সালাফদের আত্মশুদ্বিমূলক বাণী
সালাফদের আত্মশুদ্বিমূলক বাণী pdf বই ডাউনলোড। সালাফদের আত্মশুদ্বিমূলক বাণী লেখকের মতে উল্লেখ করেছেন যে, আমি সালাফদের (সাহাবায়ে কেরাম ও তাবেয়ীগণকে ) দেখেছি, তারা ইবাদত বলতে শুধু নামাজ রোযাই বুঝতেন না বরং তারাঁ মানুষের ইজ্জত সম্মানে আঘাতে দেয়া থেকে বিরত থাকাকে (বিরাট বলে মনে করতেন) কারণ, কেউ যদি রাতের বেলা নামাজ পড়ে, দিনের বেলা রোজা রাখে কিন্তু নিজের জিহবার হেফাজত না করে তাহলে কেয়ামতের দিন সে (নিজের সব নেক আমল অন্যরাকে দিয়ে দিয়ে ) একদম ফকির বনে যাবে।
হযযরত ওমর বিন আব্দুল আজীজ রহ. বলেন দুশ্চিন্ত ও পেরেশানি আসে মূলত দুটি কারণে; (এক), দুনিয়ার প্রতি ভালোবাসা ও লোভ থাকার কারণে। দুই । নেক আমলের মধ্যে ত্রুটি থাকার কারণে। এছাড়া ও -ইমাম ইবনুল কাইয়িম রহ. বলেন , যে ব্যক্তি এ কথা বিশ্বাস করে যে।
আরও দেখুনঃ কুধারণা ও প্রতিকার pdf বই ডাউনলোড
যেই বিপদ তার উপর এসেছে (তা আসারই ছিল) তা থেকে কোনও ভাবেই সে রেহাই পেত না আর যে কল্যাণ তার থেকে ছুটে গেছে তা সে পাওয়ারও ছিল না এমন ব্যক্তির জন্য বিপদ আপদ হালকা হয় এবং তার ঈমান ও তাওহীদ মজবুত হয়। শাইখ সুলাইমান আল উলওয়ান বলেন ;(আল্লাহ তাকেঁ দ্রুত মুক্তি দান করেন) যে বেশি কথা বলে তার ভূল ও বেশি হয় ।
ওমর বিন খাত্তাব রাযি. যা বলেন
এছাড়া ও হযরত ওমর বিন খাত্তাব রাযি. বলেন যদি কারো মাঝে একশটি বিষয়ে তাকওয়া থাকে (ওগুলোর ব্যাপারে আল্লাহর যা হুকুম তা-ই সে পালন করে। করণীয় হলে করে। বর্জনীয় হলে বর্জন করে) । তবে মাত্র একটি বিষয়ে তার মাঝে তাকওয়া না থাকে(ওটার ব্যাপারে আল্লাহর যা হুকুম তা সে পালন করে না। করে তার উল্টোটা ) তাহলে সে মুত্তাকি নয়।
আরও দেখুনঃ জবানের ক্ষতি pdf বই ডাউনলোড
ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রহ. বলেন তোমরা কি জানো অন্তরের জং কি? অন্তরের জং হল, গুনাহের পর গুনাহ গুনাহের পর গুনাহ । যার ফলে এক সময় অন্তর মরে যায়। এছাড়া ও ইমাম হাসা বসরী রহ. বলেন যেসব আমলের দ্বারা তুমি তোমার ভাইয়ের নিখাদ ভালোবাসা লাভ করতে পারবে তার কয়েকটি হল, তার সাথে সাক্ষাৎ হলে আগে আগে সালাম দেবে। যে নামটিকে সে সবচেয়ে বেশি পছন্দ করে ও নামটি দিয়ে তাকে ডাকবে।
আরও দেখুনঃ অন্তরের রোগ সম্পূর্ণ pdf বই ডাউনলোড
নিচে সালাফদের আত্মশুদ্বিমূলক বাণী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ঈলমওয়েব প্রকাশনী বইয়ের ধরণঃ আত্মশুদ্বিমূলক বাণী বইয়ের সাইজঃ 1.66 MB প্রকাশ সাল ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ