সত্যের ডাক pdf বই ডাউনলোড। আমরা চিন্তা করি, কারও সামনে কেউ যদি বিষকে ঔষধ মনে করে বাচাঁর লোভে পান করতে যায়, তবে তাকে সেই বিষ পান করা থেকে বিরত রাখা জরুরি। ইহা বিষকে বিষ বলে জানা লোকদের জন্য একটা বিরাট নৈতিক দায়িত্ব হয়ে পড়ে। ঠিক তেমনি বরং তার চাইতেও অনেক গুণ বেশি দায়িত্ব এসে পড়ে তাদের উপর যারা স্পষ্টভাবে বুঝেন যে।
কিছু লোক ধর্মীয় অজ্ঞতার কারণে পরকালের মুক্তির আশায় ভূল করে জ্বলন্ত আগুনের দিকে ছুটে যাচ্ছে। তাদের ঐ আগুনের পথ থেকে ফেরানো আল্লাহর প্রতি বিশ্বাসীদের জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটা যে কত বড় দায়িত্ব তা মানুষ স্পষ্টভাবে বুঝতে পারত যদি মৃত্যুর পরের ঘটনাগুলিকে আল্লাহ তাআলা।
আরও দেখুনঃ মুক্তির লড়াই pdf বই ডাউনলোড
এই জীবনে দেখার কোন ব্যবস্থা করে দিতেন। কিন্তু যদিও আল্লাহ তাআলা চর্মচক্ষে তা দেখার কোন ব্যবস্থা করেননি, তবে জ্ঞানচক্ষু দ্বারা দেখার ব্যবস্থা করেছেন। জ্ঞানের চোখ দিয়ে তা কিছু লোক দেখেও থাকেন। আমরা চিন্তা করি, একটা লোককে আগুনে পুড়তে দেখেও যারা তাকে উদ্ধার করার চেষ্টা করে না তারা যেমন চরম নিষ্ঠুর, নির্দয় ও পাষাণ।
আপনি সত্যে ডাক বলতে কি বুঝেন?।
তেমনি আমরা চরম নিষ্ঠুর ও নির্দয় হিসেবে আল্লাহর দরবারে চিহিৃত হব, যদি মানুষদেরকে আগুনের দিকে ছুটে যেতে দেখেও তাদেরকে ফেরানোর জন্য সাধ্যানুযায়ী চেষ্টা না করি। এই অনুভুতিই আমাদেরকে পীড়া দেয়। তাই আমাদের দায়িত্ব পালনের জন্য আমাদের জ্ঞান মোতাবেক কিছু তথ্য এখানে পেশ করা হলো।
আরও দেখুনঃ মরু সিংহ pdf বই ডাউনলোড
যাতে করে সত্য পথের অনুসন্ধানীগণ গ্রহণ করে। আর ইহলৌকিক ও পরলৌকিক শান্তি অর্জন করতে পারেন। আল্লাহকে অস্বীকার করার পিছনে নাস্তিকদের প্রধান যুক্গুলো নিম্নরূপঃ ১. যা দেখিনা তা মানি না। ২. যা পঞ্চাইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না তা বিশ্বাস করি না। ২. আল্লাহ মানলে তার দেয়া ধর্মকে মানতে হবে।
যার অনেক কিছুই অবৈজ্ঞানিক। ৪. যতদিন জীবনের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়া সম্ভবপর হয়নি ততদিন মানুষ অসহায় মনকে বুঝ দেয়ার জন্য অগত্যা এক কল্পিত খোদাকে মেনেছে। বর্তমান বৈজ্ঞানিক যুগে আর তা মানার কোন প্রয়োজন নেই। আচ্ছা যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় যদি তাই হয়।
আরও দেখুনঃ ভ্রান্ত হেযবুত তওহীদ pdf বই ডাউনলোডৎ
নিচে সত্যের ডাক pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ আবু আহমাদ সাইফুদ্দীন বেলাল অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ