শুধু আল্লাহর কাছে চাই
শুধু আল্লাহর কাছে চাই pdf বই ডাউনলোড। মহামহিম পারওয়ারদিগার আল্লাহ রাব্বুল আলামীনের রহমত ও করুণা অপার ও অসীম। আল্লাহ তাআলা তার বান্দাকে এমন এক সুযোগ প্রদান করলেন যে, বান্দা আল্লাহর কাছে চাইবে, আর তিনি তা মঞ্জর করে নেবেন।
বান্দার সকল চাওয়াকে তিনি পাওয়ার রূপান্তরিত করবেন কতিই না চমৎকার তার এ নেয়ামত! দুআর এ ফযীলত বিষয়ে কুরআন ও সুন্নাহ থেকে কিছু কথা নিম্নে তুলে ধরা হলো; আল্লাহ তাআলা বলেন; তোমরা আমার নিকট দুআ করো আমি তোমাদের দুআ কবুল করব। [সুরা মুমিন/গাফিরঃ৬০]
আরও দেখুনঃ ছহীহ কিতাবুদ দোআ pdf বই ডাউনলোড
আল্লাহ তাআলা আর বলেন, যে যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে(তখন তাদের বলে দাও) আমি তাদের কাছেই আছি। দুআকারী যখনই আমার কাছে দুআ করে তখনই আমি তা কবুল করি। সুতরাং তাদের উচিত আমার আদেশ মান্য করা এবং আমার প্রতি ঈমান আনা, যাতে তারা সরল পথ প্রাপ্ত হয়।
হাদীস শরীফে আছে রাসুলুল্লাহ সাঃ বলেছেন, সুরা বাকারা: ১৮৬। আল্লাহ নিকটেই আছেন এর অর্থ হলো যে তার আরশে মহল্লার উপরে থেকেও তিনি দিবনিশি সারাক্ষণ বান্দার সবকিছু শুনেন ও দেখেন। দুআ হচ্ছে ইবাদত। দুআ হচ্ছে ইবাদতের মগজস্বরূপ। আল্লাহ তাআলার নিকট দুআর চেয়ে অধিকতর সম্মানজনক আর কিছুই নেই।
আরও দেখুনঃ হজ ও ওমরাহ pdf বই ডাউনলোড
মহামহিম বরকতময় তোমাদের রব অত্যন্ত লজ্জাশীর ও দয়াময়। দুআর জন্য বান্দা অত্যন্ত লজ্জাশীল ও দয়াময়। দুআর জন্য বান্দা যখন তার নিকট হাত উঠায় তখণ তাকে বঞ্চিত খরে খালি হাতে ফিরিয়ে দিতে আমাদের লজ্জাবোধ করেন। আল্লাহ সিদ্ধান্তকে দুআ ছাড়া আর কিছুই পাল্টাতে পারে না এবং এবং নেক আমল ছাড়া অন্য কিছুই বয়স বৃদ্ধি করতে পারেনা।
উনিশ শ আশির দশকের কথা। আমি যখন মক্কা মুকাররামার উম্মুল কুরা ইউনিভার্সিটিতে পড়ি। পড়ি। সে সময় জুমআর সালাত হারাম শরীফে আদায় করতাম প্রায় নিয়মিতই । একান্ত উযরবশত এর ব্যত্যয় ঘটলে জুমুআ পড়তাম আযিযিয়া এলাকায়। এটি একটি মান সম্পন্ন আবাসিক এলাকা। এখানেই অবস্থিত উম্মুল কুরা ইউনির্ভার্সিটির ছেলেদের ক্যাম্পাস।
আরও দেখুনঃ অভিশাপ ও রহমত pdf বই ডাউনলোড
নিচে শুধু আল্লাহর কাছে চাই pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ তাওহীদ পাবলিকেশন্স বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 3.21 MB প্রকাশ সালঃ ২০১১ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ নুরুল ইসলাম অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ