সংগ্রামী সাধকদের ইতিহাস ২য় খন্ড
সংগ্রামী সাধকদের ইতিহাস ২য় খন্ড pdf বই ডাউনলোড। খুলাফয়ে রাশেদীনের পর মুসলিম ইতিহাসের আদর্শবাদী ধারা যথেষ্ট দুর্বল হয়ে পড়লেও পরবর্তী প্রতিট যুগে এমন কিছু কিছু বিরল ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছে যারাঁ পুনরায় ফিরে যেতে চেয়েছেন ইসলামের মূল আদর্শের দিকে এবং আজীবন সংগ্রাম ও সাধনা করেছেন ইসলামী আদর্শের পুনঃপ্রতিষ্ঠাতার লক্ষ্যে।
তারাঁ কেউ কেউ, যেমন ওমর ইবন আবদুল আযীয র. গাযী সালাহউদ্দিন রাষ্ট্রীয় পর্যায়ে এই সাধনা ও সংগ্রামে লিপ্ত হয়েছেন, কেউ কেউ এই সাধনার কারণে তৎকালীন রাষ্টশক্তির কোপদৃষ্টিতে পতিত হয়েছেন, আবার অনেকেই রাষ্ট্রীয় অঙ্গন থেকে দুরে অবস্থান করে ইসলামের আধ্যাত্মিক নৈতিক, দার্শনিক ও সামাজিক আর্দশকে সমুন্নত রাখার কঠোর সাধনায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন।
আরও দেখুনঃ সংগ্রামী সাধকদের ইতিহাস pdf বই ডাউনলোড
ইসলামের প্রকৃত ইতিহাস যতটা মুসলিম রাজা-বাদশাহ ও শাসকদেরি ইতিহাস, তার চাইতেও অধিক এই সব সাধক ও সংগ্রামী পুরুষের ইতিহাস । আজকের বিশ্বব্যাপী ইসলামী নব জাগরণের পেছনে এসব অমর সাধকের শত-সহস্র বছরের নিঃস্বার্থ সাধনার অবদানকে অস্বীকার করা আর বাস্তবতাকে অস্বীকার করা একই কথা।
দুর্ভাগ্যের বিষয়, ইসলামের ইতিহাসের এই স্বর্ণজ্জ্বল ধারা আজও আমাদের কাছে প্রায় অজানাই রয়ে গেছে। ইসলামী আদর্শের পুনঃপ্রতিষ্ঠাকামী এই বিপ্লবী তাৎপর্যমন্ডিত প্রবাহের চাপাপড়া ইতিহাস পুনরুদ্ধারকল্পে আত্মনিয়োগ করে উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও গবেষক সাইয়েদ আবুল হাসন আলী নদভী র. মুসলিম উম্মাহকে চিরকৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন।
আরও দেখুনঃ মুসলিম মনীষীদের জীবনকথা pdf বই ডাউনলোড
বর্তমান খন্ডে ওয়াদা মাফিক শায়খুল ইসলাম হাফিজ ইবনে তায়মিয়া (র.)-এর জীবনী, ছাত্র ও চিন্তা -চেতনানুসারী মনীষী বৃন্দের আলোচনা স্থান পেয়েছে। প্রাথমিক খসড়া মুতাবিক বর্তমান খন্ডটি উল্লিখিত যুগ ও উপরিউক্ত চিন্তাধারার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল।ঐশী দর্শন ও আকাইদের ক্ষেত্রে গ্রীক দর্শন ও মুতাকাল্লিম কালাম শাস্ত্রবিদ-দের বুদ্ধিবৃত্তিক বাহ্যিকতার একটি অনিবার্য প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই দেখা দেয়।
আরও দেখুনঃ মহা প্লাবনের কাহিনী pdf বই ডাউনলোড
নিচে সংগ্রামী সাধকদের ইতিহাস ২য় খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মুহাম্মদ ব্রার্দাস বইয়ের ধরণঃ সাধকদের ইতিহাস ২য় বইয়ের সাইজঃ 32.9 MB প্রকাশ সালঃ ২০০৩ ইং বইয়ের লেখকঃ সাইয়িদ আবুল হাসান আলী নদভী র. অনুবাদঃ আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী নদভী র.ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ