শেষরাত্রির গল্পগুলো pdf বই ডাউনলোড। ধরুনম আপনি কাউকে ভঅলোবাসেন । খুব, খুউব ভালোবাসেন। আবেগিসিক্ত অনুরাগে হৃদয়ের প্রীতিময় দ্যোতনা সৃষ্টি করেন। ভেবে দেখুন তো, আপনার অনেক অনেক প্রিয় ভালোবাসার মানুষটির সাথে আপনি কখন কথা বলবেন? হৃদয়ের অব্যক্ত অনুভুতিগুলো কখন ব্যক্ত করবেন? নিশ্চয়ই একান্তে তাই না? কোলাহলমুক্ত নিভৃত কোন সময়ে আপনি মন উজাড় করে দিতে পারবেন তাকে।
আপনি বলে থাকেন, আপনি আল্লাহ সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি। তা-ই যদি হয়, সমস্ত বিশ্ব চরাচর যখন নিঝুম রজনীতে ঘুমের কোলে ঢলে পড়ে, নিঃশব্দের ঢেউ খেলে যায় প্রকৃতির বুকে, নীরবতার মায়া নেমে আসে পৃথিবীর আঙিনায়; তখন কি ইচ্ছে করে আপনার প্রিয়তমা মালিকের সাথে একটু নিভৃতে কথা বলার? ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ভালোবাসার অনন্য বিশ্ব নবী pdf বই ডাউনলোড
- প্রিয়তমা pdf বই ডাউনলোড
- তারুণ্যের প্রতি হৃদয়ের তপ্ত আহবান pdf বই ডাউনলোড
- কোমল হৃদয়ের ক্রন্দন pdf বই ডাউনলোড
- ভালোবাসার রামাদান pdf বই ডাউনলোড
হৃদয়ের জমানো ব্যথাগুলো তারঁ কাছে পেশ করার? ইচ্ছে করে আপনার প্রেমাস্পদকে ভালোবাসার দু-ফোটাঁ অশ্রু নিবেদন করার? সমস্ত সৃষ্টি যখন সুখনিদ্রায় বিভোর, তখনই তো প্রিয়তম স্রষ্টার সাথে একান্ত আলাপনে সর্বণ সুযোগ!। গল্পটি আমার এবং আপনার মতোই দুজন ব্যক্তির! আমাদর মতো-ই রক্তে-মাংসে গড়া দুজন বিশ্বাসী মানুষের! শুনেন তবে- হুসাইন ইবন আল-হাসান রাত্রিকালীন সালাতের ব্যাপারে একটু উদাসীন ছিলেন।
তাই ফুদাইল ইবন ইয়াদ একবার হুসাইনের হাত ধরে সৃষ্টি আকর্ষণ করে কথা বলেছিলেন। সে কথঅ হৃদয়ের খুব গভীরে রেখাপাত করার মতো। শোনো হুসাইন! আল্লাহ পূর্ববর্তী অনেক কিতাবে বলেছেন, যে আমার ভালোবাসা দাবী করে, সে মিথ্যা বলে। যখন রাত নেমে আসে, সে আমাকে ফেলে কিভাবে ঘুমিয়ে থাকে! আচ্ছা, প্রত্যেক প্রেমিকই কি তার প্রেমাস্পদকে নিভৃতে পেতে চায় না?
আপনি ইতোমধ্যেই বুঝতে পেরেছেন, আপনার দাবিতে আপনি সত্যবাদী কি-না। যদি ইতিবাচক উত্তর হয়, আপনি আল্লাহর কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করুন এবং ধারাবাহিকতা ঠিক থাকার জন্যে আল্লাহর কাছে দুআ করুন। যদি নৈতিবাচক উত্ত হয়, চলুন না, আজ থেকেই সিদ্ধান্ত নিয়ে ফেলি, আমি আমার ভালোবাসার দাবীকে সত্য প্রমাণ করবোই ইনশা-আল্লাহ।
আপনি এরই মধ্যে একটি হাদিস প্রায়ই সময় শুনে আসছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, আবূ হুরায়রার রা. বর্ণিত হাদিসটার কথাই বলছিলাম! রাসূলুল্লাহ সাঃ বলেন: ফরয সালাতের পরে মর্যাদা ও ফযিলতের দিক থেকে সর্বোত্তম হল শেষ রাতের সালাত। অতঃপর কী হলো? হাদিসটি শোনার পর আপনার বিশ্বাসের জমিনে ইচ্ছার বীজ বপন করে ফেললেন। আমাকেও এই সালাতে শামিল হওয়া দরকার! এর সাথে সাথে জেনে ফেলেছেন শেষ রাতের সালাতে অভ্যস্তদের জন্যে আল্লাহর কাছে সুমহান মর্যাদার কথাটাও।
নিচে শেষরাত্রির গল্পগুলো pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | গল্প বিষয়ক |
বইয়ের সাইজঃ | 29.9 MB |
প্রকাশ সালঃ | ২০১৭ |
বইয়ের লেখকঃ | আব্দুল্লাহ মাহমুদ নজীব |
অনুবাদঃ |