সহাবীদের প্রতি আমাদের করণীয় pdf বই ডাউনলোড। -যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করলো তা তার পক্ষ থেকে কখন্ গ্রহণ করা হবে না। উপরন্তু সে আখিরাতে ক্ষতিগ্রস্তদেরই অন্তর্ভুক্ত হবে। তিনি আরো বলেন- আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মটি পরিপূর্ণ করে দিলাম। এমনকি আমার নিআমাতও। আর আমি তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসেবে কবুল করে নিলাম।
ইসলাম ধর্মই মূলত: আল্লাহ তাআলার নাযিলকৃত একান্ত ধর্ম। তাই তিনি এ ধর্ম প্রচারের জন্য একজন আমানতদার প্রচারক, প্রজ্ঞাময় ও শুভাকাঙ্ক্ষী ও সম্মানিত রসূল পছন্দ করেছেন। যাঁর নাম হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । তিনি উক্ত ধর্মটিকে পূর্ণাঙ্গ ব্যাখ্যাসহ মানুষের নিকট সঠিকভাবে পৌছে দেন। বস্তুত: তিনি এ সংক্রান্ত তারঁ প্রভুর আদেশটি সম্পূর্ণরূপে পালন করেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ব্যবসা বাণিজ্য করণীয় ও বর্জনীয় pdf বই ডাউনলোড
- ফরজ নামাজের পর করণীয় pdf বই ডাউনলোড
- বিষাক্ত ছোবল তরুন সমাজের করণীয় pdf বই ডাউনলোড
- আশুরা করণীয় বর্জনীয় pdf বই ডাউনলোড
- ১২ মাসে করণীয় ও বর্জণীয় pdf বই ডাউনলোড
আল্লাহ তাআলা বলেন:- অর্থাৎ- হে রসূল! তোমার প্রতি তোমার প্রভুর পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তা তুমি প্রচার কর। আমাদের প্রিয়নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার উক্ত আদেশ পালনার্থেই তারঁ উপর নাযিলকৃত সকল ওয়াহী মানুষের নিকট পৌঁছে দেন। তিনি তারঁ উপর ন্যস্ত আমানটুকু সঠিকভাবেই আদায় করেন।
এমনকি তিনি সর্বদা তারঁ উম্মাতের সমূহ কল্যাণই কামনা করতেন। উপরন্তু তিনি সাঃ সর্বদা নিজকে মহান আল্লাহ তাআলার দ্বীন প্রচারে নিমগ্ন রাখতেন। এভাবেই একদা তারঁ মৃত্যু চলে আসে। দুনিয়াতে িএমন কোন কল্যাণ নেই যে বিষয়ে তিনি তার উম্মাতকে সন্ধান দেখাননি। তেমনিভাবে দুনিয়াতে এমন কোন অকল্যাণও নেই যে বিষয়ে তিনি তারঁ উম্মাতকে সতর্ক করে যাননি।
তাই আল্লাহ তাআলা তারঁ নিজ বান্দার প্রতি তারঁ অপার অনুগ্রহের তুলনা দিয়ে বলেন- অর্থাৎ-”তিনিই নিরক্ষরদের মাঝে তাদের মধ্যে থেকে একজন রসূল পাঠিয়েছেন। যে তাদেরকে তারঁ আয়াতগুলো তিলাওয়াত করে শুনাবে, তাদেরকে পবিত্র করবে ও কুরআন ও হাদীস শিক্ষা দিবে। যদিও তারা ইতিপূর্বে চরম গোমরাহিতেই নিমজ্জিত ছিল। যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন।
নিচে সহাবীদের প্রতি আমাদের করণীয় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | হাদীস একাডেমী |
বইয়ের ধরণঃ | বাংলা হাদীস বিষয়ক |
বইয়ের সাইজঃ | 2.0 MB |
প্রকাশ সালঃ | ২০১৪ সাল |
বইয়ের লেখকঃ | আব্দুর রাযযাক বিন আব্দুল মুহসিন আল-বাদার |
অনুবাদঃ | মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী |