সলাত পরিত্যাগকারীর বিধান pdf বই ডাউনলোড। আমাদের দেশে তথা সমগ্র ভারতবর্ষে নামাযীর চেয়ে বেনামাযীর সংখ্যাই বেশি। রাষ্ট্রপতি ও মন্ত্রী থেকে শুরু করে ভিক্ষুক পর্যন্ত সর্বস্তরে বেনামাযী ভরা। দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের জনৈক ডক্টর প্রফেসর ইসলামী ফাউন্ডেশনের একটি পরিসংখ্যাণের উদ্ভৃতি দিয়ে বলেছেন বাংরাদেশে পাচঁ ওয়াক্ত পুরো পড়া নামাযীর সংখ্যা শতকরা ২% দুজন আর শুধু জুমআহর ছলাত পড়া ৮০ জন।
আমাদের দেশে বেনামাযীর এ সংখ্যাধিক্যতার নানাবিধ কারণ রয়েছে। যার কিছু কারণ নিম্নে উদ্বৃত হল: প্রথমত- সলাতের প্রকৃত গুরুত্ব, মর্যদা ও অবস্থান উপযুক্তভাবে জনগনের সামনে উপস্থাপন করা হয় না। দ্বিতীয়ত সালাত আদায় করার লাভ ও উপকারিতা যেভাবে উল্লেখ করা হয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- এক নজরে ছলাত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- ইসলামী বিধান ও আধুনিক বিজ্ঞান pdf বই
- রাতের সালাত pdf বই ডাউনলোড
এর বিপরীত সালাত পরিত্যাগকারীর মারাত্মক ক্ষতি ও ধ্বংসসাত্মক পরিণতির কথা তেমনভাবে উল্লেখ করা হয় না। অথচ উপকার অর্জনের চেয়ে অপকার ও ক্ষতি দমনে মানুষ বেশি তৎপর হয়ে থাকে । তৃতীয়ত- সালাত পরিত্যাগকারীর কিছু পরকালীন ক্ষতি ও পরিণতি উল্লেখ করা হয় কিন্তু ইহকালীন তথা ব্যক্তি, পারিবারিক ও সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় পর্যায়ে কি ক্ষতি ও পরিণতির শিকার তা উল্লেখ করা হয় না।
যা এ বই-এ বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে। চতুর্থত- আবার কেউ হাদীসের পরিপন্থী কিছু নিয়ম-কানুন যোগ হওয়ায় এগুলো তাদের জন্য সলাত আদায়ে অন্তরায় হয়েছে। যেমন বিভিন্ন নামাযের জন্য গদবাধা নিয়ত পড়ার নিয়ম মেনে নাওয়ায়তু আন…..ইত্যাদি। অনেকে গদবাধা নিয়তগুলো মুখস্ত নেই, এই অজুহাতে ছলাত পড়ে না।
ওযূতে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় নির্দিষ্ট দুআ পড়া। অথচ কুরআন ও ছহীহ হাদীছে শুরু শেষ ছাড়া আর কোন দুআ নেই। পঞ্চমত- অনেকের সালাত আদায়ের ইচ্ছা থাকলেও নিয়ম-কানুন ও সূরা কিরাআত না জানার কারণে সালাত আদায় করে না। ছহীহ শুদ্ধ নিয়ম কানুন অনুযায়ী ছলাত আদায় করতে চাইলে আমাদের অনূদিত ও সম্পাদনিাকৃত আল্লামাহ নাছিরুদ্দীন ও আবদুল আযীয নূরস্তানী প্রণীত ছলাত সম্পাদন ও আদায়ের পদ্ধতি সাথে রয়েছে মুনাজাত সমাধান বই দুখানা পড়ুন।
৬ষ্ঠ হচ্ছে এদেশের মানুষ প্রায় শতকরা ৯০ ভাগই শ্রমজীবি, সবাই ব্যস্ততার জীবন যাপন করে। অথচ আমাদের দেশের শতকরা ৯৯ জনেরই বেশি আলিম ফরয সুন্নাতের শব্দগত পার্থক্য করে থাকে কিন্তু আমলের ক্ষেত্রে উভয় প্রকার ইবাদাত সমান করে দেখেন এবং এভাবেই জনগণের সামনে তুলে ধরেন। তার মানে যত ব্যস্ত লোকই হোক না এবং যত চাপের মুখে থাকুক না কেন যোহরের সালাতের জন্য মসজিদে প্রবেশ করলে ফরয পূর্ব ৪ রাকআত+ফরয ৪ রাকআত+ফরয বাদ ২ রাকআত= এই মোট ১০ রাকআত সালাত না পড়ে মসজিদ থেকে বের হতে পারবে না।
নিচে সলাত পরিত্যাগকারীর বিধান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.22 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন |
অনুবাদঃ | শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now