সলাতে মাসবুকের বিধি-বিধান pdf বই ডাউনলোড। মাসবূক ব্যক্তির সলাতে প্রবেশ করার ক্ষেত্রে প্রথম করণীয় হলো- তাকবীরে তাহরীমা ‘আল্লাহু আকবার’ বলে দুই হাত কাঁধ কিংবা কান বরাবর উঠাবে। অতঃপর ইমাম যদি ক্বিয়াম (দাঁড়ানো) অবস্থায় থাকে, তাহলে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে যাবে। আর যদি ইমাম ক্বিয়াম অবস্থায় না থাকে, তাহলে হাত ছেড়ে দিয়ে পুনরায় ‘আল্লাহু আকবার’ বলে ইমাম যে অবস্থায় আছে সেখানে চলে যাবে।
অর্থাৎ রুকূতে থাকলে রুকূতে যাবে, সাজদায় থাকলে সাজদায় যাবে অথবা বৈঠকে থাকলে বৈঠকে চলে যাবে।
মদীনার এক ব্যক্তি বর্ণনা করেন, একদা নবী সাজদারত অবস্থায় আমার জুতার আওয়াজ শুনতে পেলেন। সলাত শেষে তিনি বললেন, আমি কার জুতার আওয়াজ শুনতে পেলাম? আমি বললাম, আমার হে আল্লাহর রাসূল! তিনি বললেন, তুমি কী করছিলে? আমি বললাম, আমি এসে আপনাকে সাজদারত পেলাম তাই আমিও সাজদায় চলে গিয়েছিলাম।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
। তিনি বললেন, ঠিকই আছে। এভাবেই করো। তবে এটাকে রাকআত গণ্য করো না। যে কেউ আমাকে রুকূ, ক্বিয়াম কিংবা সাজদারত অবস্থায় পাবে, সে যেন আমি যে অবস্থায় আছি সে অবস্থায় চলে যায়’। (মুসান্নাফে ইবনে আবী শায়বা, হা/২৬০১)৪
মুআয + বলেন, ‘আমি রাসূলুল্লাহ -কে যখন যে অবস্থায় পেয়েছি তখন সে অবস্থাতেই চলে গিয়েছি। অতঃপর ছুটে যাওয়া অংশ পুরণ করেছি।’ (মুসনাদে আহমাদ, হা/২২১৭৭)
হাদীছটি আবূ দাউদে এভাবে এসেছে- মুআয বলেছেন, ‘আমি তাকে যে অবস্থায় দেখেছি সেখানেই চলে গিয়েছি। (আবূ দাঊদ, হা/৫০৬)।
নিচে সলাতে মাসবুকের বিধি-বিধান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | মাকতাবাতুস সালাফ |
বইয়ের ধরণঃ | সলাত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 12.5 MB |
প্রকাশ সালঃ | ২০২২ সাল |
বইয়ের লেখকঃ | আব্দুল বারী বিন সোলাইমান |
বইয়ের অনুবাদকঃ |