সালাতে একাগ্রতা অর্জনের ৩৩টি উপায় pdf বই ডাউনলোড। দোজাহানরে রব আল্লাহ তাআলার জন্যে যাবতীয় প্রশংসা, যিনি সালাতে একাগ্রতাসহ ও বিনিতভাবে দাড়ানোর পরিস্কার নির্দেশ দিয়ে মহান গ্রন্থ কুরঅনুল কারিমে বলেছেন , ”তোমরা আল্লাহ জন্যে বনিীতভাবে দাড়াও ।” (সুরা আল-বাকারাহ , আয়াত :২৩৮) অপর আয়াতে তিনি সালাত সম্পর্কেই বলেছেন,”নিশ্চয় সালাত অনকে কঠিন তবে একাগ্রচিত্তদের (খুশুর ধারকদের) উপর নয় । (সূরা আল-বাকারাহ,আয়াত :৪৫-৪৬) ।
সালাত ওসালাম নাযিল হোক মুত্তাকিদের ইমাম ও খুশুর ধারকদের আাদর্শ ব্যক্তিত্ব মুহাম্মাদের ওপর ,তার পরিবার এবং সকল সাহাবির উপর । প্রিয় পাঠক , ইসলামের ইবাদত প্রধানত দু’প্রকার: করণীয় ও বর্জণীয় । সালাত করণীয় শ্রেষ্ঠ ইবাদত।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সালাতে একাগ্রতা ও খুশু pdf বই ডাউনলোড
- যে সালাতে হৃদয় গলে pdf বই ডাউনলোড
- সালাতে মুবাসসিরা pdf বই ডাউনলোড
- নামাযে খুশু pdf বই ডাউনলোড
- খুশু খুজু pdf বই ডাউনলোড
আর খুশু হচ্ছে তার প্রাণ ও সৌন্দর্য । কাজ শরিয়ত তার রক্ষার জন্যেই কড়া নির্দেশ দয়েছে , তবে যেহেতু আল্লাহর শত্রু শয়তান আদম সন্তানকে পথভ্রষ্ট ও ফিতনায় নমিজ্জিত করার শপথ করে এসেছে এবং জেদ করেই বলেছে “তারপর অবশ্যই আমি তাদের নিকট আসব , তাদের সামনে থেকে এবং তাদের পিছন এবং তাদের ডান থেকে এবং তাদের বাম থেকে।
আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না “(সুরা আল আরাফ, আয়াত :১৭) সেহেতু তার ষড়যন্ত্রের প্রথম ধাপ হচ্ছে বিভিন্ন উপায়ে তাদেরকে সালাম থেকে বিমুখ করা এবং তাতে বিভিন্ন ওয়াসওয়াসা দেওয়া , যেন তার স্বাদ থেকে তারা বঞ্চিত হয এবং তাদরে সওয়াব ও নষ্ট হয়ে যায় ।
আরেকটি বাস্তবতা হচ্ছে , কিয়ামতের পূর্বে পৃথিবি থেকে সবার আগে তুলে নেওয়া হবে সালাতের খুশু ও একাগ্রতা আর আমরা কিয়ামতের পূর্বের যুগেই বাস করছি । তাই আমাদের মধ্যে হুযায়ফা রাদিআল্লাহু আনহুর আশঙ্কা দুঃখজনক ভাবে সত্যে পরিণত হয়েছে । তিনি বলেছেন ”তোমরা তোমাদের দ্বিন থেকে প্রথম হারাবে সালাতের (খুশু), আর সবশেষে হারাবে সালাত এমনও মুসল্লি থাকবে যার ভিতর কোনো কল্যাণ থাকবে না ।
তুমি অতি শিগ্রিই মসজিদে প্রবেশ করবে , কিন্তু তাদের একজনকেও একাগ্রচিত্ত পাবে না ।”অধিকান্ত সালাতে নানা কল্পনার উদ্রেক হওয়া তাতে একাগ্রতা না থাকা প্রভৃতি অভিযোগ মুসল্লি নিজের ভেতর অনুভব করে এবং তার পাশের বহুলোক থেকেও শ্রবণ করে , তাই সেটা দুর করার লক্ষ্যে সালাত একাগ্রতা অর্জনের ৩৩ টি উপায়।
নিচে সালাতে একাগ্রতা অর্জনের ৩৩টি উপায় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সালাত সম্পর্কিত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 2.47 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাইখ মুহাম্মাদ সালীহ আল মুনাজ্জেদ |
অনুবাদঃ | সানাউল্লাহ আল নজীর আহমদ |