সালাফদের সিয়াম pdf বই ডাউনলোড। অগণিত প্রসংসা একমাত্র আল্লাহ তায়ালার জন্য, অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মাদ সাঃ তারঁ পরিবারবর্গ, তারঁ সাথীবৃন্দ এবং কিয়ামত পর্যন্ত তার অনুসারীবৃন্দের উপর। নিশ্চয়ই সালাফ-আস-সালিহীনদের অবস্থা বড় শানদার ছিল।কেননা, উনারা বুঝতে পেরেছিলেন আল্লাহ তায়ালার এই মর্মবাণী- অর্থাৎ- রমাদ্বান মাসই হল সে মাস, যাতে নাযিল করা হয়েছে কুরআন যা মানুষের জন্য হেদায়াত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুষ্পষ্ট পথ নির্দেশ, আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী।
কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসের রোযা রাখবে। আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থা থাকবে সে অন্যদিনে গণনা পূর্ণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান; তোমাদের জন্য জটিলতা কামনা করেন না যাতে তোমরা গণনা পূরণ কর এবং তোমাদের হেদায়াত দান করার দরুন আল্লাহ তায়ালার মহত্ত্ব বর্ণনা কর, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সালাফদের আত্মশুদ্বিমূলক বাণী pdf বই ডাউনলোড
- সালাফদের দৃষ্টিতে রফউল ইয়াদায়ন কি মানসুখ বই ডাউনলোড
- সিয়াম নির্দেশিকা pdf বই ডাউনলোড
- ফিকহুস সিয়াম pdf বই ডাউনলোড
- ফিকহুস সিয়াম pdf বই ডাউনলোড
এবং বুঝতে পেরেছিলেন নবী কারিম সাঃ এর হাদসের মর্ম- অর্থাৎ- যখন রমাদ্বান মাসের প্রথম রাত্রি যখন আগত হয়, তখণ সকল শািইত্বন ও অবাধ্য জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের সকল দরজা বন্ধ করা হয়, সুতরাং তার একটি দরজাও খোলা হয় না। পরন্তু জান্নাতের সকল দরজা খুলে রাখা হয়, সুতরাং তার একটি দরজাও বন্ধ করা হয় না। আর একজন আহ্বানকারী আহবান করতে থাকে এই বলে, হে মঙ্গলকামী। তুমি অগ্রসর হও।
আর হে মন্দকামী। তুমি পিছে হটো। ক্ষান্ত হও। আল্লাহর জন্য রয়েছে দোজখ হতে মুক্তিপ্রাপ্ত ব্যক্তিবর্গ সম্ভবত: তুমিও তাদের দলভুক্ত হতে পারো। এরূপ আহবান প্রত্যেক রাতেই হতে থাকে। আর সহীহ বুখারিতে এসেছে অর্থাৎ- আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় আর সহীহ মুসলিমে এসেছে রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং বুখারি ও মুসলিম উভয় কিতাবে এসেছে শাইত্বনদেরকে শৃঙ্খলবদ্ধ করা হয়।
হযরত আনাস রাঃ বর্ণিত এক হাদিসে এসেছে তিনি বলেন:অর্থাৎ- রমাদ্বান মাস শুরু হলে রাসুলুল্লাহ সাঃ বললেন, তোমাদের নিকট এ মাস সমুপস্থিত। এতে রয়েছে এমন এক রাত, যা হাজার মাস অপেক্ষা উত্তম। এ থেকে যে ব্যক্তি বঞ্চিত হল সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হল। কেবল বঞ্চিতরাই তা থেকে বঞ্চিত হয়।
সালাফগণ বুঝেছেন আবু হুরায়রা রাঃ বর্ণিত রাসূল সাঃ-এর হাদিসটি- অর্থাৎ- যে ব্যক্তি রমাদ্বান মাসে ইমানের সাথে সাওয়াবের আশায় সিয়াম পালন করবে তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। আর যে ব্যক্তি কদরের রাত্রিতে ইমানের সাথে সাওয়াবের আশায় দন্ডায়মান হবে তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে।
নিচে সালাফদের সিয়াম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আযান প্রকাশনী |
বইয়ের ধরণঃ | সিয়াম বিষয়ক |
বইয়ের সাইজঃ | 17.6 MB |
প্রকাশ সালঃ | ২০২১ |
বইয়ের লেখকঃ | ডক্টর সাইদ বিন ওয়াহাফ কাহতানি রহ |
অনুবাদঃ | মহিববুল্লাহ খন্দকার |