সবর ও শোকর
সবর ও শোকর pdf বই ডাউনলোড। ইসলামী দুনিয়ার বরেন্য মনীষী প্রাজ্ঞ তাত্ত্বিক ও গবেষক দার্শনিক ইমাম গাযযালী রাহঃ এর রচনাবলী ইসলামী সাহিত্য ভান্ডারকে কতটা সমৃদ্ধ করিয়াছে তাহা পরিমাপ করিয়া বলা যাইবে না। ইসলামের উল্লেখযোগ্য বিষয়ের উপর তাহার তাত্ত্বিক ব্যাখ্যা-বিশ্লেষন গবেষকদের নিকট এখনো এক বিস্ময়ের বিষয় হইয়া আছে।
এই গ্রন্থটি তাহার সেই জাতীয় রচনারই একটি অংশ। সবর এবং শোকর আল্লাহর এবাদত-আনুগত্যের পথে দুইটি অন্যতম উপাদান। হাদীস দ্বারা ইহা প্রমানিত যে, সবর ও শোকর ঈমানের দুইটি অংশ। ইহা আসমায়ে হুসনা তথা আল্লাহ পাকের গুনবাচক সুন্দর নামসমূহের অন্তভুর্ক্ত । সুতরাং সঙ্গত কারনেই বলা যায় যেই ব্যক্তি এই সবর ও শোকর সম্পর্কে অজ্ঞ থাকিবে তাহার ঈমান এই অংশ পরিনাম অসম্পূর্ন থাকিবে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- শরীয়তের দৃষ্টিতে পর্দা-র হুকুম pdf বই
- আত্মার আলোকমণি ২য় খন্ড
- দাওয়াতে দীন ও তার কর্মপন্থা pdf বই ডাউনলোড
- জিহাদ ও ক্বিতাল pdf বই ডাউনলোড
- উম্মাহর কিংবদন্তিরা pdf বই ডাউনলোড
- সৌভাগ্যের পরশমণি ৩য় খন্ড pdf বই
অথচ এমন দুইচি জরুরী বিষয় সম্পর্কে সধারন মানুষের ধারনা খুবই অস্পষ্ট স্বাভাবিকভাবে হয়ত মনে করা হয় আল্লাহর কোন নেয়মত লাভ করিলে তাহার কৃতজ্ঞতা প্রকাশ করার নাম শোকর এবং বালা মুসীবতের সময় ধৈর্য ধারন করাকে বলা হয় সবর। সংশ্লিষ্ট প্রসঙ্গে সম্ভবতঃ এতদ অপেক্ষা আর বিশেষ কিছু ব্যাখ্য-বিশ্লেষন ও পর্যালোচনার অবকাশ নাই ।
এই ধারনা সঠিক নহে। বরং এই দুইটি বিষয়ে কতটা গুরুত্বপূর্ন এবং কি পরিমান হেকমত ও তাৎপর্যমন্ডিত হইতে পারে তাহা এই কিতাবে সবিস্তারে বিবৃত হইয়াছে। সংশ্লিষ্ট প্রসঙ্গে ইমাম গাযযালী রাহঃ এর পূর্বে অপর কেহ এমন যুক্তিগ্রাহ্য ও বিশ্লেষনধর্মী আলোচনা উপস্থাপন করিয়াছেন কি-না তাহা আমাদের জানা নাই।
আরও দেখুনঃ সৌভাগ্যের পরশমণি ৩য় খন্ড pdf বই
আমার অযোগ্যতা ও অসতর্কতার কারনে যদি কোথাও কোন ত্রুটি-বিচ্যুতি পরিলক্ষিত হয় তবে এই বিয়য়ে আমাকে অবহিত করা হইলৈ আগামী বারে তাহা সংশোধন করার চেষ্টা করা হইবে। পাঠকবর্গ কিতাবটি দ্বারা কিছুমাত্র উপকৃত হইলে আমরা নিজেদের শ্রম স্বার্থক মনে করিব।
নিচে সবর ও শোকর pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মোহাম্মদী প্রকাশনী বইয়ের ধরণঃ ইমাম গাজ্জালি সিরিজ বইয়ের সাইজঃ 6.08 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ ইমাম গাজ্জালী রহঃ অনুবাদঃ মোহাম্মদ খালেকডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ