সকাল সন্ধ্যার দোয়া ও জিকির pdf বই ডাউনলোড । মহান আল্লাহর অশেষ অনুগ্রহে রাসূল সাঃ এর সকাল সন্ধ্যার দুয়া ও যিকর। পুস্তিকাটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে, আল’হামদুলিল্লাহ। এই পুস্তিকায় বিশুদ্ধ সূত্রে বর্ণিত সকাল-সন্ধ্যার বিভিন্ন দুয়া ও যিকর সংকলনের চেষ্টা করেছি।
সকাল সন্ধ্যার দোয়া ও জিকির বইটি এখন গুগল প্লে স্টোর এ ও পাওয়া যাচ্ছে।
কিছু কিছু সকাল সন্ধ্যার দোয়া ও জিকির ব্যাপকভাবে পরিচিত হওয়া সত্ত্বেও গ্রহণযোগ্যতা নিয়ে মুহাদ্দিসগণের বিস্তর আপস্তি থাকায় সেগুলো এখানে আনা হয়নি। যেসব দুয়ার বিশুদ্ধতা নিয়ে মতপার্থক্য রয়েছে, সেসবের মধ্যে শুদ্ধতার পাল্লা ভারি এমন কিছু দুয়া এখানে উল্লেখ করেছি।
দোয়া ও জিকির বিষয়ক আরও বই দেখুনঃ
- ক্রসেড সিরিজ ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- নামাযের দোয়া ও যিকির pdf বই ডাউনলোড
- সুনানে নাসায়ী শরীফ ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- মুমিনের সকাল সন্ধা pdf বই ডাউনলোড
- যিকির ও ইতেকাফের গুরুত্ব pdf বই ডাউনলোড
- ফাজায়েলে আমল ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- জ্বীন শয়তানের বিস্ময়কর ঘটনা pdf বই ডাউনলোড
কোন ভাষার যথার্থ উচ্চারণ অন্য ভাষার অক্ষর দিয়ে সম্ভব নয়। বরং সেক্ষেত্রে বিকৃতির আশংকাই বেশি থাকে। যাদের সরাসরি আরবী পড়তে কষ্ট হয় তাদের নিছক সহায়তার জন্য বাংলা উচ্চারণ দিয়েছি।
সুতরাং বাংরা উচ্চারণের ওপর নির্ভর না করে মূল আরবী উচ্চারণ শিখে নেওয়ার অনুরোধ থাকল। আরবী বর্ণ হা’ এবং আ’ইন বুঝানোর জন্য ঊর্ধ্ব কমা (’) এবং মাদ বোঝানোর জন্য (-) ব্যবহার করা হয়েছে।
মাসনুন দুয়া ও যিকরের ক্ষেত্রে অনেক সময় বর্ণনাভেদে দুয়েকটি শব্দ বা বাক্যে কিছুটা ভিন্নতা দেখা যায়্ যদিও মূলভাষ্য প্রায় একই থাকে।
সুতরাং এক সংকলনের সাথে অন্য সংকলনে সামান্য ভিন্নতায় কোনটিকে ভুল মনে করা আবশ্যক নয়। আমি প্রতিটি দুয়া মুলগ্রন্থ থেকে নির্বাচন করেছি। তারপরও কোন ভুল-ব্যত্যয় আমাদের গোচরে আনলে পরবর্তী সংস্করণে সংশোধন করে নেবো ইংশা-আল্লাহ।
টীকার ক্ষেত্রে ‘শামেলা’ বলতে ‘মাকতাবায়ে শামেলা’ বোঝানো হয়েছে। আর ই.ফা. বলতে ‘ইসলামী ফাউন্ডেশন’ বোঝানো হয়েছে।
আর যিকির শব্দের অর্থ স্মরণ বা উল্লেখ-আলোচনা। মুমিনের সকল নেক কাজই যেহেতু মহান আল্লাহর প্রতি মনোনিবেশ এবং তাঁর স্মরণ, সেজন্য সকল নেক কাজই মূলত যিকির।
কুরআন হাদীসে যিকিরকে এমন ব্যাপকার্থে উল্লেখ করা হয়েছে। তথাপি যেসব ইবাদত একান্ত আল্লাহর স্মরণার্থেই করা হয় এবং যেগুলোকে বিশেষভাবে যিকির নামেই অভিহিত করা হয়েছে – সচরাচর যিকির বলতে সেসব মৌখিক ইবাদতকেই বোঝানো হয়। এখানে আমরা যিকির বলতে সেটাকেই বোঝাব।
যিকির হল আল্লাহর নৈকট্য লাভের অদ্বিতীয় উপায়। মুসনাদে আহমাদের এক বর্ণনায় যিকিরকে সর্বোত্তম আমল বলে অভিহিত করা হয়েছে। কুরআনে একাধিক জায়গায় যে আমলটি অধিক পরিমাণে করতে বলা হয়েছে তা হল আল্লাহর যিকির।
যিকির আত্মার খোরাক, শয়তানের কুমন্ত্রণা প্রতিরোধের কার্যকর হাতিয়ার। বিপদাপদ থেকে রক্ষা ও দুশ্চিন্তা দূরা করার উপায় এবং অল্প সময়ে বিপুল সাওয়াব ও মুমিন জীবনে সৌভাগ্যের সোপান।
নিচে সকাল সন্ধ্যার দোয়া ও জিকির pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আস সুন্নাহ ফাউন্ডেশন |
বইয়ের ধরণঃ | দোয়া ও আমল বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 12.1 MB |
প্রকাশ সালঃ | ২০১৯ |
বইয়ের লেখকঃ | শায়খ আহমাদুল্লাহ |
অনুবাদঃ |
সকাল সন্ধ্যার দোয়া ও জিকির বইটি এখন গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন।
যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।..!!