সত্যের বিজয় প্রথম খন্ড pdf বই ডাউনলোড। ১৭৫৭ সালে পলাশী যুদ্ধের পর খ্রিস্টান শাসকদের ছত্রছায়ায় খ্রিস্টান মিশনারিগণ ও ধর্ম পূর্ণোদ্যম ত্রিত্ববাদের প্রচার শুরু করে। শুধু প্রচারই নয়; ছলে বলে কৌশলে এ উপমহাদেশে খ্রিস্টধর্মের প্রসার ঘটানোর জন্য তারা মরিয়া হয়ে ওঠে। ১৭৯৩ খ্রিস্টাব্দে ব্যাপটিস্ট মিশনারীর পক্ষে উইলিয়াম কেরী কলকাতায় আগমন করেন। এর পর শুরু হয় বহুমুখী তৎপরতা।
অগণিত মিশনারী স্কুল প্রতিষ্ঠা, মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করা, ইসলামী শিক্ষার জন্য ওয়াকফকৃত সম্পত্তি জবর দখল, নিরপেক্ষতার নামে মূল শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামী শিক্ষা অপসারণ, ইংরেজী ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেয়া, ইতিহাস, দর্শন ইত্যাদি বিষয়ে ইসলাম বিরোধী বিকৃত তথ্য উপস্থাপন এবং গোলাম মুহাম্মদ কাদিয়ানী ও অন্যান্য ভণ্ড ধর্মপ্রচারককে সাহায্য করে ইসলামের শিক্ষাকে বিকৃত করার অপচেষ্টা করা। সর্বোপরি ইসলাম, কুরআন মজীদ ও · মহানবী (সা)-এর কুৎসা রটনা করে বাংলা উর্দু-ফারসী ভাষায় ছাপিয়ে সাধারণ মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেয়া এসব জঘন্য অপতৎপরতারই খণ্ড চিত্র।
আরও ইসলামিক বই দেখুনঃ
- এক নযরে ছিয়াম ও রামাযান pdf বই ডাউনলোড
- হুজুর হয়ে হাসো কেন pdf বই ডাউনলোড
- সহজ পান্দ নামা pdf বই ডাউনলোড
- রমজান কিভাবে কাটাবেন pdf বই ডাউনলোড
- ফুটিয়ে তুলুন সুবাসিত ফুল pdf বই ডাউনলোড
এরই সঙ্গে খ্রিস্ট ধর্মীয় প্রচারক মিঃ কার্ল গোটালেব ফান্ডার ১৮২৯ সালে খ্রিস্টান পাদরীদের গতানুগতিক মিথ্যাচার, তথ্য বিকৃতি, অপপ্রচার ও বিষোদগার সম্বলিত মীযানুল হক (Scale of Truth) নামক একটি পুস্তক রচনা করে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে চতুর্মুখী আক্রমণ পরিচালনা করেন। মূল পুস্তকটি জার্মান ভাষায় রচিত হলেও এর উর্দু ফারসী অনুবাদ করে এ উপমহাদেশের মুসলমানদের মাঝে ব্যাপক প্রচারণা চালাতে থাকেন। এমনকি তারা এও দাবি করতে থাকেন যে, এ পুস্তকের যুক্তিগুলো খণ্ডন করার সাধ্য কোন মুসলমান আলিমের নেই।
মুসলমানদের এ দুর্দিনে এ উপমহাদেশে একজন বিশিষ্ট আলিম বহু ধর্মতত্ত্ববিদ আল্লামা রাহমাতুল্লাহ কীরানবী (র) মি. ফান্ডার সহ খৃস্টান ধর্ম-প্রচারকদের প্রকাশ্য বিতর্কের এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিলে মি. ফান্ডার এতে শর্তারোপ করেন যে, বিতর্কে পরাজিত হলে তিনি ইসলাম গ্রহণ করবেন। পক্ষান্তরে আল্লামা কীরানবী (র) পরাজিত হলে তিনি খ্রিস্টধর্ম গ্রহণ করবেন। পাঁচজন বিশিষ্ট বিচারক এবং অসংখ্য শ্রোতার
উপস্থিতিতে তিনদিন এ বিতর্ক চলার কথা থাকলেও মি. ফান্ডার ও তাঁর দলবল পরপর দুদিন বিতর্কে পরাজিত হয়ে তৃতীয় দিন কিছু অযৌক্তিক শর্তারোপ করে বিতর্ক বন্ধ করে দেন।
শুধু ভারতীয় উপমহাদেশেই নয়, এর পর মি. ফান্ডার খ্রিস্টধর্ম প্রচারের জন্য তুরস্কে যান। কিন্তু তুরস্ক সরকারের আমন্ত্রণে আল্লামা রাহমাতুল্লাহ কীরানবী (র) তুরস্কে গেলে মি. ফান্ডার গোপনে সেখান থেকে পলায়ন করেন।.
নিচে সত্যের বিজয় প্রথম খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ |
বইয়ের ধরণঃ | ইসলামিক ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 30.33 MB |
প্রকাশ সাল | ২০০৭ সাল |
বইয়ের লেখকঃ | রহ. ইবন খলীলুর রহমান কীরানবী |
বইয়ের অনুবাদকঃ | ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর |