শেষ বিদায়ের আগে pdf বই ডাউনলোড। অন্যের উপকার করা নবি-রাসূলদের অনুসরণীয় পথ-পদ্ধতি। যারা তাঁদের পথে চলেন, তাঁদের অনুসরণ করেন মানব-উপকার তাদের অন্যতম কর্তব্য। নবি-রাসূলগণ ছিলেন সর্বাধিক পরোপকারী মানুষ। তাঁরা মানুষকে আল্লাহর পথের দিশা দানকারী।
অন্ধকার থেকে আলোর পথে আনয়নকারী। তাঁরা তাওহিদের প্রতি আহ্বান করে, তাওহিদের পথ ও পদ্ধতি অবলম্বন করে এ উপকার সাধন করেছেন। তাঁরা মানবজাতিকে সে পথের আহবান করে গেছেন যে পথ অবলম্বন ব্যতীত ইহকাল-পরকালের কোথাও সম্মান ও সফলতার আশা করাই বৃথা।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আবু দাউদ শরীফ ১ম খন্ড pdf ডাউনলোড
- রিয়াদুস সালেহীন ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- জীবনের শেষ দিন pdf বই ডাউনলোড
- সহীহ মুসলিম শরীফ ৭ম খন্ড pdf বই ডাউনলোড
- মুখতাসারুল ফাওয়ায়েদ pdf বই ডাউনলোড
আম্বিয়ায়ে কিরাম আ, তাঁদের জাতির কেবল পরকালীন উপকারই করেননি। বরং ইহকালীন বিষয়েও তাদের উপকার করেছেন। যেমন ইউসুফ আ. মিশরের তৎকালীন রাজা আজিজে মিশরের অর্থমন্ত্রী ছিলেন। তিনি সে দায়িত্বে থেকে দুর্ভিক্ষের সময় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। যেমন পবিত্র কুরআন ইরশাদ হচ্ছে-অর্থাৎ সে (ইউসুফ) বলল, আমাকে দেশের ধনভান্ডারের দায়িত্বে নিযুক্ত করুন। আমি বিশ্বস্ত রক্ষক ও অধিক জ্ঞানবান।
এ দায়িত্ব নিয়ে তিনি মানুষদের কল্যাণ সাধন করলেন; তাদের উপকার করলেন, তাদের দেশে বিরাজমান কয়েক বছরের দুঃখ, অভাব-অনটন ও দুর্ভিক্ষ থেকে তাদের মুক্ত করলেন। এমনিভাবে মুসা আঃ-যখন মাদায়িন শহরে কূপের কাছে গেলেন, দেখলেন লোকেরা তাদের গৃহপালিত জন্তুগুলোকে পানি পান করাচ্ছে। কিন্তু দুজন দুর্বল নারীকে দেখতে পেলেন এক পাশে দাঁড়িয়ে আছেন। তিনি কূপ থেকে পাথর সরিয়ে তাদের জন্য এবং তাদের বকরিগুলোর জন্য পাকি পান করার ব্যবস্থঅ করে দিলেন।
আর প্রিয় নবি সাঃ- এর গুণকীর্তন বর্ণনায় খাদিজা রা. বলতেন: অর্থাৎ- কখনো না। আল্লাহর শপথ! আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, অক্ষম ব্যক্তির বোঝা বহন করেন, নিঃস্বদের জন্য উপার্জনের ব্যবস্থা করেন, অতিথিকে আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। আশা করি বইটি আপনাদের উপকৃত আসবে। রেখে যাওয়া কিছু শেষ বিদায়ে। বইটি যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে শেষ বিদায়ের আগে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | রুহামা পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজ | 18.4 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাইখ সালেহ আল মুনাজ্জিদ |
বইয়ের অনুবাদকঃ |