সবুজ পৃথিবীর কম্পন pdf বই ডাউনলোড। রক্ত-পাথারে ভেসেছি কত জীবনের কথা ভাবিনি এসেছে ঝড়ঝঞ্ঝা বজ্রবৃষ্টি, তবুও আমরা থামিনি। আমরা থামিনি আগুনের হলকায় সমুদ্র-গর্জন হারিকেন দমকায় বুলেট-বোমায় কামানের শাশানিতে- বরং কেটেছি সাতাঁর নতুন পানিতে থামাতে চেয়েছে বৈরী-ঝড় বারবার ছিঁড়তে চেয়েছে পাল বহু-শতবার কতবার যে উঠেছি জেগে রক্ত নেয়ে তবুও চলেছি বন্ধুর সুড়ঙ্গ বেয়ে ।
সামনে চলেছি সদা পর্বত মাড়িয়ে আবক্ষ রক্তসাগরের রয়েছি দাড়িঁয়ে কখনো কাপেঁনি বুক হায়েনার জয়ে আমরা ফিরিনি কখনো ভীরুতা-ভয়ে এইতো দাড়িঁয়ে আছি, এভাবে দাড়াঁবো স্বপ্ন-জয়ে বারবার সম্মুখে বাড়াবো সামনেই চলা ছাড়া আরতো মানি না আমরা থামিনি কভু-থামতে জানি না।
আরও দেখুনঃ বৈজ্ঞানিক মুহাম্মদ সাঃ pdf বই ডাউনলোড
সবুজ টেবিলের ওপর বেলজিয়াম গ্লাস। এতই স্বচ্ছ যে মুখ দেয়া যায় অনায়াসে। দশটি বছরের নিত্যকার এই দেখা তবুও কত অচেনা একান্ত কাছের চেহারা ! এইতো সেই হাতলওয়ালা কাঠের চেয়ার বহু পুরনো। কিছুটা রং বদলে গেছে শহুরে মানুষের মতো বামের সেলফটা ঝুঁকে পড়েছে, মনে হচ্ছে বৈশাখী তান্ডুবে হেলে পড়েছে কোনো প্রাচীন বৃক্ষ।
সুন্দর একটি গল্পের বই মোশাররফ হোসেন খান এর ।
ডানের স্টিলের আলমারিটা আছে প্রায় আগের মতো। সামনে দি মুসলিম ওয়াল্ডের বিশাল মানচিত্র। মানচিত্রের ওপর জমেছে ধুলোর আস্তরণ, খুব অস্পষ্ট হয়ে গেছে লেখাগুলো- আফগানিস্তান, ইরাক কোথায় যে হারিয়ে গেল! বামের জানালা দিয়ে উড়ে আসছে ভিমরুল। কাছের আমগাছটিও কেমন ফ্যাকাশে। আকাশে ঘনঘোর মেঘ, তবুর বৃষ্টি নেই।
আরও দেখুনঃ সবুজ কবীরের কিছু লেখা pdf বই ডাউনলোড
বাম জানালার ওপাশে ছাত্রাবাস। ওখান থেকে মাঝে মাঝেই ভেসে আছে সকরুণ চিৎকার। কিসের শব্দ! কাটাঁবনের কাফন ব্যবসায়ীরা দারুন উৎফুল্ল। কানে ভেসে আসছে-আঞ্জুমানে মফিদুল ইসলাম জিন্দাবাদ। একজন কবির বুকের ওপর দিয়ে হেটেঁ যায় লাশের মিছিল নগরবাসী পুলকিত কেবল কবির দীর্ঘশ্বাস থেকেই প্রবাহিত হয় অমীমাংসিত জীবনের পথ। দশটি বছর এভাবেই পথটি বয়ে চলেছে আকাঁবাকা ক্রামাগত! কবিও জানে না পথের দুরত্ব কিংবা কি আছে পথের ওপাশে ।
নতুন চর:- তখনো আধাঁর ছিল, তমসিত রাত বিক্ষুব্ধ বাতাস ছিল, তরঙ্গিত ঢেউ তখনো তস্কর ছিল, রক্তভেজা হাত বিপুল বিনাশী দিন, সুচতুর কেউ । এমনি শ্বাপদ-শৃঙ্গ দুই পায়ে দলে আসে নক্ষত্র-জীবন, আগনন তারা ভাঙ্গে কবন্ধ দরোজা, গিরি ভেগে চলে জেগে ওঠে জনপদ, সাহসের ধারা । থামতে জানে না স্রোত, জীবনের গতি পুষ্পিত যৌবন আর অসীমের কূল, বামপাশে রিক্ত কাল, ডানপাশে জ্যোতি অনঃশেষ যাত্রা আর নবতর মূল।
আরও দেখুনঃ সবুজ পাতার বন pdf বই ডাউনলো
নিচে সবুজ পৃথিবীর কম্পন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ খেয়া প্রকাশনী বইয়ের ধরণঃ গল্প বিষয়ক বইয়ের সাইজঃ 1.17 MB প্রকাশ সালঃ ২০০৬ বইয়ের লেখকঃ মোশাররফ হোসেন খান অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ