শয়তানের বেহেশত ২য় খন্ড pdf বই ডাউনলোড । মুযাম্মিল আফেন্দী দেখলো, বিশাল একটি মেঠো জমি। চারদিক থেকে বিবর্ণ পাথুরি আকাশসমান উঁচু প্রাচীরে ঘেরা। শিকল পায়ে কয়দীরা নানান ধরনের কাজ করে যাচ্ছে। দৈত্যকায় কয়েকটি হাবশী কাফ্রী লোহার ডান্ডা নিয়ে সেখানে ঘুরে বেড়াচ্ছে।
কাউকে একটু আনমনা দেখলেই কয়েক ঘা বসিয়ে দিচ্ছে তার পিঠে। পর মুহূর্তেই বুক চেড়া আর্তচিৎকার বেরিয়ে আসছে সেই কয়দলি মুখ থেকে। কয়দীদের পরনে শুধু ছিড়া ফাটা নোংরা পাজামা। শরীরের ওপরের অংশ সম্পূর্ণ নগ্ন। দূর থেকেও ওদের পাঁজরের হাড়গুলো গোনা যাচ্ছিলো।
ওদের একমাত্র কাজ হলো জানোয়ারের মেো বেগার খাটা আর গরুর মতো মার খাওয়অ। মুযাম্মিলের কাছেই একটি কয়দী ছিলো। কয়দীটি ঘুরতেই সে আঁতকে উঠলো, তার পিঠ জুড়ে কে যেন কাচি দিয়ে আচড়িয়েছে। সারা টিঠে দগদগে ঘা।
মুযাম্মিল ভেতরে ভেতরে চরম এক ধাক্কা খেলো। হাসান ইবনে সবাকে হত্যা করে যদি বন্দী হতো কোন আফসোস ছিল না তার। হত্য তো দূরের কথা তার সামনেও যেতে পারলো না সে। মুযাম্মিল এই ভেবে আরো কষ্ট পেলো, আহা!
যে ইবনে আবিদ তাকে নিয়ে এসছে আলমোত, এদরে হাতে আরো আগেই ধরা পড়েছে। কিন্তু ইবনে আবিদ যে এখন হাসান ইবনে সবার সঙ্গে খোশ আলাপে মেতে উঠেছে তা তো মুযাম্মিলের জানার কথা নয়।
মুযাম্মিলের সামনে আরকটি বিশাল দালান পড়লো। এটিও কালচে পাথরে নির্মিত। সেই দালানের উঁচু একটি দরজার সামনে নিয়ে যাওয়া হলো। দরজায় তালা ঝুলছে। চাবিওয়ালা প্রহরী এসে দরজা খুলতেই মুজাম্মিলকে ধাক্কাতে ধাক্কাতে ভেতরে নিয়ে যাওয়া হলো।
আরও ইসলামিক উপন্যাস দেখুনঃ
- শয়তানের বেহেশত ১ম খন্ড pdf বই ডাউনলোড
- মৃত্যু চিন্তা pdf বই ডাউনলোড
- জ্বীন শয়তানের বিস্ময়কর ঘটনা pdf বই ডাউনলোড
- ঈমানী মৃত্যু pdf বই ডাউনলোড
- আল্লাহর দল ও শয়তানের দল pdf বই ডাউনলোড
- মুসলিম মনীষীদের জীবনকথা pdf বই ডাউনলোড
- পড়ো pdf বই ডাউনলোড
সামনে একটি সিঁড়ি পড়লো। ভূগর্ভের দিকে চলে গেছে সিঁড়িটি। মুযাম্মিলকে নিয়ে সিঁড়ি ভাঙ্গতে লাগলো ওরা। একজন সামনে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। সিঁড়ি শেষ হলো একটি দেয়ালের গায়ে। সামনের লোকটি বায়ে ঘুরলো।
একটু যাওয়ার পর আরো পাঁচ ছয়টি সিঁড়ি বেয়ে নামলো ওরা। সুড়ঙ্গের মতো গলি পথ ধরে চলতে লাগলো। মুযাম্মিলের মনে হলো ওরা তাকে পাতালে নিয়ে গিয়েও রেহাই দেবে না। কতবার যে ডানে বামে তাকে ঘুরানো হলো সে হিসাব ভুলে গেছে অনেক আগেই সে।
অবশেষে তাকে যেখানেনিয়ে যাওয়া হলো সেখানে রয়েছে দু’দিক থেকে কামরার সারি। প্রতিটি কামরার সামনে নিয়ে যাওয়া হলো ভেতরে মশাল জ্বলছে ঠিক। কিন্তু মশালের আলো চারদিক আরো ভূতুড়ে করে তুলেছে। মুযাম্মিলের মাথা চক্কর দিয়ে উঠলো। দম আটকে আসতে লাগলো। মনে হলো কাছেই কোন লাশের নাড়ি-ভুড়ি।
নিচে শয়তানের বেহেশত ২য় খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | বাড কম্প্রিন্ড এন্ড পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | সেলজুক ইতিহাস বই |
বইয়ের সাইজঃ | 8.87 MB |
প্রকাশ সালঃ | 2005 |
বইয়ের লেখকঃ | এনায়েতুল্লা আলতামাস |
অনুবাদঃ | মুজাহিদ হুসাইন ইয়াসিন |