সহু সিজদার বিধান pdf বই ডাউনলোড। আল্লাহ আমাদের উপর পাচঁ ওয়াক্ত নামায ফরজ করেছেন, এটি ইসলাম ধর্মের সর্ব শ্রেষ্ঠ আমল, যা আদায় না করলে মুসলিম থাকা যায় না, সঠিকভাবে আদায় না করলে গৃহীতও হয় না। সেই জন্য নামাযকে ভুল-ত্রুটি থেকে মুক্ত রাখা আবশ্যক। নামাযে যদি ভুল হয়ে যায় তাহলে নিশ্চয় তা সংশোধন করতে হবে, তার একমাত্র পথ হচ্ছে সহু সিজদা।
সহু এর সংজ্ঞাঃ অজানতে কোন কিছু বর্জন করাকে আরবীতে সহু বলে। ওয়াসসাহু আনিশশাই, অর্থাৎ. জেনে শুনে কোন কিছু বর্জন করা। সহু নিসইয়ান গাফলাহ সব প্রতিশব্দ, এ গুলোর অর্থ, উপাস্য থেকে অন্তর গাফেল হওয়া। সিজদায়ে সহু এর সংজ্ঞা: নামাযীর নিজ নামাযে যে ত্রুটি সংঘটিত হয়, তার সংশোধণের উদ্দেশ্য যে সিজদা দুটি করা হয়, তাকে সিজদায়ে সহু বলে।
আর ইসলামিক বই দেখুনঃ
- ইসলাহী খুতুবাত ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- নামাযে খুশু pdf বই ডাউনলোড
- নামাযে কিভাবে মনোযোগী হবেন pdf বই ডাউনলোড
- মহিলাদের নামাজ pdf বই ডাউনলোড
- খুতবাতুল আহকাম pdf বই ডাউনলোড
সিজদায়ে সহু এর হিকমত: শয়তানকে তুচ্চ বা লজ্জিত করা কেননা সে-ই এ ভুল এবং ত্রুটির কারণ। (২) নামাযে যেত্রুটি হয়েছে সেটিকে সংশোধণ করা। (৩) পরিপূর্ণ ভাবে ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন। (৪) আল্লাহ তাআলার ত্রুটি বিহীন আনুগত্য ।
তিনি যে মানুষ ছিলেন তা নিশ্চিত করা, যাতে চরম পন্থীরা রবুবিয়াহ এবং উলুহিয়া এর মত আল্লাহর এই গুণে নবী কে গুণান্বতি করার সুযোগ না পায়। এই জন্য নবী সাঃ বলেছেন: অর্থাৎ আমি তোমাদের মত মানুষ আমি ভুলে যাই যেমন তোমরা ভুলে যাও। সুতরাং আমি যখন ভুলে যাব তখন আমাকে স্মরণ করিয়ে দিও । (বুখারী-মুসলিম )।
নিজ বান্দার উপর আল্লাহর নেয়ামত ও দ্বীনকে পূরণ করা যাতে করে তারা সিজদায়ে সহু এর বিধান পালনের মধ্য দিয়ে রাসূলেল অনুসরণ করে। ইমাম ইবনে কাইয়েম বলেছেন, নামাযে নবী সাঃ এর ভুলেল পিছনে রয়েছে তারঁ উম্মাতের উপর নিজ নিয়ামত পরিপূর্ণ ও দ্বীনকে সম্পূর্ণ করার হিকমত। যাতে নবীজির উম্মত সহু সিজদার বিধান পালনের মাধ্যমে তারঁ অনুসরণ করে যা তাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে। অর্থাৎ সহু সিজদা শরয়ী বিধান ভুক্ত হয়েছে অতিরিক্ত কর্ম, ঘাটতি এবং সন্দেহের জন্য।
লেখক এখানে সহু সিজদার তিনটি কারণ উল্লেখ করেছেন: ১. অতিরিক্ত কর্ম। ২. ঘাটতি কর্ম। ৩.সন্দেহ। ইয়াসরু আরবী শব্দটিতে বুঝা যাচ্ছে যে, সাধারণতভাবে সহু সিজদা কখনো ওয়াজিব আবার কখনো সুন্নাত হয়, যার বর্ণনা পরে আসবে। লা মিন আঙ্গ আরবী শব্দ (ইচ্ছাকৃত নয়) অর্থাৎ ইচ্ছা করে কর্ম বেশী করলে সহু সিজদা চলবে না। এটি তিনটি কারণে: সিজদা দুটি সহু বা ভুলেল জন্য। রাসূল সাঃ বলেছেন, অর্থাৎ তোমাদের মধ্যে কেউ ভুল করলে দুটি সিজদা করবে মুসলিম ইত্যাদি তিনি আরো বলেন।
নিচে সহু সিজদার বিধান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সালাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 2.88 MB |
প্রকাশ সালঃ | ২০১১ |
বইয়ের লেখকঃ | শায়েখ সাদ বিন সাঈদ আল-হাজারী |
অনুবাদঃ | মুহাম্মাদ মুকাম্মাল হক আল-ফাইযী |
বিঃ দ্রঃ এটি একটি শর্ট পিডিএফ, মূল পিডিএফ পাওয়া গেলে আপডেট করে দেওয়া হবে।