সম্মিলিত মুনাজাত এর শরঈ বিধান pdf বই ডাউনলোড। আমাদের দেশে দৈনন্দিন পাচঁ ওয়াক্ত নামাযের জামাআতের পর ইমাম- মুক্তাদী সকলে মিলে যে মুনাজাত করে, শরীআতে এর কোন প্রমাণ আছে কিনা? অনেকে বলে, নামাযের পর মুনাজাত বলতে কিছু নেই। অতএব, তা বিদআত। আবার অনেকে বলেছে, নামাযের জামাআতের পর ইমাম-মুক্তাদী একত্রে মুনাজাত করা বিদআত; একাকী মুনাজাত করা বিদআত নয় এ ব্যাপারে শরীআতের সঠিক ফায়সালা কী? বিস্তারিত জানতে চাই।
সংক্ষিপ্ত জওয়াব: নামাযের পর বা ফরজ নামাযের জামাআতের পর কোন প্রকার বাড়াবাড়ি ব্যতিরেকে আমাদের দেশে যে মুনাজাত প্রচলিত আছে, তা মুস্তাহাব আমল; বিদআত নয়। কারণ-বিদআত বলা হয় ঐ আমলকে, শরীআতে যার কোন ভিত্তি খুজেঁ পাওয়া যায় না। অথচ উক্ত মুনাজাত বহু নির্ভরযোগ্য নিওয়ায়াত দ্বারা সুপ্রমাণিত ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফরজ নামাজের পর করণীয় pdf বই ডাউনলোড
- শরঈ পর্দা pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ১৭তম খন্ড pdf বই ডাউনলোড
- হিন্দু বোনকে ইসলামের দাওয়াত pdf বই ডাউনলোড
- ঈমানদীপ্ত দাস্তান ৫ম খন্ড pdf বই ডাউনলোড
এ ব্যাপারে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল ও নির্দেশ বিদ্যমান। তাই তারা মুনাজাতকে একেবারেই অস্বীকার করে, তারাও ভুলের মধ্যে রয়েছে। আবার যারা ইমাম- মুক্তাদীর সম্মিলিত মুনাজাতকে সর্বাবস্থায় বিদআত বলে, তাদের দাবীও ভিত্তিহীন এবং মুনাজাতকে যারা জরুরী মনে করে, এ ব্যাপারে বাড়াবাড়ী করে এবং কেউ না করতে তাকে কটাক্ষ করে, গালী দেয় তারাও ভুলেল মধ্যে আছে।
অবতরণিকা: নামাযের পরের মুনাজাতকে সর্ব প্রথম যিনি ভিত্তিহীন ও বিদআত বলে দাবী তুলেছিলেন, তিনি হলেন আল্লাম ইবনে তাইমিয়া রহ.। পরের তদীয় ছাত্র আল্লাম হাফিয ইবনুল কাইয়্যুম রহ, তারঁ অনুসরণ করেন। আল্লামা ইবনে তাইমিয়া ও হাফিয ইবনুল কাইয়্যুম দাবী করেন ,যে নামাযের পর মুনাজাত করার কোন প্রমাণ কুরআন ও হাদীসে নেই। যে সব নিওয়ায়াতে নামাযের পর দুআ করার কথা আছে।
এর অর্থ হচ্ছে সালাম ফিরানোর পূর্বের দুআয়ে মাছুরা। তাদের এ দাবীর খন্ডনে বুখারী শরীফের সুপ্রসিদ্ধ ব্যাখ্যাদাতা, জগৎবরেণ্য মুহাদ্দিস, হাফিয ইবনে হাযার আসকালানী রহ, বলেন, ইবনুল কাইয়্যুম প্রমুখগণের দাবী সঠিক নয়। কারণ বহু সহীহ হাদীসে সালামের পর দুআ করার স্পষ্ট বর্ণনা পাওয়া যায়্ সুতরাং ঐসব হাদীসে যে নামাযের শেষে দুআ করার কথা আছে, তার অর্থ সালাম ফিরানোর পরে দু’আ ও মুনাজাত।
এমনিভাবে ইবনুল কাইয়্যুম ও তারঁ উস্তাদের উক্ত অমূলক দাবীর প্রতিবাদ করে আল্লামা যাফর আহমদ উসমানী রহ, ইলাউস সুনান নামক গ্রন্থে লিখেছেন ইবনুল কাইয়্যুম প্রমুখগণ ফরজ নামাযের পরের দুআকে অস্বীকার করে তৎসম্পর্কিত হাদীস সমূহকে সালাম ফিরানোর পূর্বে দুআয়ে মাছুরা বলে বুঝাতে চেয়েছেন বটে, কিন্তু তাদের এ ব্যাখ্যা ঠিক নয়।
নিচে সম্মিলিত মুনাজাত এর শরঈ বিধান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.23 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুফতী মনসূরুল হক |
অনুবাদঃ |