সহজ হেকায়াতে সাহাবা pdf বই ডাউনলোড। সুহবত আরবী শব্দের বহুবচনে সাহাবী শব্দের উৎপত্তি। বাংলা ভাষায় এর আভিধানিক অর্থ হল সাথী, সংগী, সহচর অর্থাৎ আত্মনিবেদিত প্রাণ । যে সমস্ত আত্মনিবেদিত সহচর ব্যক্তিগণ ঈমানের সাথে এক মুহুর্ত আল্লাহর নবী -রাসুল সাঃ-এর সঙ্গ লাভে জীবন অতিবাহিত করে।
ঈমানী হৃদয়ে মৃত্যু বরণ করেছেন, তাদেরঁকে ইসলামী পরিভাষায় সাহাবা নামে আখ্যায়িত করা হয়। সাহাবাদের পরিচয় দিতে গিয়ে অনেকেই বিভিন্ন ধরণের অভিমত ব্যক্তি করে সাহাব বলে চিহিৃত করার জন্য অনেক শর্তারোপ করেছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- হজ্জ্ব উমরার জরুরী মাসায়েল pdf বই ডাউনলোড
- আমালুস সুন্নাহ pdf বই ডাউনলোড
- সীরাতুল আউলিয়া pdf বই ডাউনলোড
- সীরাতুল মুস্তফা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুল মুস্তফা ২য় খন্ড pdf বই ডাউনলোড
তাবে সার্বিক বিশ্লেষণে যে সংজ্ঞাটি অত্যন্ত সুপ্রসিদ্ধ, যুক্তিসম্মত এবং সবজন স্বীকৃত তা হল আল্লামা ইবনে হাজার (রহঃ)-এর সংজ্ঞা ।তিনি বলেন, যিনি রাসুল (সাঃ)-এর উপর ঈমান সহকারে তারঁ সাক্ষাত লাভ করেছেন এবং ইসলামের উপর মৃত্যু বরণ করেছেন তিনিই সাহাবী বলে পরিগণিত হবেন। এ সংজ্ঞাটি পর্যালোচনা করলে যা দাঁড়ায় তা হল।
যারা সাহাবী হিসাবে গন্য হবে না।
প্রথমত; যারাঁ রাসুল (সাঃ)-এর দর্শন লাভ করেছে কিন্তু তারঁ উপর ঈমান আনেনি, এমন লোক সাহাবী হিসাবে গণ্য হবে না। যেমন আবু জাহল, আবু লাহাব প্রমুখ সে সময়ের কাফেরবৃন্ধ।দ্বিতীয়ত; যারাঁ ঈমান অবস্থায় রাসুল সাঃ-এর সাক্ষাত লাভ করেছেন কিন্তু অন্ধত্ব বা এ ধরণের কোন কারণে তাকেঁ চোখে দেখতে পারেননি।, তারাঁও সাহাবী হিসাবে গণ্য হবেন।
যেমন অন্ধ সাহাবী আবুদুল্লাহ ইবনে উম্মে মাখতুম (রাঃ।) তৃতীয়তঃ যারাঁ ঈমানী সহকারে রাসুল সাঃ-েএর সাক্ষাত লাভ করেছেন, কিন্তু পরে মুরতাদ হয়েছে, পুণরায় মুসলমান হয়ে ইসলামের মৃত্যু বরণ করেছেন, এ দ্বিতীয় বার ইসলামের গ্রহনের পর রাসুল সাঃ-এর সাক্ষাত লাভ না করলেও তারাঁও সাহাবীদের মধ্যে পরিগণিত হবেন। যেমন হযরত আশয়াস ইবনে কায়েস রাঃ ।
এ আলোচনায় সার সংক্ষেপ হিসাববে বলা চলে, যারাঁ ঈমান সহকারে অল্প বা বেশী সময় রাসুর (সাঃ)-এর সাক্ষাত করেছেন। তারাঁ রাসুল (সাঃ) থেকে কোন যুদ্ধে শরীক থাকেন বা নাই থাকেন, এমনকি যারাঁ সামান্য সময়ের জন্য রাসুল সাঃ-এর সাক্ষাত লাভ করে ঈমানী অবস্থায় মৃত্যবরণ করেছেন তারাঁ সবাই সাহাবীদের অন্তর্ভুক্ত।
নিচে সহজ হেকায়াতে সাহাবা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ সাহাবাদের ইতিহাস বইয়ের সাইজঃ 9.87 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ শাইখূল হাদীস আল্লামা জাকারিয়া রহঃ অনুবাদঃ ড. মুহাম্মদ নাছির উদ্দিনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ