সংগ্রামী সাধকদের ইতিহাস ৪র্থ
সংগ্রামী সাধকদের ইতিহাস ৪র্থ pdf বই ডাউনলোড। ইসলাম একটি বিশ্বজনীন জীবন -দর্শন । অবস্থা, পারিপাশ্বিকতা ও পরিবেশের প্রেক্ষাপটে উদ্ভত যাবতীয় সমস্যার সুন্দর ও নিখুঁৎ সমাধান রয়েছে ইসলামে। জীবন প্রবাহের স্রোতধারায় ইসলামের অনুশাসনমালা এক কালজয়ী আদর্শরূপে স্বীকৃত। অভ্যুদয়ের যুগ থেকে আজ পর্যন্ত বহু মনীষী ও আল্লাহওয়ালা এর প্রচার ও সংরক্ষণে দিয়েছেন সীমাহীন কুরবানী।
আমরা তাদেরঁ জীবনের কতটুকুই বা জানি?আমরা সমাজের মূল স্রোতধারায় সংস্কারক শক্তির কথা বেমালুম ভুলে যাই। যে সব মানব হিতৈষীবর্গ তাদেরঁ প্রজ্ঞা, দূরদর্শিতা ও অভিজ্ঞতালব্ধ জ্ঞানের মাধ্যমে সমাজের হিত সাধন করে গেছেন, কুসংস্কারাচ্ছন্ন সমাজকে দান করেছেন এক সুষ্ঠু অবকাঠামো, মানবতার উত্তরণ ঘটিয়ে সৌহার্দ্যপূর্ণ ও পারস্পরিক সম্প্রীতির ডোরে আবদ্ধ করেছেন মানব সমাজকে -তারাাঁ ইতিহাসের পাতায় অনুল্লেখ্য।
আরও দেখুনঃ সংগ্রামী সাধকদের ইতিহাস ২য় খন্ড pdf বই ডাউনলোড
পক্ষান্তরে ইতিহাসের পৃষ্ঠাগুলো ভরে আছে রাজ-রাজড়াদের কাহিনীতে।লাখনৌ-এর জামাআতে দাওয়াত -ই ইসলাহ ও তাবলীগ যুগ জিজ্ঞাসার প্রেক্ষাপটে সপ্তাহব্যাপী এক সেমিনারের আয়োজন করেছিল ১৩৭২ জিহরীর মুহাররম মাসে । এর আলোচ্য বিষয়ের শিরোনাম ছিল, সংস্কার ও পুনর্জাগরণের ইতিহাস এবং উক্ত ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
আনুমানিক ১৯৩৫-৩৬ এর কথা । আমার মাহতারাম মুরব্বী ও শ্রদ্ধেয় বড় ভাই ডাক্তার হাকীম মাওলানা সায়্যিদ আবদুল আলী সাবেক নাজেম, নদওয়াতুল ওলামা মরহুম আমাকে ইমামে রব্বানি মুজাদ্দিদে আলফে ছানীর মকতুবাত পত্রাবলী অধ্যায়ন করা পরামর্শ দেন।হযরত মুজাদ্দিদ আলফেছানী র.-এর জন্ম হয় হি. ৯৭১ সালের শাওয়াল মাসে আর তিনি ইনতিকাল করেন হি. ১০৩৪ সালের সফর মাসে।
আরও দেখুনঃ সংগ্রামী সাধকদের ইতিহাস pdf বই ডাউনলোড
এদিক দিয়ে দেখতে গেলে তারঁ যুগ হি. দশম শতাব্দীর শেষ ২৯ বছর এবং একাদশ শতাব্দীর প্রায় ৩৩ বছর জুড়ে বিস্তৃত। সে হিসাবে তারঁ যুগের ঐতিহাসিক এবং তারঁ জীবনী লেখককে মূলত এই ৬৩ বছরের মুদ্দতকেই ধর্তব্যের মধ্যে আনতে হবে যা হিজরী বর্ষপঞ্জীর এই দুই শতাব্দীর শেষ এবং প্রথম এক -তৃতীয়াংশের সঙ্গে সম্পর্কিত।
আরও দেখুনঃ মহা প্লাবনের কাহিনী pdf বই ডাউনলোড
নিচে সংগ্রামী সাধকদের ইতিহাস ৪র্থ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মুহাম্মদ ব্রার্দাস বইয়ের ধরণঃ সাধকদের ইতিহাস ৪র্থ বইয়ের সাইজঃ 13.00 MB প্রকাশ সালঃ ২0১১ ইং বইয়ের লেখকঃ সাইয়িদ আবুল হাসান আলী নদভী র. অনুবাদঃ আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী নদভী র.ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ