সত্যের বিজয় ২য় খন্ড pdf বই ডাউনলোড। যীশুর ঈশ্বরত্বের পক্ষে খৃস্টানদের পেশকৃত প্রথম দলিল হলো, বাইবেলে বিভিন্ন স্থানে যীশুর ক্ষেত্রে ‘ঈশ্বরের পুত্র’ (Son of God) কথাটির প্রয়োগ । দু’টি কারণে এই দলিলটি অত্যন্ত দুর্বল : প্রথমত, “ঈশ্বরের পুত্র’ কথাটির বিপরীতে বাইবেলে বারংবার যীশুকে ‘মনুষ্য পুত্র’ (sori’ of man) বলা হয়েছে যা পাঠক ইতোপূর্বে জানতে পেরেছেন । এছাড়া তাঁকে বারংবার ‘দাউদের পুত্র’ বা ‘দাউদ সন্তান’ (son of David) বলেও অভিহিত করা হয়েছে। কাজেই ঈশ্বরের পুত্র ও ‘দাউদের পুত্র’ এই তিনটি অর্থের মধ্যে এমনভাবে সমন্বয় করা জরুরী যাতে বুদ্ধি-বিবেকের সাথে সাংঘর্ষিক ও অসম্ভব-অবাস্তব কোন অর্থ না হয় ।
দ্বিতীয়ত, ঈশ্বরের পুত্র’ (son, of God) কথাটির মধ্যে ‘পুত্র’ শব্দটি কখনোই তার প্রকৃত ও আভিধানিক অর্থে ব্যবহৃত হতে পারে না। কারণ সকল জ্ঞানী একমত যে, আভিধানিক ও প্রকৃত অর্থে পুত্র বলতে বুঝানো হয় পিতামাতা উভয়ের দৈহিক জৈবিক মিলনের মাধ্যমে যার জন্ম। এ অর্থ ‘ঈশ্বরের পুত্র’ (son of God) -এর ক্ষেত্রে কোনভাবেই প্রযোজ্য হতে পারে না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- এক নযরে ছিয়াম ও রামাযান pdf বই ডাউনলোড
- হুজুর হয়ে হাসো কেন pdf বই ডাউনলোড
- সহজ পান্দ নামা pdf বই ডাউনলোড
- রমজান কিভাবে কাটাবেন pdf বই ডাউনলোড
- ফুটিয়ে তুলুন সুবাসিত ফুল pdf বই ডাউনলোড
কাজেই এক্ষেত্রে এমন একটি রূপক অর্থ গ্রহণ করতে হবে যা খৃস্টের মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ। আর ইঞ্জিল বা নতুন নিয়মের ব্যবহার থেকে নিশ্চিতরূপে জানা যায় যে, “ঈশ্বরের পুত্র’ কথাটি যীশুর ক্ষেত্রে ‘ধার্মিক’ অর্থে ব্যবহৃত হয়েছে ৷ মার্কলিখিত সুসমাচারের ১৫ অধ্যায়ের ৩৯ আয়াতে যীশুর ক্রুসবিদ্ধ হয়ে প্রাণত্যাগের ঘটনা বর্ণনা করে বলা হয়েছে : “আর যে শতপতি তাঁহার সম্মুখে দাঁড়াইয়াছিলেন, তিনি যখন দেখিলেন যে, যীশু এই প্রকারে প্রাণত্যাগ করিলেন,
তখন কহিলেন, সত্যই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন।” এভাবে আমরা দেখছি যে, মার্ক যেখানে ‘ঈশ্বরের পুত্র’ শব্দটি ব্যবহার করেছেন সেখানে লূক ঈশ্বরের পুত্র’-র পরিবর্তে ‘ধার্মিক’ শব্দটি ব্যবহার করেছেন। এ থেকে সুনিশ্চিতরূপে জানা যায় যে, যীশু ও যীশুর যুগের মানুষদের ভাষায় ‘ঈশ্বরের পুত্র’ কথাটির অর্থ ছিল ‘ধার্মিক’।
বাইবেলে বিভিন্ন স্থানে যীশু ছাড়া অন্যান্য ধার্মিক ব্যক্তিদের ক্ষেত্রেও ‘ঈশ্বরের পুত্র’ কথাটি ব্যবহার করা হয়েছে, যেমনভাবে ‘পাপী’র ক্ষেত্রে ‘দিয়াবলের পুত্র’ কথাটি ব্যবহার করা হয়েছে।
মথিলিখিত সুসমাচারের ৫ অধ্যায়ে রয়েছে : “৯ ধন্য যাহারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে।…৮৮ কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, এবং যাহারা তোমাদিগকে তাড়না করে, তাহাদের জন্য প্রার্থনা করিও; ৪৫ যেন তোমরা আপনাদের স্বর্গস্থ পিতার সন্তান হও…।
নিচে সত্যের বিজয় ২য় খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ |
বইয়ের ধরণঃ | ইসলামিক ইতিহাস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 30.33 MB |
প্রকাশ সাল | ২০০৮ সাল |
বইয়ের লেখকঃ | রহ. ইবন খলীলুর রহমান কীরানবী |
বইয়ের অনুবাদকঃ | ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর |