সচ্ছল হও অক্ষম থেকো না pdf বই ডাউনলোড। মসজিদে খতিব সাহেবের খুতবা যেন মিম্বারকে কাঁপিয়ে তুলছে। তিনি এক মহান ফকিহ, মুত্তাকি তাবিয়ির গল্প বয়ান করছিলেন। কেমন ছিল তাঁর সবর, কেমন ছিল তাঁর কষ্ট-সাধনা — যা অবলম্বন করে তিনি তাঁর যুগের শ্রেষ্ঠ ফকিহ হয়েছিলেন—এ সবই তুলে ধরছিলেন একে একে। খতিব সাহেব বলছিলেন যে, এ বিশিষ্ট তাবিয়ির দিন কাটত কখনো কিতাবাদির ওপর উপুড় হয়ে ইলম অন্বেষণে, কখনো আবার মানুষদের সামনে তিনি কথা বলতেন।
তাদের ফতওয়া দিতেন, আবার রাতের বেলায় তিনি একজন আবিদ, রবের সামনে দণ্ডায়মান একনিষ্ঠ বান্দা। এরপর তিনি আমাদের সামনে এ মহান তাবিয়ির উত্তম চরিত্র ও উন্নত তাকওয়ার কথা তুলে ধরলেন।
এ তাবিয়ির গল্প শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম। তাঁর সাথে যেন আমার অন্তর লেগে গেল। (যদিও এখনো লেগে আছে।) আমার মন প্রবলভাবে চাচ্ছে আমিও যেন সে তাবিয়ির কিছুটা হলেও সৌভাগ্য অর্জন করতে পারি।
আরও ইসলামিক বই দেখুনঃ
সে জন্যই খতিব সাহেবের কথার দিকে পূর্ণ মনোযোগী হয়ে ছিলাম। যেন আমার মাথার ওপর কোনো পাখি এসে বসলেও সে টের পাবে না যে, আমি মানুষ নাকি পাথর! এতটাই মুগ্ধ হয়ে মনোযোগ দিয়ে শুনছিলাম কথাগুলো।খতিব সাহেব এ মহান পুরুষটির জীবনচরিত, তাঁর পানাহার, তাঁর অবস্থা ও অবয়ব তুলে ধরলেন। কিন্তু খতিব সাহেবের বাচনভঙ্গি তখন আমাকে বেশ মুগ্ধ করেছিল, তিনি যখন বেশ জোরালোভাবে সে তাবিয়ির জুহদের প্রশংসা করছিলেন।
তার কথায় গৌরব ফুটে উঠছিল, তিনি বলছিলেন, এ মহান তাবিয়ি তালিযুক্ত জামা আর ছেঁড়া জুতো পরতেন, খাবার হিসেবে খেতেন শক্ত রুটি! যে মন নিয়ে মসজিদে গিয়েছিলাম, আসার সময় সে মনটা ছিল না। আমার মস্তিষ্কে যেন সে মহান তাবিয়ির জীবনীর প্রতিটি বিবরণ খোদাই হয়ে বসে গেছে। তাঁর কল্পনা আমার মানসপটে ফুটে উঠেছে। যেন আমি চাক্ষুষ তাঁকে দেখছি!
শুরুতে বেশ স্পৃহা জাগল আমার মাঝে। কিন্তু ধীরে ধীরে কিছু দিন গত হলে আমার মনের মধ্যে সে খুতবার গুঞ্জন নিমিয়ে আসছিল। সে তাবিয়ির ইলম, ইবাদত, উত্তম চরিত্রের বয়ান করা খতিবের মিম্বারকাপানো কণ্ঠস্বর নীরব হয়ে আসছিল। আমার নফস তার সঙ্গীকে সাথে নিয়ে আমাকে সে মহান মানুষটির উত্তম প্রশংসনীয় বৈশিষ্ট্যাবলি ধীরে ধীরে বিস্মৃত করে দিচ্ছিল। খতিব সাহেবের উচ্চারিত শব্দগুলো যেন মুছে যাচ্ছিল। তবে সব চলে গেলেও দুটো শব্দ আমার মস্তিষ্কে রয়ে গেল
নিচে সচ্ছল হও অক্ষম থেকো না pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | রুহামা পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.9 MB |
প্রকাশ সাল | ২০২৩ সাল |
বইয়ের লেখকঃ | ইসলাম জামাল |
বইয়ের অনুবাদকঃ | আব্দুল্লাহ ইউসুফ |