমন কঠিন পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই আপনি আপনার আজীবনের তিল তিল করে গড়ে তোলা অতি প্রিয় বাড়িটির মায়া ত্যাগ করতেও কুন্ঠা বোধ করবেন না।
আসলেই এ পার্থিব জীবনের সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নেয়ামত এর কাছে খুবই নগণ্য। যে সৃষ্টিকর্তা এত করুণাময়, কোন বিনিময় ছাড়াই এ সকল নিয়ামত আমাদের অবিরত দিয়ে যাচ্ছেন। তাঁর কি আমরা শুকরিয়া আদায় করি?
তাইতো মহান আল্লাহ বলেন, ‘হে নবী! ওদের বলো, আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন। তিনি তোমাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি দান করেছেন, সেই সাথে দিয়েছেন বিচারবুদ্ধি, অন্তঃকরণ। অথচ তোমাদের শুকরিয়া বা কৃতজ্ঞতার প্রকাশ খুবই কম’ – সূরা মূলক- ২৩।
বাবা-মা আমাদের অনেক ভালোবাসেন, ত্যাগ করেন ঠিক; কিন্তু মহান আল্লাহর দয়া, ভালোবাসা কি তার চাইতে বেশি নয়? স্বয়ং বাবা মায়ের মত নেয়মাত ও তো আল্লাহ তায়ালার দেয়া নেয়ামতের একটি অংশ; কিন্তু কোথায় আজ তাঁর প্রতি কৃতজ্ঞতা? আল্লাহ তায়ালার দয়ার তুলনায় বাবা মায়ের দয়া অনেক নগণ্য নয় কি?
নিচে শুকরিয়া pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | তাওহীদ বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.21 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | নাঈমা রহমান |
অনুবাদঃ |