সহজ ফয়জুল কালাম
সহজ ফয়জুল কালাম pdf বই ডাউনলোড। সমকালিন মুজাদ্দিদ ও মুফতিয়ে আজম হযরাতুল আল্লামা মুফতি ফয়জুল্লাহ রহ. এর অমর কীর্তি ও অনবদ্য হাদীস সঙ্কলন হলো ফয়জূল কালাম। সমকালিন জনসাধারণ ও আলেম-উলামাগণের চাহিদার প্রতি লক্ষ্য রেখে হযরত মুফতি সাহেব রহ. কিতাবটি সঙ্কলনের মহান খেদমত আনজাম দেন।
কিতাবটি দ্বারা লক্ষ্য লক্ষ্য মুসলমান উপকৃত হয়েছে এবং হচ্ছে । বেদআত ও কুসংস্কারের বিরুদ্ধে হযরত মুফতি সাহেব রহ. ছিলেন খড়গহস্ত। তিনি কখনো কোনো বেদআতের সঙ্গে আপোষ করেননি।
আরও দেখুনঃ আদিল্লাহুল হানাফিয়্যাহ pdf বই ডাউনলোড
মুফতীয়ে আযম (বাংলাদেশ )হযরত মাওলানা ফয়জুল্লাহ সাহেব রহ. এক মুসলিম সমভ্রান্ত পরিবারে হিরজী ১৩১০ মোতাবেক খৃষ্টিয় ১৮৯২ ঈ. সালে জন্ম গ্রহন করেন।মাত্র আড়াই বছর বয়সে তিনি মাতৃহারা হয়ে অত্যন্ত প্রতিকূল পরিবেশে আপন শৈশব কাল অতিবাহিত করেন।
নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা লাভ করার পর উচ্চ শিক্ষা লাভের উদ্দেশ্যে তিনি ১৩২০ হিজরী সালে দারুল উলুম হাটহাজারীতে ভর্তি হন। এখানে তিনি দীর্য দশ বছর বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করার পর কোনআন হাদীছে উচ্চতর জ্ঞান লাভ করার উদ্দেশ্যে ভারত সফর করেন। একাগ্রটিত্তে ২ বছর এশিয়ার বিখ্যাত শিক্ষাকেন্দ্র দারুল উলূম দেওবন্দে হাদীছ তাফসীর ও অন্যান্য বিষয়ে জ্ঞান লাভ করার পর স্বদেশ প্রত্যাবর্তন করেন।
আরও দেখুনঃ আদিল্লাহুল হানাফিয়্যাহ pdf বই
হযরত মুফতি সাহেব রহ. সংকলিত এ হাদীসগ্রন্থটির প্রয়োজনীয় বিভিন্ন অংশে টিকা টিপ্পনী দিয়ে এর উপকারিতা আরো বৃদ্ধি করেছেন হযরতের বিশিষ্ট উত্তরসুরী জনাব মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী সাহেব দামাত বারাকাতুহুম। তিনি মুফতি সাহেব রহ. এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ফতোয়াগুলো সংশ্লিষ্ট হাদীসের ব্যাখ্যার সাথে সংযুক্ত করে দিয়েছেন। এতে মুফতি সাহেব রহ. এর অনেক তাৎপর্য মন্ডিত ফতোয়া সম্পর্কে জন সমাজ ব্যাপকভাবে অবহিত হচ্ছেন।
কিন্তু এ সব ছিল উর্দু ভাষায়। তাই বাংলা ভাষাভাষী মুসলিম জনসাধারনণের উপকারার্থে অনেকেই এর অনুবাদ কাজে এগিয়েও এসেছেন। কিন্তু সে সকল অনুবাদের কোনো কোনো সংস্করণে নানারকম অসঙ্গতি ও মূলচ্যুতি পরিলক্ষিত হওয়ায় আল কাউসার প্রকাশনীর স্বত্বাধিকারী আমার শ্রদ্বেয় ব্যক্তিত্ব শাইখুল হাদীস মাওলানা হাবীবুর রহমান সাহেব আমাকে কিতাবটির মূলানুগ অনুবাদ করার নির্দেশ দেন।
আরও দেখুনঃ প্রচলিত জাল হাদীস pdf বই
নিচে সহজ ফয়জুল কালাম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আল কাউসার প্রকাশনী বইয়ের ধরণঃ হাদীস বিষয়ক বইয়ের সাইজঃ 11.6 MB প্রকাশ সালঃ ২০০৬ ইং বইয়ের লেখকঃ হযরত মাওলানা মুফতী ফয়জুল্লাহ সাহেব রহ. অনুবাদঃ মুফতী মাওলানা কাজী মুহাম্মদ হানীফডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ