সত্যের মাপকাঠি pdf বই ডাউনলোড। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সকল মত, পথ ও ব্যক্তির উর্ধে তুলে ধরার মধ্যেই নিহিত রয়েছে এ বাণী যথার্থতা। তিনিই সত্যের মাপকাঠি। তারঁ রিসালাতই হচ্ছে সত্যতা যাচাইয়ের মানদন্ড। তারঁ নিয়ে আসা কিতাব ও সুন্নাহর আলোকেই যাচাই করতে হবে সকল কিছু। তারঁ ব্যক্তিত্ব, তারঁ রিসালাত তারঁ আনীত কুরআন সুন্নাহকেই তুলে ধরতে হবে সকল ব্যক্তি ও মাযহাবের উর্ধে।
অনুসরণ করতে হবে তারঁ প্রতিটি পদচিহেৃর, নিঃসঙ্কচিত্তে। এটিই হওয়া উচিত একজন মুমিনের আকিদা-বিশ্বাস । মিয়ারে হক এর অর্থ ও ব্যাখ্যা জানার পূর্বে হক শব্দে অর্থ এর ব্যাখ্যা ও ব্যবহারের স্থান সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকা আবশ্যক। কারণ, অনেকে হক শব্দের তাৎপর্য অনুধাবন করতে ব্যর্থ হয়েছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সত্যের ডাক pdf বই ডাউনলোড
- সত্যের সেনানী pdf বই ডাউনলোড
- উম্মাহর ঐক্য পথ ও পন্থা pdf বই ডাউনলোড
- ইমাম মাহদীর দোস্ত-দুশমন pdf বই ডাউনলোড
- তাবলীগের অতীত বর্তমান ভবিষ্যৎ pdf বই ডাউনলোড
যার দরুন তারা মিয়ারে হক বা সত্যের মাপকাঠি কী হতে পারে বা কে হতে পারেন তা বুঝতে সক্ষম হচ্ছেন না। কিন্তু তারা এ বিষয়ে জনসাধারণের মাঝে বিভ্রান্তি ছড়াতে মোটেই পিছিয়ে নেই। হক শব্দের অর্থ হচ্ছে সত্য। অর্থাৎ যা নির্ভুল সত্য, প্রতিষ্ঠিত সত্য, নিখুঁত সত্য, নিশ্চিত সত্য, চির সত্য, চির বাস্তব, সন্দেহাতীত সত্য, প্রকৃত সত্য।
তাকেই হক দ্বারা বুঝানো হয়। মূলত:- হক শব্দের ব্যবহার: হক শব্দটি এমন বিষয়ে ব্যবহৃত হয় যা চির সত্য বা চির বাস্তব, যার মধ্যে কোন ভুল নেই, সংশয় নেই। ইসলামী আক্বীদা বিশ্বাসের উৎস হচ্ছে আল্লাহর ওহী তথা কুরআন ও হাদীস। এ কুরআন ও হাদীস এর মধ্যেই আল্লাহর পবিত্র দ্বীন সংরক্ষিত রয়েছে। ঈমান-আক্বীদার কোন মাসআলা প্রমাণ করতে চাইলে উক্ত দুটো উৎস দ্বারা তা প্রমাণ করতে হয়।
কারণ, এর উপর কার্যগত ও বিশ্বাসগত সকল আহকামের বুনিয়াদ রাখা হয়েছে। এর দ্বারা সকল সৃষ্টির উপর আল্লাহর হুজ্জত প্রতিষ্ঠিত হয়েছে। এ দুয়ের মধ্যেই সে সমস্ত বিষয়ের সংক্ষিপ্ত ও বিস্তারিত বর্ণনা উপস্থাপিত হয়েছে, যার প্রতি বিশ্বাস করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। সুতরাং মিয়ারে হক বা সত্যের মাফকাঠির আক্বীদাটির মীমাংসা কুরআন-হাদীসের আলোকেই হওয়া উচিত।
বেশ কিছুদিন থেকে আমাদের দেশে সত্যের মাপকাঠি নিয়ে আলেম সমাজের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। কারণ আমাদের দেশের অনেকের কাছেই সত্যের মাপকাঠির আক্বীদাটি পুরোপুরি পরিস্কার নয়। তিনি কুরআন-হাদীসের আলোকে সত্যের মাপকাঠি একমাত্র রাসূল সাঃ প্রমান করেছেন। এই বইটি পড়ে সকল শ্রেনীর মানুষ দিক নির্দেশনা পাবে এবং এর বিকৃত ব্যাখ্যা ও ভুল আপত্তির অপনোদনে বিশেষ সহায়ক হবে বলে আমি আশা করছি।
নিচে সত্যের মাপকাঠি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 3.63 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ নাজমুর ইসলাম |
অনুবাদঃ |