সাওম বিশ্বকোষ
সাওম বিশ্বকোষ pdf বই ডাউনলোড। সকল প্রশংসা আল্লাহর, আমরা তারঁ প্রশংসা করছি, তারঁই কাছে সাহায্য প্রার্থনা করছি, তারঁ নিকট ক্ষমা চাচ্ছি, তারঁ কাছে তাওবা করছি। তারঁ কাছে আমাদের অন্তরের সব কুলষিতা ও সব পাপ কাজ থেকে পানাহ চাই।
তিনি যাকে হিদায়াত দান করেন কেউ তাকে গোমরাহ করতে পারে না আর তিনি যাকে পথ-ভ্রষ্ট করেন কেউ তাকে হিদায়াত দিতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তারঁ শরীফ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল।
আরও দেখুনঃ সাওমের আধুনিক মাসআলা pdf বই ডাউনলোড
আল্লাহ তাকে হিদায়াত ও সত্য দীনসহ প্রেরণ করেছন, যাতে তা সব দীনের ওপর বিজয় লাভ করে। তিনি তারঁ রিসালাহ দাওয়াত পৌঁছেছেন, আমানত আদায় করেছেন উম্মতকে উপদেশ দিয়েছেন আল্লাহর পথে যথাযথ প্রচেষ্টা করেছেন। তারঁ উম্মতকে সস্পষ্ট দলিল প্রমাণের রেখে গেছেন, যার দিবারাত্রি সমানভাবেই স্পষ্ট, একমাত্র ধ্বংসপ্রাপ্ত ছাড়া কেউ সে পথে থেকে সরে যায়।
তাই আল্লাহর সাল্লাত ও সালাম তারঁ ওপর, তার পরিবার পরিজন,সাহাবীগণ ও কিয়ামত পর্যন্ত একনিষ্ঠার সাথে যারা তারঁ অনুসরণ করবে সকলের ওপর বর্ষিত হোক। আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাকে ও আপনাদেরকে প্রকাশ্যে অপ্রকাশ্যে সব কাছে তারঁ অনুসারী করেন।
আরও দেখুনঃ রমজানের ৩০ আসর pdf বই ডাউনলোড
যিনি যেন তারঁ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দলের অন্তর্ভুক্ত করে আমাদেরকে মৃত্যু দান করেন। তারঁ উম্মতের কাতারে যেন হাশরের দিনে একত্রিত করেন। তারঁ শাফাআতের অন্তর্ভুক্ত করেন এবং তিনি যেন আমাদেরকে চিরস্থায় জান্নাতে তারঁ সাথে ও সে সব নবী রাসূল, সিদ্দিকীন,শুহাদা ও সালেহীন।
বান্দাদের সাথে একত্রিত করেন যাদের ওপর আল্লাহ অনুগ্রহ করেছেন। হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন কর, যথাযথ তাকওয়া। আর তোমরা মুসলিম হওয়া ছাড়া মারা যেও না। [সুরা আলে ইমরান, আয়াত: ১০২]। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় কর, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নফস থেকে।
আরও দেখুনঃ রমজানে মুমিনের করণীয় pdf বই ডাউনলোড
নিচে সাওম বিশ্বকোষ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 40.4 MB প্রকাশ সালঃ ২০১২ ইং বইয়ের লেখকঃ আব্দুল্লাহ আল মামুন আল-আযহারী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ