সালাত পরিত্যাগকারী কি মুসলিম pdf বই ডাউনলোড। স্বলাত একটি ফারয ইবাদাত। কিন্তু এই ফারয ইবাদাত অনেকেই বিভিন্ন কারণে পরিত্যাগ করে থাকেন। স্বলাত পরিত্যাগকারী মুসলিম নাকি কাফির- এ ব্যাপারে আলিমগণ মতভেদ করেছেন। কেউ কেউ মুসলিম বলেছেন আবার কেউ কেউ কাফির বলেছেন। উভয় পক্ষই নিজ নিজ মতের স্বপক্ষে দালিল পেশ করেছেন। অতঃপর সালাতের শব্দের অর্থ- প্রার্থনা, অনুগ্রহ, দয়া, পবিত্রতা, আনুগত্য ।
মহান আল্লাহ বলেন, যে অর্থাৎ তোমরা সালাত ক্বয়িম কর, নিশ্চয়ই সালাত অশ্লীন ও অন্যায় কাজ থেকে বিরত রাখে…. -সূরা আনকাবুত (২৯),৪৫। আর যারা তাদেঁর সালাতের হিফাযতকারী তারাই জান্নাতে সম্মানিত হবে। -সূরাহ মাআরিজ (৭০),৩৪,৩৫।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সাহাবিদের চোখে দুনিয়া pdf বই ডাউনলোড
- মানবতার বন্ধু মুহাম্মদ রসূলুল্লাহ pdf বই ডাউনলোড
- সালাত নবীজির শেষ আদেশ pdf বই ডাউনলোড
- আল্লাহর রাসূল কিভাবে নামায পড়তেন pdf বই ডাউনলোড
- হে আমার মুসলিম ভাই pdf বই ডাউনলোড
আবু হুরইরহ রহঃ হতে বর্ণিত, তিনি রসূলুল্লাহ সাঃ কে বলতে শুনেছেন, অর্থাৎ বলতো যদি তোমাদের কারো বাড়ী সামনে একটি নদী থাকে, তাতে সে প্রতিদিন পাচঁবার গোসল করে, তাহলে কি তার দেহে কোন ময়লা থাকবে? তারাঁ উপস্থিত সাহাবাগণ বললেন, তারঁ দেহে কোনো রকম ময়লা থাকবে না। রসূলুল্লাহ বললেন, এ হলো পাচঁ ওয়াক্ত সালাতের উদাহরণ। এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহসমূহ মিটিয়ে দেন।
আবু হুরইরহ রহঃ হতে বর্ণিত, অর্থাৎ নিশ্চয়ই রসূলুল্লাহ সাঃ বলেছেন, পাচঁ ওয়াক্ত সালাত এক জুমুআহ থেকে আরেক জুমুআহ পর্যন্ত গোনাহের কাফফারহ হয়ে যায়। যদি সে কোন কবিরাহ গোনাহ না করে। অতঃপর সালাত পরিত্যাগকারী আমাদের দ্বীনি ভাই নয়; মহান আল্লাহ বলেন, অর্থাৎ অতঃপর যদি তারা তাওবাহ করে, সালাত ক্বয়িম করে, যাকাত আদায় করে তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই..- সূরা তাওবাহ (৯),১১।
উল্লিখিত আয়াতটি দ্বিনী ভাই অর্থাৎ মুসলিম হওয়ার শর্ত দিচ্ছে যে, তাওবাহ করে ঈমান আনবে এবং সালাত কায়িম করবে। যদি কেউ সালাত কায়িম না করে তাহলে, সে দ্বীনি ভাই হওয়ার শর্ত পূরণ না করায় মুসলিম হতে পারবে না অর্থাৎ সে কাফির । এবংকি অতঃপর সালাত পরিত্যাগকারী মুশরিক… জাবির রহঃ হতে বর্ণিত. আমি নাবী করীম সাঃ কে বলতে শুনেছি, তিনি বলেন।
ব্যক্তি বান্দা এবং শিরক ও কুফুরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। এবং কি আনাস ইবনু মালিম রহঃ; নবী কারীম সাঃ থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন বান্দার এবং শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। যে সালাত পরিত্যাগ করে সেই অবশ্যই শিরক করেছে। এই হাদিসটির প্রতি গভীরভাবে লক্ষ করুন, রসূলুল্লাহ সাঃ সালাত পরিত্যাগ করাকে শিরক বলেছেন। আর যে শিরক করে তাকে মুশরিক বলা হয়। অতএব বুঝা গেল যে, সালাত পরিত্যাগকারী অবশ্যই মুশরিক।
নিচে সালাত পরিত্যাগকারী কি মুসলিম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | বাক্কাহ ডিটিপি হাউস |
বইয়ের ধরণঃ | সালাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 3.23 MB |
প্রকাশ সালঃ | ২০১৪ |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ ইকবাল বিন ফাখরুল ইসলাম |
অনুবাদঃ |
বিঃ দ্রঃ এটি একটি শর্ট পিডিএফ, মূল পিডিএফ পাওয়া গেলে আপডেট করে দেওয়া হবে।