সালাতে একাগ্রতা ও খুশু
সালাতে একাগ্রতা ও খুশু pdf বই ডাউনলোড। মহান আল্লাহ ইরশাদ করেছেন, এবং আল্লাহর জন্য দাড়াও বিনীত হয়ে (আল-বাকারা ২৩৮) ।
আরও ইরশাদ হচ্ছে, আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন। যারা বিশ্বাস করে যে, তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং তারা তারঁ দিকে ফিরে যাবে। (আল- বাকরা: ৪৫-৪৬)।
আরও দেখুনঃ নামায রোযার হাকীকত pdf বই ডাউনলোড
সালাত ইসলামের একটি শরীরিক ইবাদত, বড় রুকন। একাগ্রতা ও বিনয়াবনতা এর প্রাণ, শরিয়তের অমোঘ নির্দেশও। এদিকে অভিশপ্ত ইবলিশ মানবজাতিকে পথভ্রষ্ট ও বিপদগ্রস্ত করার শপত নিয়ে অঙ্গীকার করেছে, তারপর অবশ্যই তাদের নিকট উপস্থিত হব, তাদের সামনে থেকেও তাদের পেছনে থেকে এবং তাদের ডান দিক থেকে ও তাদের বাম দিক থেকে। আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। (আল-আরাফ:১৭) ।
কাজেই তার মূল উদ্দেশ্য মানবজাতিকে সালাত হতে বিভিন্ন ছলে-বলে অন্য মনস্ক করা। ইবাদতের স্বাদ, সওয়াবের বিরাট অংশ থেকে বঞ্চিত করার নিমিত্তে সালাতে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা ও সন্দেহের অনুপ্রবেশ ঘটানো। তবে বাস্তবতা হল, শয়তানের আহবানে মানুষের বিপুল সাড়া, দ্বিতীয়ত, সর্বপ্রথম সালাতের একাগ্রতা পৃথিবী থেকে উঠিয়ে নেয়া, তৃতীয়ত, শেষ জমানা।
আরও দেখুনঃ যঈফও জাল হাদিস বর্জনের মূলনীতি pdf বই ডাউনলোড
এ হিসেবে আমাদের উপর হুজায়ফা রা, এর বাণী প্রকটভাবে সত্যতার রূপ নিয়েছে। তিনি বলেন, সর্বপ্রথম তোমরা নামাজের একাগ্রতা হারা হবে, সর্বশেষ হারাবে সালাত। অনেক নামাজির ভেতর-ই কোনো কল্যাণ বিদ্যমান থাকবে না। হয়তো মসজিদে প্রবেশ করে একজন মাত্র নামাজিকেও সালাতে বিনয়ী-একাগ্রতা সম্পন্ন দেখবে না।
তা সত্বেও কতক মানুষের আত্মপ্রশ্ন, অনেকের সালাতে ওয়াসওয়াসা ও একাগ্রতাহীনতার অভিযোগ বিষয়টির আলোচনার প্রয়োজনীয়তা অত্যধিক অপরিসীম। সে জন্যেই নিম্নে বিষয়টির উপর সামান্য আলোকপাতের চেষ্টা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন,মুমিনগণ সফলকাম, যারা সালাতে মনোযোগী। (সূরা আল-মুমিনূন: ১-২) অর্থাৎ আল্লাহ ভীরু এবং সালাতে স্থির।
আরও দেখুনঃ আল্লাহ তাআলা কোথায় আছেন pdf বই ডাউনলোড
নিচে সালাতে একাগ্রতা ও খুশু pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিক হাউস বইয়ের ধরণঃ সালাত বিষয়ক বইয়ের সাইজঃ 2.37 MB প্রকাশ সালঃ ২০১০ ইং বইয়ের লেখকঃ সানাউল্লাহ নজির আহমদ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ