সলাত পরিত্যাগকারীর হুকুম pdf বই ডাউনলোড। হামদ এবং নাতের পর আলোচ্য বিষয়টি হচ্ছে ইসলামের দ্বিতীয় রূকন ;সালাত । কোনো ব্যক্তি যদি মহান আল্লাহর এই ফরয বিধান পরিত্যাগ করে তাহলে সেই ব্যক্তি সম্পর্কে শরীয়তের হুকুম কী? মুসলিম সমাজে এ ব্যাপারে কোনো মতপার্থক্য নেই যে, ইচ্ছাকৃত ভাবে ফরয সালাত পরিত্যাগ করা সবচেয়ে বড় পাপ এবং সবচেয়ে বড় কাবীরা গুনাহ।
আর এর পাপ হচ্ছে কোনো মানুষকে হত্যা করে তার ধন-সম্পদ ছিনিয়ে নেয়ার চেয়েও মারাত্মক। অনুরূপভাবে ব্যভিচার, চুরি এবং মদ্যপান করার চেয়েও বড় পাপ। সে দুনিয়া ও আখিরাতের অপদস্ত হবে এবং আল্লাহর শাস্তির সম্মুখিন হবে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সলাত পরিত্যাগকারীর বিধান pdf বই ডাউনলোড
- ছোটদের চরিত্র কেমন হবে pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
রাসূলুল্লাহ সাঃ-থেকে সলাত পরিত্যাগকারীর বা সলাতের ব্যাপারে অলসতাকারী অথবা সলাতকে তুচ্ছ মনেকারীর পাপ ও গুনাহ সম্পর্কে অনেক হাদীস বর্ণিত হয়েছে। যথা- রাসূলুল্লাহ সাঃ-ইরশাদ করেছে অর্থাৎ- মুসলিম এবং মুশরিকদের মাঝে পার্থক্য হচ্ছে সলাত ত্যাগ করা। যদি বইটি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। এই বইটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই আমরা কত কাজেই মগ্ন থাকি কিন্তু আল্লাহর ঘরে ১০ মিনিট সময় দিতে পারি না কতটা ব্যর্থ আমরা কতটা ব্যর্থ উম্মত। আশা করি বইটি পড়লে উপকৃত হবেন।
আল্লাহ তাআলা মিরাজ রজনীতে মানব জাতির জন্য পাচঁ ওয়াক্ত সলাত ফরয করেছেন। এই সলাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম ইবাদত। যে ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে সক্ষম হয়। সর্বোত্তম এ ইবাদত পরিত্যাগকারীর জন্য বিভিন্ন হাদীসে শাস্তির কথা বর্ণিত হয়েছে। এ সলাতকে অবজ্ঞাবশত ও ইচ্ছাকৃতভাবে পরিত্যাগকারী কাফের হয়ে যাবে। তবে অনিচ্ছাকৃতভাবে এবং অলসতাবশত কেউ তা বর্ন করলে তার বিধান কী হবে সে বিষয়ে যথেষ্ট আলোচনার অবকাশ রয়েছে।
এ ব্যাপারে আলেম সমাজ ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন। কতক আলেম ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত উভয় প্রকার সলাত পরিত্যাগকারীকে সাধারণভাবে কাফের সাব্যস্ত করেছেন এবং এ সম্পর্কে বিভিন্ন দলীল ও পেশ করেছেন। অপরদিকে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা নাসিরুদ্দীন আলবানী সলাত বর্জনকারীকে ঢালাওভাবে কাফের সাব্যস্ত করার বিপরীত মত ব্যাক্ত করেছেন। তিনি এ সম্পর্কিত বিভিন্ন দলীল-দালায়েল তুলে ধরে প্রমাণ করেছেন যে, অনিচ্ছাকৃত ও অসলতাবশত সলাত বর্জন করলে সে কাফের হয় না। আরো ভালো জানতে ও পড়তে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে সলাত পরিত্যাগকারীর হুকুম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সলাত বিষয়ক |
বইয়ের সাইজ | 10.0 MB |
প্রকাশ সালঃ | ২০১৪ সাল |
বইয়ের লেখকঃ | আল্লামা নাসিরুদ্দীন আলবানী |
বইয়ের অনুবাদকঃ | মুহাম্মাদ আল-আমীন বিন ইউসুফ |