সহজ ইলমুছ ছীগাহ pdf বই ডাউনলোড। এ কথা সর্বজন স্বীকৃত যে, নাহু ছরফের জ্ঞানার্জন ছাড়া কুরআন হাদীসের সঠিক জ্ঞান লাভ করা কিছুতেই সম্ভব নয়। এর মধ্যেও ইলমে ছরফ হল আরবী ব্যাকরণের মূল ভিত্তি স্বরূপ এজন্য পূর্বেকার আলেমগণ ইলমুছ ছরফের উপর বহু কিতাব লিখে গিয়েছেন।
তবে ইলমুছ ছরফের উপর লিখিত কিতাবাদির মধ্যে দুটি কিতাব সবিশেষ উল্লেখযোগ্য (১) ছরফে মীর (২) ইলমুছ ছীগাহ । প্ৰথম কিতাবটি লিখেছেন খুরাছানের বিশিষ্ট বুযুর্গ, প্রসিদ্ধ আরবী ব্যাকরণবিদ আল্লামা মীর সাইয়্যেদ শরীফ রহ. এবং ইলমুছ ছীগাহ লিখেছেন ভারতের প্রসিদ্ধ বুযুর্গ ও মর্দে মুজাহিদ মুফতী এনায়েত আহমদ রহ.।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
কিতাবটি উপমহাদেশের প্রায় সব কয়টি মাদ্রাসাতেই পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত। আর যখন কিতাবটি লেখা হয়েছিল তখন ভারতের সরকারী ও ইলমী ভাষা ছিল ফার্সী। এজন্য লেখক এ কিতাবটি লিখেছিলেন ফার্সী ভাষায়। সময়ের পরিবর্তনের ফলে ফার্সী কিতাব থেকে ছাত্র/ছাত্রীরা পুরোপুরি উপকৃত হতে না পারায় মাতৃভাষা বাংলায় আমরা কিতাবটির তরজমা প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করি ।
এবং একাজ আঞ্জাম দেয়ার জন্য দায়িত্ব দেই স্নেহাস্পদ মাও. আবুল কালাম আযাদকে। তিনি অনুবাদের কাজটি শেষ করার পর অনুদিত অংশটুকু আমি বার বার মুতা’আলা করি এবং প্রয়োজন মত কিছু কিছু পরিবর্তন ও পরিবর্ধন করি। আমার জানামতে বাংলা ভাষায় কিতাবটির এ যাবত কোন অনুবাদ প্রকাশিত হয়নি। তাই আমরা আশা করি কিতাবটি দ্বারা ছাত্র/ছাত্রীরা যথেষ্ট ফায়দা হাছিল করতে পারবেন ইন্শাআল্লাহ ।
নিচে সহজ ইলমুছ ছীগাহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | আল কাউসার প্রকাশনী |
বইয়ের ধরণঃ | কিতাব বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 3.54 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুফতী এনায়েত আহমাদ রহ. |
বইয়ের অনুবাদকঃ | মাওঃ মুহাম্মাদ আবুল কালাম আজাদ |