সম্মানিত ঈমামগণের সমালোচনার জবাব pdf বই ডাউনলোড। কুরআনের ঘোষনা অনুযায়ী আল্লাহ ও তারঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির পর মুমিনদের, বিশেষত: আলিমগণের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা মুসলিমদের অবশ্য করণীয় ।
কেননা আলিম সমাজ নবীকুলের উত্তরাধিকারী, আল্লাহ যাদেরকে নক্ষত্রের ন্যায় উজ্জ্বলতা ও নির্দিষ্ট অবস্থান দান করেছেন। তাদের দ্বারা জল-স্থলের তমাসার মধ্যে হিদায়াতের আলোপ্রাপ্ত হওয়া যায়। ঐ সকল আলিমগণের হিদায়াতের ওপর পরিচালিত হওয়া এবং ধর্মীয় বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার ব্যাপারে মুসলিমগণ ঐকমত্য ইজমা পোষণ করেছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আপনার প্রশ্নের জবাব pdf বই ডাউনলোড
- ইসলামবিরোধীদের জবাব ২য় খন্ড pdf বই ডাউনলোড
- ইসলামবিরোধীদের জবাব ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- আল কুরআন জিজ্ঞাসা ও জবাব pdf বই ডাউনলোড
বস্তুতঃ আমাদের প্রিয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভারের পূর্বে প্রত্যেক জাতির আলিমগণই তাদের কাওমের মধ্যে নিকৃষ্ট ছিল। কিন্তু মুসলিম জাতির আলিম সম্প্রদায় এ জাতির সর্বোৎকৃষ্ট অংশ। উম্মতে মুহাম্মদীর মধ্যে তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা এবং তারঁ সুন্নতের পুনর্জীবিতকারী। তাদের প্রচেষ্টাই কুরআন মজীদ সুপতিষ্ঠিত অবস্থায় আছে এবং কুরআনের কারণে তারাও দীনের ওপর কায়েম আছেন।
কুরআন তাদের সম্পর্কে বর্ণণামুখর। আর তারাও কুরআন মজীদ অনুযায়ী কথা বলে। স্মরণযোগ্য যে, সর্বজনস্বীকৃত কোনো ইমাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের, তা ছোট হোক বা বড় হোক, খেলাফ করেন নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ওয়াজিব হওয়া সম্পর্কে তারা সুনিশ্চিতভাবে একমত।
আর এ ব্যাপারেও তারা একমত একমত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ছাড়া অন্য যে কোনো লোকের বাণী গ্রহণও করা যেতে পারে বা প্রত্যাখ্যাণও করা যেতে পারে। (অর্থাৎ যদি তাদের কথা ) শুদ্ধ হয়, তবে তা গৃহীত হবে। আর যদি ভুল হয়, তবে তা প্রত্যাখ্যাত হবে। তাই ইমামগণ কোনো রায় সহীহ হাদীসের খেলাফ হলে তা বর্জনের জন্য তাদের নিকট কোনো অজুহাত থাকতে হবে।
হাদীস বর্জনের কারণগুলো তিন ভাবে বিভক্ত:- প্রথমত এই হাদীসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ বিশ্বাস পোষণ না করা।
দ্বিতীয়ঃ বিশ্বাস না করা যে, এই হাদীস দ্বারা উক্ত মাসআলার প্রতিষ্ঠা উদ্দেশ্য। তৃতীয়ত: এই হাদীস মনসুখ বা রহিত repealed হয়ে গেছে বলে দৃঢ় বিশ্বাস করা। আবার উল্লিখিত তিনটি কারণ থেকে আরও বহু কারণের উদ্ভব হয়ে থাকে সেগুলো জানতে ও পড়তে বইটি ডাউনলোড করতে পারেন।
নিচে সম্মানিত ঈমামগণের সমালোচনার জবাব pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.22 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আব্দুল হামীদ ইবন তাইমিয়্যাহ |
অনুবাদঃ | ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া |