সঠিক ধর্মবিশ্বাসও উহার পরিপন্থী বিষয়
সঠিক ধর্মবিশ্বাসও উহার পরিপন্থী বিষয় pdf বই ডাউনলোড। যেহেতু সঠিক ধর্ম বিশ্বাসই ইসলাম ধর্মের মুল উপাদান ও মিল্লাতে ইসলামীর প্রদাণ ভিত্তি, তাই উহাকেই অত্র প্রবন্ধের আলোচ্য বিষয় রূপে গ্রহণ করার সিদ্ধান্ত নিলাম।
কুরআন ও সুন্নাতে বর্ণিত শরীয়াতি প্রমাণাদির দ্বারা একথা সুষ্পষ্টরূপে পরিজ্ঞত রয়েছে যে, যাবতীয় কথা-বার্তা ও কার্যবলী কেবল তখনই আল্লাহ তাআলার নিকট সঠিক বলে স্বীকৃত ও গৃহিত হয় যখন উহা বিশুদ্ধ আকীদা অর্থাৎ সঠিক ধর্ম বিশ্বাসের ভিত্তিতে সম্পাদিত হয়ে থাকে।
আরও দেখুনঃ মরণ একদিন আসবেই pdf বই ডাউনলোড
আর, যদি আকীদা বিশুদ্ধ না হয় তাহলে উহার ভিত্তিতে সম্পাদিত যাবতীয় কথা ও কাজ আল্লাহর নিকট বাতেল বলে গন্য হয়। আল্লাহ তাআলা বলেনঃ যে কেহ ঈমান প্রত্যাখ্যান করবে তার সমস্ত কাজ অবশ্যই বিফলে যাবে এবং সে পরকালে ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হবে। (সুরা মায়েদা-৫)
আল্লাহ তাআলা আরও বলেন:- তোমার প্রতি এবং তোমার পূর্বে অতীত সমস্ত নবী রাসুলগণের প্রতি অবশ্যেই এ বার্তা পাঠানো হয়েছে, তুমি যদি আল্লাহর সাথে শিরক কর তাহলে তোমার সমস্ত কাজ অবশ্যই বৃথা হয়ে যাবে, আর তুমি নিঃসন্দেহে বিষণ ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত হবে। (সুরা যুমার-৬৫)।
আরও দেখুনঃ জাহান্নামের ভয়াবহ আযাব pdf বই ডাউনলোড
এই অর্থের স্বপক্ষে কুরআন শরীফে বর্ণিত আয়াতের সংখ্যা অনেক। আল্লাহ তাআলা অবতীর্ণ সুষ্পষ্ট কিতাব ও তার বিশ্বস্ত রাসুলের আল্লাহ তাআলা তার উপর সর্বোত্তম রহমত ও শান্তি বর্ষণ করুন। বর্ণিত সুন্নাত দ্বারা প্রমাণিত আছে যে, বিশুদ্ধ আকীদার সার কথা হলোঃ আল্লাহ তাআলার উপর, তার ফেরেশতাগণ, কিতাব সমূহ ও রাসুলগণের উপর, আখেরাতের দিন এবং ভাগ্যের মঙ্গল-অমঙ্গলের উপর বিশ্বাস স্থাপন করা।
এ ছয়টি বিষয়ই হলো সেই সঠিক ধর্মবিশ্বাসের মৌলিক বিষয়বস্তু বা নীতিমালা, যা নিয়ে নাজেল হলো আল্লাহর মহান গ্রন্থ কুরআন শরীফ এবং প্রেরিত হলেন আল্লাহর প্রিয় নবী হযরত মহুম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৌলিক নীতিমালারই শাখা-প্রশাখা হলো অদৃশ্য বিষয়াদি।
আরও দেখুনঃ শাফায়াত ও উসিলা pdf বই ডাউনলোড
নিচে সঠিক ধর্মবিশ্বাসও উহার পরিপন্থী বিষয় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ঈমান বিষয়ক বইয়ের সাইজঃ 2.91 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ শায়খ আব্দুল আযীয বিন আব্দুল্লাহ বিন বায অনুবাদঃ মোহাম্মাদ রকিবুদ্দিন আহমাদ হুসাইনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ