সংসার ভাবনা pdf বই ডাউনলোড। হায়া বা শালীনতা অবশ্যই নারী-পুরুষ সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আবার এটা শুধু পোশাকেই সীমাবদ্ধ না; কথায়-কাজে সবকিছুতে শালীনতা প্রয়োজন। তবে নানীদের ক্ষেত্রে হারার বিষয়টি বিশেষ গুরুত্বের দাবিদার। আমরা যে যুগে বাস করছি, সেখানে শালীনতার ধারণাটািই যেন নিষিদ্ধ কোনো বস্তু বিশেষ করে নারীর শালীনতা।
গড়পড়তা মুসলিম কিংবা অমুসলিম, সবাই এই বিশ্বাস আত্মস্থ করে নিয়েছে। পশ্চিমে এখন যেসব নারী শালীনভাবে চলাফেরা করেন, তাদের দেখা হয় নিপীড়িত হিসেবে। মনে করা হয় তাদের মূল্যবোধে সেকেলে, বাস্তবতার সাথে সম্পর্কহীন। এরা শরীর দেখাতে চায় না কেন? পরপুরুষদের সাথে যৌন-সম্পর্ক করে না কেন? নিশ্চয় কোনো সমস্যা আছে! মনে হয় ছোটকালে নিপীড়িত হয়েছিল হুম!
আরও ইসলামিক বই দেখুনঃ
- অধিকারীর অধিকার pdf বই ডাউনলোড
- বিদায় মাহে রমযান কিছু ভাবনা pdf বই ডাউনলোড
- আমার কিছু ভাবনা pdf বই ডাউনলোড
- কিশোর মনে ভাবনা জাগে pdf বই ডাউনলোড
কিছু মুসলিম নারীও কিছুটা হলেও এই ফাঁদে পা দিয়েছেন। দেখাই যদি না যায়, তাহলে কিভাবে কী? এ নিয়ে এরা চিন্তিত। স্বাধীন হতে উদগ্রীব। ভদ্রভাবে চললে মানুষ ভীতু েএবং লাজুক মুসলিম নারী ভেবে বসে কি না, এই ভয় থেকে ইচ্ছে করেই হাকঁডাক করে কথা বলেন। A Return to modesty; Discovering the lost virtue নামে একটি বই আছে। ওয়েন্ডি শালিতের লেখা এই বই।
উদাহরণস্বরূপ বলা যায়, অতিছোট পোশাক, লাইভ-টুইটিং, ব্যক্তিগত মুহুর্তগুলোর ভাইরাল ভিডিও এবং স্বীকারোক্তিমূলক ব্লগিং এর কথা। এ সবই নির্লজ্জতার উদাহরণ। যদিও এর সাথে যৌনমিলনের সম্পর্ক নেই। দার্শনিক আইন রযান্ড এটিকে বলেছে দেখিয়ে বেড়ানোর তাড়না। ওয়েন্ডি শালিত এই কথাটিই ব্যাখ্যা করেছেন আরও বিশদভাবে ।
এই অতিরিক্ত দেখিয়ে বেড়ানোর বিপরীতে গোপনীয়তা রক্ষার প্রশংসা করেন ওয়েন্ডি। যারা এটি অনুশীলন করেন, তাদেরও । তাও এমন একটি পৃথিবীতে, যেখানে নারীর কুমারীত্ব নিয়ে হাসাহাসি করা হয়। এই পৃথিবীতে প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ে যৌনশিক্ষা চালু করা হয়। নারীরা আগের চেয়েও বেশি ইটিং ডিসঅর্ডার, স্টকিং, উদ্বেগ, যৌন হয়রানি এবঙ ডেট করতে গিয়ে ধর্ষণের শিকার হচ্ছেন। আশা করি বইটি আপনাদের উপকারে আসবে । বইটি আরও পড়তে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে সংসার ভাবনা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | দাম্পত্য বিষয়ক |
বইয়ের সাইজঃ | 10.0 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | উম্মে খালিদ-গং |
অনুবাদকঃ |