শয়তান যেভাবে ধোঁকা দেয় pdf বই ডাউনলোড। জেনে রাখা উচিত-নবীগণ যথেষ্ট বয়ান করেছেন এবং সকল ব্যাধির উপশমযোগ্য ঔষধ ও ব্যবস্থাপত্র দিয়েছেন। সকল নবী তাওহিদের সরল ও সঠিক পথের ব্যাপারে একমত ছিলেন। এতে বিন্দুমাত্র মতানৈক্যের ছিটেফোঁটাও ছিল না। কিন্তু ইবলিস শয়তান এসে নবীদের সেই পূর্নাঙ্গ ও যথেষ্ট বিবরণের সাথে কিছু বিভ্রান্তি ও সন্দেহযুক্ত কথাবার্তা ছড়ায়।
বিশুদ্ধ ঔষধ ও ব্যবস্থাপত্রের সাথে বিষ মিশ্রন করে এবং সুস্পষ্ট পথের দুধারে বিভ্রান্তকারী ফুটপাথ সংযুক্ত করে দেয়। এভাবে সে মানুষের বিবেক-বুদ্ধির সাথে মেতে ওঠে উন্মাত্ত খেলায়। এরই ধারাবাহিকতায় সে প্রাক ইসলামিক যুগে অর্থাৎ জাহিলিয়াতের যুগে তাদেরকে নির্বুদ্ধিতার নিকৃষ্ট ও নিন্দনীয় বিভিন্ন ধর্ম ও মতবাদে বিভ্রান্ত করার প্রয়াস পায়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- শয়তানের বিরুদ্ধে লড়াই pdf বই ডাউনলোড
- নেক সুরতে শয়তানের ধোঁকা pdf বই ডাউনলোড
- ইসলাহী খুতুবাত ৭ম খন্ড pdf বই ডাউনলোড
- দাজ্জাল ও ইসলাম pdf বই ডাউনলোড
- রাসূলুল্লাহ সাঃ যেভাবে তাবলীগ করেছেন pdf বই ডাউনলোড
ফলে পবিত্র কাবা শরিফে পর্যন্ত এরা মুর্তিপূজা করতে থাকে। বাহিরা, সারেবা, হাম ও উসিলাকে হারাম সাব্যস্ত করে। সদ্যভূমিষ্ট কন্যাসন্তানকে জীবিত কবরস্থ করতে ভালোবাসে এবং তাদের মতো দুর্বলদেরকে উত্তরাধিকার সম্পত্তির অধিকার হতে বঞ্চিত করে। এ জাতীয় বহু ভ্রান্তি ও কুসংস্কারের ব্যাপারে ইবলিস তাদের নজরে শুশোভিত করে তোলে।
ঠিক এমন সময়ে আল্লাহ তাআলা হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ ধরায় প্রেরণ করেন। তিনি এসেই এমন ভ্রান্তি ও কুসংস্কার দুরীকরনে সচেষ্ট হন। অন্যদিকে ভালো, উত্তম ও উন্নত বিষয়গুলো শরিয়ত হিসেবে সাব্যস্ত করেন। সে মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারঁ সাহাবায়ে কেরাম রা. ও তৎপরবর্তীরা শরিয়তের আলোয় আলোকিত হয়ে চিরশত্রু শয়তানের ফাঁদ ও ধোকাঁ হতে সুরক্ষিত থেকে সঠিক পথে চলতে থাকেন।
দিনের আলোর মতো উজ্জ্বল এসব ব্যস্তিরা এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নিলে বিশ্বজুড়ে ধেয়ে আসে নিকষ কালো অন্ধকার। আবারও মানুষ মনের খেয়াল-খুশিমতো জীবনযাপন করতে থাকে। শরিয়তের সেই সুরক্ষিত সরল ও সঠিক পথ হারিয়ে বক্র ও ভয়াল পথে পা বাড়ায়। ফলে বহু লোক সঠিক দীন থেকে বিচ্যুত হয়ে পৃথক পৃথক সম্প্রদায়ের উন্মোষ ঘটায়।
এটা জানা কথা যে, অজ্ঞতা ও নিকষ অন্ধকারে চতুর্দিক ছেয়ে গেলে ইবলিস মানুষের মনে আস্তানা গেড়ে[ নানাবিধ ফন্দি-ফাটল। ও ধোঁকা দিতে শুরু করে। কিন্তু যখনই ইলমের আলোকরক্মি ঝলমল করে ভেসে ওঠে সে তখন প্রচন্দ মনক্ষুন্ন হয়। এসব কারনে আমি ইবলিসের ফাঁদ-ফন্দি জাল ও ধোঁকার ক্ষেত্র গুলো দেখিয়ে দেওয়ার প্রয়োজন অনুভক করি। আপনারা যদি বইটি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে শয়তান যেভাবে ধোঁকা দেয় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | দারুল আরকাম প্রকাশনী |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 7.73 MB |
প্রকাশ সালঃ | ২০১৯ সাল |
বইয়ের লেখকঃ | ইবনুল জাওযী রহ. |
অনুবাদকঃ | মুফতি আবু আসাদ |