সালাফী ও সালাফিয়াত পরিচিতি pdf বই ডাউনলোড। জীবনে চলার পথে একটি জীবন-পদ্ধতি চাই। আর সেটা হওয়া চাই বিশুদ্ধ ইসলাম। আর সেটা হল সালাফিয়াত বা সালাফী জীবন-পদ্ধতি। এ পথ ও পদ্ধতিই হল সঠিক ও শুদ্ধ। এটাই হল মহান আল্লাহর সরল পথ। এটাই মহানবী সাঃ ও তারঁ সাহাবাবর্গ-এর পথ। এ পথের পথিকরাই হল ইহকালে সাহায্যপ্রাপ্ত এবং পরকালে মুক্তিপ্রাপ্ত। এটাই হল ৭৩ দলের মধ্যে একমাত্র পরিত্রাণ লাভকারী দল। এটাই হল ইসলামের মূল স্রোতধারা।
মুহাম্মাদ রসূল হয়ে প্রেরিত হওয়ার পূর্বে মানুষ অজ্ঞতা ও অন্ধতায় ছিল। ছিল শির্ক, যুলম ও ভ্রষ্টতায় নিমজ্জিত। অতঃপর আল্লাহ সৃষ্টির সর্দার মুহাম্মাদ সাঃ- কে রসূলগণের আগমন বন্ধ থাকার পর বাকাঁ মিল্লতকে সোজা করার লক্ষ্যে প্রেরণ করলেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- চারজন সালাফী আলেমের জীবনী pdf বই ডাউনলোড
- ইসলাম পরিচিতি pdf বই ডাউনলোড
- শয়তানের পরিচিতি pdf বই ডাউনলোড
- বলুন এটাই শেষ সিগারেট pdf বই ডাউনলোড
- সহীহ বুখারী ৪র্থ খন্ড বাংলা অনুবাদ pdf ডাউনলোড
যাতে তারা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্য উপাস্য নেই বলে এবং সফলতা লাভ করে। সুতরাং তারঁ সাথে হক আগমন করল এবং বাতিল বিলীন হল। তারঁ সাথে হিদায়াত আগমন করল, আগমন করল জীবন, আগমন করল ন্যায়পরায়ণতা। আল্লাহ তারঁ মাধ্যমে শির্ককে নিশ্চিহৃ করলেন।
আল্লাহ (জাল্লা ফী উলাহ ) তাকেঁ সারা বিশ্ববাসীর জন্য করুণা স্বরূপ সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করলেন। প্রেরণ করলেন তারঁ প্রতি বিশ্বাসী জন্য সুসংবাদদাতারূপে এবং যে তারঁ অবাধ্য হয় ও তারঁ আদর্শে বাধা সৃষ্টি করে তার জন্য সতর্ককারীরূপে। তিনি তারঁ মাধ্যমে হক ও বাতিলের মাঝে পার্থক্য নির্ণয় করলেন।
আল্লাহ (জাল্লা ফী উলাহ) বলেছেন, কুরআনে বর্ণিত কিছু গুণে তাওরাতেও গুণান্বিত যেমন, হে নবী! আমি তো তোমাকে পাঠিয়েছি সাক্ষীরূপে, সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে আহযাব: ৪৫ এবং নিরক্ষর আরবদের জন্য নিরাপত্তারূপে। তুমি আমার দাস ও রসূল। আমি তোমার নাম রেখেছি আল-মুতাওয়াক্কিল আল্লাহর ওপর নির্ভরশীল।
তিনি রূঢ় ও কঠোর নন। হাটে-বাজারে হৈ-হুল্লোড়কারীও নন। তিনি মন্দকে মন্দ দ্বারা প্রতিহত করেন না। বরং তিনি ক্ষমা ও মার্জনা করে দেন। আল্লাহ তারঁ কখনোই তিরোধান ঘটাবেন না, যতক্ষণ না তিনি তারঁ দ্বারা ঝাকাঁ কাফের মিল্লাতকে সোজা করেছেন অথবা তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং তারঁ দ্বারা বহু অন্ধ চক্ষু, বধির কর্ণও ও বদ্ধ হৃদয়কে উম্মুক্ত করেছেন। (বুখারী ২১২৫,৪৮৩৮ নং)।
এই লেকচারটি মক্কা মুকারআমা শার্রাফাহাল্লাহ এর আযীযিয়াত সেকশনের জামে ফকীহ মসজিদে রোজ বৃহস্পতিবার ১০ম শাবান ১৪৩১ হিজরীতে পেশ করা হয়। যা সেখানকার আস-সাবীল মসজিদে অনুষ্ঠিত সংস্কারক ইমাম মুহাম্মাদ বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ অধিবেশনের সক্রিয়তার একটি অংশ হিসাবে কার্যক্রমভুক্ত করা হয়।
নিচে সালাফী ও সালাফিয়াত পরিচিতি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 1.10 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাইখ আব্দুল্লাহ বিন আব্দুর রহীম আল-বুখারী |
অনুবাদঃ | আব্দুল হামীদ আল ফাইযী আল-মাদানী |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now