সালাফী মানহাজ পরিচিতি ও প্রয়োজনীয়তা pdf বই ডাউনলোড। কোথাও যেতে হলে যেমন গন্তব্য জানতে হবে, তেমনি জানতে হবে পথ কোনটা। শুধু পথ জানলেই চলবে না কিন্তু, বরং পথনির্দেশিকাও মেনে চলতে হবে। তারপর কষ্ট করে দৃঢ়তার সাথে এগিয়ে যেতে হবে, আর এভাবেই আমরা পৌছব আমাদের কাঙ্কিত গন্তব্যে ও অভিষ্ট লক্ষ্যে । আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় নিয়ামত হলো মুসলিম বানানো জন্মসূত্রে হোক বা দাওয়াত পেয়ে।
আর এই মহান নিয়ামতের শোকরগুজারি ও সদ্ব্যবহার করার জন্য দিয়েছেন, কুরআন ও সুন্নাহ বইয়ের পাতা থেকে সেগুলো আবার বাস্তব জীবনে প্রয়োগের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাঠিয়েছেন। আর এই প্রয়োগিক দিকটা আমাদের পর্যন্ত পৌঁছাতে আল্লাহ আযযা ওয়া জাললা বেছে নিয়েছেন ছাহাবীদেরকে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- মধ্যপন্থা গুরুত্ব ও প্রয়োজনীয়তা pdf বই ডাউনলোড
- চারজন সালাফী আলেমের জীবনী pdf বই ডাউনলোড
- সালাফী ও সালাফিয়াত পরিচিতি pdf বই ডাউনলোড
- অমুসলিম মনীষীদের চোখে প্রিয় নবী pdf বই ডাউনলোড
সুতরাং ছাহাবীদের বাদ দিয়ে দ্বীন বোঝা অসম্ভব । অবশ্য তাদের বাদ দিয়ে অন্য যেটা সম্ভব সেটা হলো ভ্রষ্টতা।যদি বলি, মুসলিম হিসেবে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য ও গন্তব্য কি? সবাই এক বাক্যে বলবে. আল্লাহর সন্তুষ্টি অর্জন ও রহমত লাভের মাধ্যমে জান্নাত লাভ। এই গন্তব্য সবার কাছে স্পষ্ট হলেও পথ ও পথনির্দেশিকা নিয়ে আছে সমস্যা কারো সমস্যা উভয়টা নিয়ে।
কারো শুধু পথ নিয়ে, কারো রয়েচে ভ্রান্তি, কারো বা আছে গড়িমসি। যেমন, ইহুদী খৃষ্টান সহ সব ধর্মাবলম্বীই তাদের জীবনের স্বার্থকতা বোঝে, পরকালীন জীবনে সফলতাকে। কিন্তু তারা ইসলামকে পথনির্দেশক হিসেবে মানে না। আবার, যারা মুসলিম হয়েছে তাদের মাঝে পথটা নিয়ে বিভ্রান্তি রয়েছে,রয়েছে তা পালনে গড়িমসি। এইজন্যই তারা বহুধা বিভক্ত।
অথচ সব বিভ্রান্তি ও বিভক্ত থেকে মুক্তির একমাত্র পথ ও পদ্ধতি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ করা যেমনভাবে ছাহাবীরা করতেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি ও আমার ছাহাবীরা যে মত ও পথের উপর আছি, এ মতের অনুসারীরাই কেবল জাহান্নাম থেকে মুক্তি পাবে। আর এই মত ও পথের নামই হলো—–মানহাজ।
যেহেতু ছাহাবীরা আমাদের পূর্বসূরী, সুতরাং তারাই আমাদের সালাফ। আর তাদের দিকে সম্মানজনক নিসবত বা সম্পৃক্ততাই হলো সালাফিয়্যাহ। তো সব মিলিয়ে দাড়াঁলো, আপনাদেরকে তাদের মতো হতে হবে। তাদের পথে চলতে হবে। সেই হিসেবে একসঙ্গে মিলিয়ে বলতে পারি, সালাফী মানহাজ। সুতরাং এখান থেকেই বোঝা যায়, সালাফিয়্যাত কোনো ফিরকাবাজি নয়, নয় কোনো বিভক্তি। এটা কোনো দলীয় লেবাস নয়, আবার অন্ধত্বও নয়। বরং নির্ভেজাল ইসলামকে অনুসরণ করার এক প্রাণান্তকর প্রচেষ্টা।
নিচে সালাফী মানহাজ পরিচিতি ও প্রয়োজনীয়তা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 8.42 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ রুহুল আমিন |
অনুবাদঃ |
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now যদি ডাউনলোড করতে কোন সমস্যা হয়। আর ওয়েবসাইটটি আপনার উপকারে কাজে আসলে আপনি একটি শেয়ার করে দিন। শেয়ার করুন সওয়াবের আশায়, কারণ আপনি ভালো কাজে এবং ভালো উদ্দেশ্যে শেয়ার করছেন। আর প্রত্যেক ভালো কাজের বিনিময় আল্লাহ আপনাকে দিবেন।..!!