শ্বেত মুক্তা নবী তনয়া ফাতেমাতুয যাহরা pdf বই ডাউনলোড। ইসলাম শাশ্বত, চিরন্তন ও সত্য একটি ধর্মের নাম । এ ধর্মের অনুসারীদের বলা হয় মুসলমান । ইসলামের সমস্ত কার্যাবলি যে মহান ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত তিনি হলেন সাইয়্যিদুল মুরসালীন রাহমাতুল লিল আলামীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁর পরিবারবর্গকে বলা হয় আলে বায়ত ।
তাঁর আলে বায়তের অন্যতম সদস্য হলেন তাঁর কলিজার টুকরা নয়নমনি মা ফাতেমাতুয-যাহরা রাদিআল্লাহু আনহা। যিনি জান্নাতি রমনীকূলের সরদার অভিধায় বিভূষিতা। যাঁর পুত্র রাসূল-দৌহিত্র হযরত হোসাইন ইবনে আলী রাদিআল্লাহু আনহু জান্নাতী যুবকদের অবিসংবাদিত সরদার । পবিত্র মুহাররম মাস যাঁর শহীদী রক্তে রঞ্চিত। কারবালা প্রান্তর আজও যাঁর শোকে মুহ্যমান ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
সেই হোসাইনী পরিবারের কর্ণধার মা ফাতেমা রাদিআল্লাহু আনহা ও তাঁর স্বামী হযরত আলী রাদিআল্লাহু আনহু ও তাঁদের দুই পুত্র হযরত হাসান ও হযরত হোসাইন রাদিআল্লাহু আনহুমা সম্পর্কে রাহমাতুল লিল আলামীনের পবিত্র মুখনিঃসৃত অসংখ্য হাদীস বিদ্যমান। যা সিহা সিত্তাসহ হাদীস শাস্ত্রের অন্যান্য নির্ভরযোগ্য গ্রন্থে বর্ণিত হয়েছে ।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক সন্তান হযরত ওমর ইবনে আবি সালমা রাদিআল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত উম্মে সালমা রাদিআল্লাহু আনহার বাড়িতে অবস্থানকালীন সময়ে যখন হযরত রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এই আয়াতটি নাযিল হয়, ‘হে আহলে বাইত! আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পূত-পবিত্র রাখতে।
তখন হযরত ফাতেমা, হাসান ও হুসাইনকে (রাদিআল্লাহু আনহুম) ডেকে একটি কম্বলে আবৃত করে নিলেন। হযরত আলী রাদিআল্লাহু আনহু তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশ্চাতে ছিলেন, তাঁকেও কম্বলে আবৃত করে নিলেন। এরপর বললেন, হে আল্লাহ! এরা আমার পরিবারবর্গ, তাদের থেকে অপবিত্রতা দূর করে দিন আর তাদেরকে পূর্ণরূপে পূত-পবিত্র রাখুন।
নিচে শ্বেত মুক্তা নবী তনয়া ফাতেমাতুয যাহরা pdf pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | সনজরী পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 9.52 MB |
প্রকাশ সালঃ | ২০০৯ সাল |
বইয়ের লেখকঃ | শাইখুল ইসলাম তাহেরুল কাদেরী |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা মুহাম্মদ সোলাইমান |