শয়তানের বেহেশত ১ম খন্ড pdf বই ডাউনলোড । সেলজুকিদের রাজত্ব ছিলো ইরাক সংলগ্ন ও এর আশপাশের সুবিস্তৃত সাম্রাজ্য জুড়ে। সেলজুকিদের শাসনকালের পুরোটা ইসলাম ও মুসলমানদের অগ্রগতি ও সমৃদ্ধির গৌরবময় অধ্যায় ছিলো না।
অমুসলিম যুদ্ধবাজ সেলজুক ইবনে একায়েকের বংশধরদেরকেই সেলজুকি বলা হয়। প্রথম জীবনে সেলজুক ছিরেন তুর্কী রাজদরবারের এক কর্মকর্তা। তার বংশধররা ছিলো স্বভাবজাত যোদ্ধা জাতি।
ইসলাম ও মুসলিম সাম্রাজ্যের স্থায়িত্ব, সমৃদ্ধি ও সম্প্রসারণের ক্ষেত্রে সেলজুকিদের অবদান ইতিহাসকে অনবদ্য গতি এনে দেবে – মহান আল্লাহর বিধানলিপিতে বোধ হয় তাই লেখা ছিলো। একদিন কি হলো!
সেলজুক ইবনে একায়েক তুর্কি রাজদরবারের কর্মকর্তার পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি দিয়ে বংশের সবাইকে নিয়ে বুখারায় পাড়ি জমালেন। তার গোত্রের লোকেরা এই সংবাদ পেয়ে আর বিলম্ব করলো না, তারাও বুখারায় গিয়ে নিজেদের ভিটেমাটির অদল-বদল করলো। তার মধ্যে এমন কিছু ছিলো, যারা তার গোত্রের সবাই তাকে নিজেদের নেতা বলে মান্য করতো।
নিজের এই অন্তর্নিহিত গুণপনা ও মুগ্ধতার কথা সেলজুক নিজেও অনুভব করতেন। তার ভেতরের বলিষ্ঠ িএক প্রতিভাধর সত্তা যে তাকে সবসময় আলোড়িত করে রাখে তা তিনি বেশ উপভোগ করতেন। ভেতরের এই অদৃশ্য শক্তিমত্তাকে তিতিন কোন মহান কাজের জন্য ব্যবহার করতে চাইতেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মৃত্যু চিন্তা pdf বই ডাউনলোড
- জ্বীন শয়তানের বিস্ময়কর ঘটনা pdf বই ডাউনলোড
- শয়তানের পরিচিতি pdf বই ডাউনলোড
- জ্বীন ও শয়তানের জগৎ pdf বই ডাউনলোড
- আল্লাহর দল ও শয়তানের দল pdf বই ডাউনলোড
এজন্য তিনি এমন এক সজীব বিশ্বাসবোধ ও কল্যাণ ধর্মের খোঁজে নিজেকে ব্যাপৃত রাখতেন অহর্নিশ যার মধ্যে মানবতার হৃদয় সৌরভ করা অনন্ত আহ্বান আছে, যার নিটোল স্পর্শে মানুষের সুপ্ত শুভাশুভবোধ জেগে উঠে।
বুখারায় গিয়ে তিনি যখন ইসলামের সংস্পর্শে এলন বিনা বাক্যে ইসলাম গ্রহণ করে নিলেন। তার স্বগোত্রীয় সবাইকে ইসলামের পরিচয় দিয়ে বললেন সবাই যেন মুসলমান হয়ে যায়। তারা তো নির্দেশেরই অপেক্ষায় ছিলো। সবাই মুসলমান হয়ে গেলো।
তুর্কিস্তানে সেলজুকিদের জংলী, যাযাবর, হিংস্র, সভ্যতা ও সংস্কৃতি থেকে দূরের এক জাতি হিসেবে প্রসিদ্ধি ছিলো। তারা িএমন দর্পী যুদ্ধবাজ ছিলো যে, কেউ তাদের দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহ করতো না। কিন্তু তাদের জীবনভাগ্যের জন্য বিধাতার বিধান ছিলো ভিন্ন। সেলজুকিরা শুধু মুসলমানই হলো না, ইসলামনে তার মহত্তম চূড়ায় বহাল রাখার সুমহান দায়িত্বও কাঁধে নিলো।
ধুলোয় ধুসরিত ইসলামের পড়ন্ত লাগামটি সেলজুকিরা কি করে সুরক্ষা দিয়েছিলো সে এক চমকপ্রদ উপাখ্যান। যাদের জীবন ছিলো বর্বরাত ও যাযাবরের কালিমায় আচ্ছদিত তারাই হয়ে গেলো সভ্যতা-সংস্কৃতি ও মানবীয় সুবিবেচনাবোধের এক অভিজাত প্রতিচ্ছবি।
নিচে শয়তানের বেহেশত ১ম খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | বাড কম্প্রিন্ড এন্ড পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | সেলজুক ইতিহাস বই |
বইয়ের সাইজঃ | 9.30 MB |
প্রকাশ সালঃ | 2004 |
বইয়ের লেখকঃ | এনায়েতুল্লা আলতামাস |
অনুবাদঃ | মুজাহিদ হুসাইন ইয়াসিন |