সময়ের মূল্য বুঝতেন যারা
সময়ের মূল্য বুঝতেন যারা pdf বই ডাউনলোড। আল্লাহ তায়ালা তাঁর সম্মানিত গ্রন্থে এবং তাঁর মহান নবীর যবানে সময়ের গুরুত্ব এবং আমাদের জীবনে কাজে কর্মে সময়নিষ্ঠতা ও সময়ানুবর্তিতার প্রতি দিকনির্দেশনা প্রদান করেছেন। তিনি আমাদের প্রতি শরীয়তের বিধি-বিধান আরোপ করেছেন। এবং সেগুলো পালনের জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন।
আর সেই নির্ধারিত সময়ে তা আদায়ের ক্ষেত্রে শিথিলতা ও অলসতা করা থেকে সতর্ক করেছেন। এর মাঝে কি আমাদের জন্য কোন শিক্ষা নেই? নেই কি সময়-সচেতনতা? নেই কি সময়-সচেতনতা ও সময়ানুবর্তিতার মূল্যবান দীক্ষা?
আরও ইসলামিক বই দেখুনঃ
- আবু দাউদ শরীফ ১ম খন্ড pdf ডাউনলোড
- উসীলা গ্রহণ বৈধ ও অবৈধ পন্থা pdf বই ডাউনলোড
- দাওয়াতে দীন ও তার কর্মপন্থা pdf বই ডাউনলোড
- জিহাদ ও ক্বিতাল pdf বই ডাউনলোড
- উম্মাহর কিংবদন্তিরা pdf বই ডাউনলোড
সালাতের ব্যবপারে আল্লাহ তা’আলার ঘোষনা:- “সালাত তো মুনিনদের উপর সময় নির্ধারিত একটি ফরয”। হাদীছ শরীফেও এ ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে- আবদুল্লাহ ইবন মাসউদ রা. থেকে বর্নিত তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম কোন আমল আল্লাহ কাছে সবচে প্রিয় তিনি বলেন, যথাসময়ে আদায়কৃত সালাত। (বুখারী,মুসলিম,তিরমিযী, নাসায়ী)
মুসলিম নারী-পুরুষ দৈনিক পাচঁ ওয়াক্ত সালাত আদায় করে। এভাবে কোন মুসলমান যদি শরীয়তের চাহিদা মাফিক ওয়াক্তের শুরুতেই সালাত আদায় করতে থাকে তাহলে নিশ্চিতভাবে সময় সংরক্ষন সময়ানুবর্তিতা প্রতিশ্রুত সময়ের প্রতি সূক্ষ্মসজাগতা তার অভ্যাসে পরিনত হবে। যা তাকে পরিপূর্নতার সাথে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিবে এবং তার মাঝে প্রতিটি কাজ মুনাসিব সময়ে করার স্পৃহা সৃষ্টি করবে।
কেন আল্লাহ তায়ালা এবং তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়সম্পৃক্ত বহু বিধান থেকে সালাতে বিশিষ্ট করেছেন? এ প্রশ্নের উত্তরে আমাদের সামনে এর প্রকৃত রহস্য উন্মোচিত হয়ে যায়। আর তা হল, সালাত এমন একটি আমল যা প্রতিদিন পাচঁবার পুনঃপুনঃ সংঘটিত হয়। ফলে কিছুদিন যেতে না যেতেই নির্ধারিত সময়ের মধ্যে সালাত আদায়কারীর আচরনে সময় সচেতনতা ও সময়ানুবর্তিতা স্বভাব পরিলক্ষিত হয় এবং ধীরে ধীরে তা তার জীবন ও আচরনে এক বদ্ধমূল অভ্যাসে পরিণত হয়।
নিচে সময়ের মূল্য বুঝতেন যারা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাকতাবাতুল আশরাফ বইয়ের ধরণঃ সময়ের সঠিক মূল্যায়ণ বইয়ের সাইজঃ 3.49 MB প্রকাশ সালঃ ২০১৩ ইং বইয়ের লেখকঃ আব্দুল ফাত্তাহ আবু ওদ্দাহ রহঃ অনুবাদঃ মাওলানা ইমরানুল হকডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ